রবীন্দ্রনাথের সঙ্গে জগদীশচন্দ্রের সম্পর্ক সকলের জানা। তাঁদের মধ্যে পত্র বিনিময়ও হয়েছে। তাই সেই সময়কার প্রকৃতির গাছগাছালি, পরিবেশ-সহ নানা বিষয় নিয়ে গবেষণা করতে চলেছে বিশ্বভারতী। পুরনো মেলার মাঠে গড়ে তোলা হচ্ছে ‘জগদীশচন্দ্র’ নামাঙ্কিত উদ্যান। বৃহস্পতিবার এ কথা জানান বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। তিনি বলেন, “পুরনো মেলার মাঠে জগদীশ কানন খুব শীঘ্রই হচ্ছে। গাছগাছালি থেকে শুরু করে রবীন্দ্রনাথ সম্পর্কিত প্রকৃতির নানা বিষয় নিয়ে গবেষণার কাজে ওই উদ্যান ব্যাবহার করা হবে।” এ দিন বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ ও রবীন্দ্র ভবনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে নানা কর্মকাণ্ড। রবীন্দ্রভবনের উদ্যোগে অধ্যক্ষা তপতি মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথঃ নববর্ষে ও জন্মদিনে’ গ্রন্থ প্রকাশ করলেন বিজ্ঞানী বিকাশ সিংহ। রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ সঙ্কলন গ্রন্থ প্রকাশ করলেন সুশান্তবাবু। অধ্যক্ষা তপতি মুখোপাধ্যায় বলেন, “উত্তরায়ন চত্বরের মধ্যে পম্পা সরোবরের সামনে থাকা রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীর ব্যাবহার করা ‘গুহা ঘর’ ও ‘চিত্রভানু’-কে নিয়ে একটি প্রদর্শশালা গডে তোলা হবে আগামী জুন মাসে। দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। বিশ্বভারতী প্রকাশনা-সহ রবীন্দ্রনাথ ও ঠাকুর পরিবারের সম্পর্কিত একাধিক প্রকাশনার গ্রন্থ নিয়ে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল রবীন্দ্র ভবনের বিচিত্রা কক্ষে। অনুষ্ঠানে হাজির ছিলেন গ্রন্থন বিভাগের অধিকর্তা রামকুমার মুখোপাধ্যায়, সঙ্গীত ভবনের অধ্যক্ষা ইন্দ্রানী মুখোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা। সকালে ব্রহ্মউপাসনার পর রীতি মেনে শ্যামলী প্রাঙ্গণে রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান হয়।
|
টিউশন পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুকে ঘিরে গাড়িতে ভাঙচুর, পথ অবরোধের ঘটনা ঘটল লাভপুরের দোনাইপুর গ্রামের কাছে, লাভপুর-বোলপুর সড়কে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ স্থানীয় পূর্বকাদিপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা অন্নপূর্ণা দাস (১৪) দোনাইপুর থেকে পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ঠান্ডা পানীয় বোঝাই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অষ্টম শ্রেণির এক ছাত্রীর। এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণ দেওয়া ও যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে ঘণ্টা দেড়েক অবরোধ করেন। পুলিশ জানায়, ওই গাড়িটি আটক করা হয়েছে। চালক পলাতক।
|
শো-কজ আইসিকে
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
এক নার্স যৌন নির্যাতনের অভিযোগ করার পরেও পুলিশ মামলা করেছিল শ্লীলতাহানির। তাই বোলপুর থানার আইসি দেবকুমার রায়কে বৃহস্পতিবার শো-কজ করল আদালত। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “অভিযোগপত্রে ঘটনার নির্দিষ্ট বর্ণনা থাকলেও আইসি সঠিক ধারার প্রয়োগ করেননি। তাই বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ তাঁকে শো-কজ করার পাশাপাশি ধারার সঠিক প্রয়োগ তিনি কেন করেননি (ইগনোরেন্স অফ ল), তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। বিচারকের নির্দেশের কপি বীরভূমের এসপি-র কাছেও পাঠানো হয়েছে।” এসপি মুরলীধর শর্মা বলেন, “আদালতের কপি হাতে পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।” বুধবার রাতে বোলপুরের পাঁচশোয়া এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রের নার্সকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে অজ্ঞাতপরিচয় এক যুবকের বিরুদ্ধে। কিন্তু, পুলিশ শ্লীলতাহানি, সরকারি কাজে বাধা দেওয়ার ধারায় মামলা রুজু করে। |