টুকরো খবর
হুমকি দেওয়ায় অভিযুক্ত এজেন্ট
সারদার এক এজেন্টের বিরুদ্ধে টাকা ফেরত না দিতে চেয়ে মারধরের হুমকির অভিযোগ করলেন এক আমানতকারী। চিত্তরঞ্জন থানায় করা অভিযোগে ওই আমানতকারী রেলকর্মী পঞ্চানন দাস জানান, ২০১২ সালে তিনি ওই এজেন্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জমা করেন। সাত বছর পরে এক লক্ষ টাকা ফেরত পাওয়ার কথা ছিল। কিন্তু সারদা-কাণ্ডের পরে টাকা ফেরত চাইতে গেলে ওই এজেন্ট তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ও মারধরের হুমকি দেন বলে পঞ্চাননবাবুর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা দফতরে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই এজেন্ট পলাতক। শুক্রবার সকালে দুর্গাপুরে জনা পঁচিশ আমানতকারী মেয়াদ ফুরনো টাকা ফেরত নিতে যান একটি অর্থলগ্নি সংস্থার অফিসে। তাঁদের দাবি, সন্ধ্যায় আসতে বলা হয় তাঁদের। কিন্তু তখন গেলে সংস্থার তরফে জানানো হয়েছে, আরও কিছু দিন সময় লাগবে। ওই আমানতকারীরা পুলিশে খবর দেন। কোকওভেন থানার পুলিশ যায়। পরে অবশ্য ওই আমানতকারীরা কোনও অভিযোগ দায়ের করতে চাননি। তবে পুলিশের সামনে সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়, টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

পেনশন মেলেনি, বিক্ষোভ অন্ডালে
২০১২ সালের ১ মার্চ অবসর নেওয়ার পরেও পেনশন চালু হয়নি আট জন খনিকর্মীর। প্রতিকারের দাবিতে তাঁরা তিন ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে অন্ডালের সিদুলি কোলিয়ারিতে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, কর্তব্যরত এক কেরানি ঘুষ চাইলে তাঁকে তা না দেওয়াতেই এমন বিপাকে পড়েছেন তাঁরা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

জয়ী কল্যাণেশ্বরী
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জিতল কল্যাণেশ্বরী সিএ। আসানসোল স্টেডিয়ামে তারা সানডে সিএকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সানডে ৯ উইকেটে ১০৮ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কল্যাণেশ্বরী।

জিতল হরিপুর
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জিতল হরিপুর সিএ। এ দিন আসানসোল রেলমাঠে তারা সানডে সিএকে ৮ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে সানডে সিএ ৫ উইকেটে ১১৪ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় হরিপুর।

পাঁচ দোকানে লুঠ
পরপর পাঁচটি দোকানে ঢুকে বেশ কিছু সামগ্রী দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রানিগঞ্জের জে কে নগরে তিনটি দোকানে তালা ভেঙে এবং দু’টি দোকানের অ্যাসবেস্টসের চাল সরিয়ে বেশ কিছু জিনিস নিয়ে পালায় তারা। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

নতুন কমিটি
জামুড়িয়া বণিক সংগঠনের একটি নতুন কমিটি গঠন হল বৃহস্পতিবার। জয়প্রকাশ দোকানিয়াকে সভাপতি এবং অজয়কুমার খৈতানকে সম্পাদক মনোনীত করে ২৩ জনের কমিটি গঠিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.