টুকরো খবর
ফের ঝামেলা সুপারক্লাসিকোয়
বুয়েনস আইরেসের দুই হেভিওয়েট ফুটবল ক্লাবের লড়াইয়ে রবিবার উত্তপ্ত হয়ে উঠল আর্জেন্তিনার লা বম্বোনেরা স্টেডিয়াম। রিভার প্লেট আর বোকা জুনিয়র্সের ডার্বি ‘সুপারক্লাসিকো’ শেষ পর্যন্ত ড্র হল ১-১। তবে দর্শকদের অশান্তিতে দ্বিতীয়ার্ধে ১৫ মিনিট খেলা বন্ধ ছিল। ‘সুপারক্লাসিকো’য় যা অবশ্য অস্বাভাবিক নয়। ম্যাচ শুরুর ৪৫ সেকেন্ডের মধ্যে রিভার প্লেটের ম্যানুয়েল লানজিনি গোল করে টিমকে এগিয়ে দেন। কিন্তু ঘরের মাঠে এ ভাবে পিছিয়ে পড়া সহ্য না করতে পেরে বোকা জুনিয়র্স সমর্থকরা ঝামেলা বাঁধিয়ে দেন। ৩৯ মিনিটে বোকা জুনিয়র্সের স্যান্টিয়াগো সিলভা গোল শোধ করার পরও শান্ত হননি দর্শকরা।
উন্মাদনার বিরল ভাষা। ফেন্সিংয়ে বোকা ও রিভার প্লেটের সমর্থকরা।
দ্বিতীয়ার্ধে গ্যালারির উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। আতসবাজি, স্মোক বম্ব উড়ে আসতে থাকে ফুটবলারদের উদ্দেশে। পরে রিভার প্লেটের সমর্থকরাও ঝামেলায় যোগ দিলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে খেলা বন্ধ করে দিতে হয়। ইস্পাতের বেড়া টপকে মাঠে ঢোকার চেষ্টা করেন দর্শকদের অনেকে। পরে রায়ট পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে খেলা আবার চালু হয়।

ফাইনালে ভারত
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে তুললেন বাংলার সৌম্যজিৎ ঘোষ। বুধবারের ফাইনালে ভারতের সামনে সিঙ্গাপুর। জাতীয় চ্যাম্পিয়ন সৌম্যজিৎ এ দিন ইংল্যান্ডের অ্যান্ড্রু বাগলেকে স্ট্রেট গেমে উড়িয়ে দেন। সৌম্যজিতের জয়ে ১-১ করলেও পরের ম্যাচে ড্যানিয়েল রিডের কাছে হরমিত দেশাই হারায় ভারত ১-২ ম্যাচে পিছিয়ে পড়ে। পরের ম্যাচে শরদ কমল হারিয়ে দেন অ্যান্ড্রু বাগলেকে। শেষ ম্যাচে সৌম্যজিৎ স্ট্রেট গেমে হারিয়ে দেন স্যামুয়েল ওয়াকারকে। মেয়েদের বিভাগে মৌমা দাসরা ইংল্যান্ডের কাছে ২-৩ ম্যাচে হেরে ব্রোঞ্জ পদক পেলেন।

বেঙ্গসরকরের আব্দার
আইপিএলের আরও একটি ফাইনাল চান দিলীপ বেঙ্গসরকর! এবং প্রাক্তন ভারতীয় অধিনায়কের আব্দার, সেই ফাইনাল হোক মুম্বইয়ে। এই অনুরোধ জানিয়ে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠিও পাঠিয়েছেন। দিলীপের বক্তব্য, মহারাষ্ট্রের খরা-পীড়িত মানুষের জন্য টাকা তুলতেই এই ম্যাচ আয়োজন করা উচিত বোর্ডের। চিঠিতে দিলীপ লিখেছেন, “এ সব কাজে বোর্ড চিরকালই এগিয়ে এসেছে। তাই অনুরোধ, কলকাতায় আইপিএলের ফাইনালের পর মুম্বইয়ে আর একটি ম্যাচ করা হোক।”

ফিকার দাবি
টিম মে-কে সরিয়ে লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের আইসিসি-র ক্রিকেট কমিটিতে ঢোকা নিয়ে তদন্তের দাবি তুলল ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা। ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ফিকার অভিযোগ, টেস্ট খেলিয়ে কয়েকটি দেশের বোর্ডের উপর চাপ সৃষ্টি করে পুরোপুরি অনৈতিক ভাবে অস্ট্রেলিয়ার নির্বাচিত টিম মে-র জায়গায় শিবাকে কমিটিতে ঢোকানো হয়েছে। ফিকার আইনি উপদেষ্টা ইয়ান স্মিথের দাবি, “গোপন ব্যালটে টেস্ট ক্যাপ্টেনদের এই ভোটপর্বের আগে আইসিসি বোর্ডগুলিকে নাক গলাতে বারণ করা সত্ত্বেও ভারতীয় বোর্ড সেটাই করে।”

রাইডারের অপরাধী
জেসি রাইডারকে মারধর করার কথা কবুল করে নিলেন ২০ বছরের অভিযুক্ত যুবক। ক্রাইস্টচার্চ পুলিশের কাছে বয়ান দেওয়ার সময় যুবকের সঙ্গে ছিলেন তাঁর কাকাও। পুলিশকে তিনি জানিয়েছেন, পানশালায় তাঁরা জেসির ড্রিঙ্কসের খরচ দিলেও জেসি তাঁদের মদ না খাইয়ে সেখান থেকে বেরিয়ে যান। তাতেই ঝগড়ার সূত্রপাত ও সেই থেকে মারপিট। জেসির কাঁধে সপাটে একটি লাথি কষান একজন। তার পর এক ঘুষি। এতেই মাটিতে লুটিয়ে পড়েন জেসি। এর পর মাথায় আঘাত করা হয়। যাতে জেসির মাথার খুলিতে চিড় ধরে ও মস্তিষ্কে চোট লাগার ফলে কোমায় চলে যান তিনি।

পাসপোর্ট চুরি
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে পাসপোর্ট-সহ বিদেশি মুদ্রা ও অন্যান্য জরুরি নথিপত্র চুরি হয়েছে প্রাক্তন জাতীয় কোচ স্যাভিও মেদেইরার। পারিবারিক সূত্রের খবর, ছুটি কাটাতে কুয়লা লামপুর গিয়েছেন তিনি। সেখানেই হোটেলের ঘর থেকে চুরি যায় সবকিছু। স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন মেদেইরা ফেডারেশনকেও জানিয়েছেন। এআইএফএফ’র তরফ থেকে আবার এএফসি’র সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের মধ্যে মারগাওয়ে ফিরতে চান মেদেইরা।

মন বদল
তবে কি রিয়াল মাদ্রিদেই থাকছেন? চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল ছিটকে যাওয়ার পর আগামি মরসুমে ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন হোসে মোরিনহো। বলেছিলেন, “আমি এমন এক ক্লাবে যাব যেখানে লোকেরা আমায় ভালবাসে।” কিন্তু মালাগার বিরুদ্ধে লা লিগা ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে সম্পূর্ণ ‘ইউ টার্ন’ নিয়ে তিনি বলেন, “আমি এখানে থেকে যাওয়ার কথা ভেবে দেখছি।” যদিও পরের মরসুমে চেলসিতে ফিরতে হলে, রিয়ালকে ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে।

পুণের নয়া ডাচ কোচ
পুণে এফসি-র কোচ হয়ে আসছেন এক ডাচ, মাইক স্নোয়ি। গত চার মরসুম ধরে দলকে প্রশিক্ষণ দিয়ে আসা ডেরেক পেরেইরার জায়গায় দায়িত্ব নিচ্ছেন তিনি। অ্যারোজ দলের কোচ আর্থার পাপাসের সঙ্গে পুণের কথাবার্তা অনেকদূর গড়িয়েও শেষ মুহূর্তে ভেস্তে যায়। শেষ পর্যন্ত ভারতীয় দলের টিডি রবার্ট বানের সুপারিশে স্নোয়িকে নিয়েছে পুণে। মার্কো ফান বাস্তেনের সঙ্গে তিনি যুব বিশ্বকাপে খেলেছেন। বার্সেলোনা ও চেলসির প্রাক্তন সহকারি কোচ হেঙ্ক টেন কেটের সহকারি ছিলেন। গ্রিসের প্যানাথিনাইকোস, দুবাই, কাতার ও চিনেও ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন স্নোয়ি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.