টুকরো খবর
পিস্তল-সহ ধৃত চার খড়্গপুরে
সশস্ত্র চার দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ। সোমবার রাতে খড়্গপুর শহরের মালঞ্চ এলাকা থেকে এই চার যুবককে ধরা হয়। মঙ্গলবার ধৃতদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের আগামী ১০ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। আগেই এদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল খড়্গপুর লোকাল থানা। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চলছিল। সোমবার রাতে পুলিশ খবর পায়, চার যুবক মালঞ্চ এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছে। পুলিশের একটি দল এলাকায় পৌঁছয়। হাতেনাতে পাকড়াও করা হয় এ প্রসাদ, সোনু কোটাঙ্গি, সঞ্জয় প্রসাদ ও সওকত আলিকে। তাদের কাছ থেকে দু’টি পিস্তল, একটি ভোজালি, একটি পাঞ্চ উদ্ধার করা হয়েছে। পিস্তল দু’টি গুলিভর্তি ছিল। খড়্গপুর লোকাল থানার ওসি অভিজিত্‌ বিশ্বাস বলেন, “নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ সূত্রে খবর, রিঙ্কু জৈন নামে এক ব্যক্তি আগেই অভিযোগ করেছিলেন, কয়েকজন যুবক ফোন করে তাঁর কাছ থেকে এককালীন ৫ লক্ষ টাকা দাবি করছে। পরে প্রতি মাসে ১ লক্ষ টাকা দিতে হবে বলে হুমকি দিচ্ছে। দাবি মতো টাকা না দিলে ভাল হবে না বলে শাসাচ্ছে। রিঙ্কু সাদাতপুরের এক কারখানার ম্যানেজার। ধৃত যুবকেরাই তাঁকে ফোন করে টাকা চাইত বলে পুলিশ সূত্রে খবর। যেখান থেকে ওই চার যুবককে ধরা হয়েছে, সেই মালঞ্চ এলাকাতেই বাড়ি রিঙ্কুর। ওই চার জন কেন অস্ত্র নিয়ে ঘুরছিল, তাদের কোনও মতলব ছিল না, খতিয়ে দেখছে পুলিশ।

ছাত্রীদের সচেতনতায় হবে শিবির
এখনও গ্রামাঞ্চলে অপরিণত মেয়েদের বিয়ে দেওয়ার চল রয়েছে। মেয়ের বয়স ১৫-১৬ হতেই পাত্রের খোঁজ শুরু করে পরিবার। এখন অবশ্য অনেক মেয়েই বেঁকে বসে। সাফ জানিয়ে দেয়, বিয়ে করব না, পড়ব। এ ক্ষেত্রে ছাত্রীদের আরও সচেতন করতে প্রতি ব্লকে শিবির করবে খড়্গপুর মহকুমা প্রশাসন। আপাতত ব্লকের একটি স্কুলেই শিবির হবে। আশপাশের স্কুলের ছাত্রীরাও তাতে যোগ দেবে। আজ, বুধবার থেকে শুরু হচ্ছে এই শিবির। শুধু নাবালিকা বিবাহ নয়, নারী পাচার, পণপ্রথা নিয়েও ছাত্রীদের সচেতন করা হবে। নাটকে তুলে ধরা হবে এ সবের ভাল-মন্দ। উদ্যোক্তা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। আজ, বুধবার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে এই সচেতনতা শিবিরে এই স্কুলের ছাত্রীরা ছাড়াও থাকবে বেলদা প্রভাতী বালিকা বিদ্যালয়, দেউলি, অর্জুনি হাইস্কুলের ছাত্রীরা। থাকার কথা মহকুমাশাসক আর বিমলার। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌম্য হালদার বলেন, “বেশ কিছু ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা গিয়ে নাবালিকার বিয়ে বন্ধও করছেন।” তাঁর মতে, “ছাত্রীরা সচেতন হলে এমন ঘটনা কমবে।” আগামী ১০ মে কেশিয়াড়ি ব্লকে, ১৪ মে সবংয়ে এমন শিবির হবে। এমন শিবিরের ফলে ছাত্রীরা সচেতন হবে বলে মনে করছে স্কুলও। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির প্রধান শিক্ষক ননীগোপাল শীট বলেন, “শিবির হলে ছাত্রীরাও বুঝতে পারবে, কোনটা ঠিক, কোনটা ভুল।”

কেশিয়াড়িতেও মেলা-প্রদর্শনী
রাজ্য সরকারের সেচ ও জলপথ দফতর গত দু’বছরে কী কাজ করেছে, তা তুলে ধরতে মেলা ও প্রদর্শনী শুরু হল কেশিয়াড়িতে। মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন দফতরের সচিব তুষারকান্তি ঘোষ, জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, মহকুমাশাসক আর বিমলা। স্থানীয় রবীন্দ্র ভবনে মেলা ও প্রদর্শনী চলবে ২১ মে পর্যন্ত। গত রবিবার থেকে স্বরাষ্ট্র দফতরের উদ্যোগে এমনই মেলা ও প্রদর্শনী শুরু হয়েছে মেদিনীপুরে। নিজ নিজ স্টলে নিজেদের দফতরের কিছু কিছু কাজের ছবি ও তথ্য তুলে ধরেছে বিভিন্ন দফতর। স্টলে রয়েছে কিছু আগ্নেয়াস্ত্র, নাইট ভিশন ক্যামেরা, আরটি সেট-সহ পুলিশ ব্যবহার করে এমন সরঞ্জাম। এ বার সেচ ও জলপথ দফতরের মেলা ও প্রদর্শনী শুরু হল কেশিয়াড়িতে। কেশিয়াড়ির বিডিও অসীম নিয়োগী বলেন, “রাজ্য সরকার দু’বছরে কী কী উন্নয়ন করেছে তারই প্রদর্শনী হিসেবে এই মেলার আয়োজন।”

বধূ হত্যায় ধৃত শ্বশুর
এক বধূকে খুনের অভিযোগে তাঁর শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। মৃতার নাম মৌপিয়া ঘড়াই (২৪)। সোমবার সকালে দাঁতনের রাজনগর গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। সোমবার রাতে মৃতার বাবা পরেশচন্দ্র ঘড়াই পুলিশের কাছে মেয়ের শ্বশুর, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ মৃতার শ্বশুর ধনঞ্জয় ঘড়াইকে গ্রেফতার করে। স্বামী চন্দন ঘড়াই মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি ও তাঁর মা পলাতক। বছর চারেক আগে দাঁতনের মহেশপুরের বাসিন্দা মৌপিয়ার সঙ্গে বিয়ে হয় চন্দনের। তাঁদের একটি মেয়েও রয়েছে।

বিক্ষোভ এসইউসির
আমনতকারীদের টাকা ফেরত্‌, সংস্থার কর্তৃপক্ষ-রাজনৈতিক মদতদাতাদের শাস্তি, নারী নিগ্রহ বন্ধে ব্যবস্থা নেওয়া-সহ একাধিক দাবিতে মঙ্গলবার জেলা শাসকদের দফতর এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) সামনে বিক্ষোভ দেখাল এসইউসির ছাত্র-যুব-মহিলা সংগঠন। বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশনও দেওয়া হয়। নেতৃত্ব দেন মানিক পড়্যা, ঝর্ণা জানা, শিউলি মান্না প্রমুখ। কর্মসূচি ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে জেলাশাসকের দফতরের সামনে, কালেক্টরেট মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। যদিও তেমন কোনও ঘটনা ঘটেনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.