সারদা’র প্রতারণা নিয়ে শোরগোল এবং সুদীপ্ত সেনের গ্রেফতারের পর অন্যান্য চিটফান্ড ও বেআইনি লগ্নিকারী সংস্থার বিরুদ্ধেও সরব হলেন বরাক উপত্যকার প্রতারিতরা। এখানে প্রতারণার অভিযোগ মূলত ‘কসমিক’ এবং ‘বিএমসি’ নামে দু’টি সংস্থার। সঞ্জিত চক্রবর্তী ও সুনীল ঘোষদুই সংস্থার দুই কর্ণধারই বেপাত্তা। তবে কসমিকের দু’জন ডিরেক্টরকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে প্রতারণা-জালের বহু তথ্য।
ধৃত ওই ডিরেক্টর দম্পতি অসিতকুমার নাথ ও রুনু নাথের সাফাই, কসমিকে তাঁরা উচ্চপদে আসীন থাকলেও লুঠের বখরা পাননি। টাকাপয়সা জমা পড়ত সিএমডি-র অ্যাকাউন্টে। তবে তাঁরা জানিয়েছেন, সিএমডি নিজেকে নিরাপদ রাখতে কংগ্রেস নেতাদের মোটা অঙ্কের মাসোহারা দিতেন। তাঁরা প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রদীপ দত্তরায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান পার্থরঞ্জন চক্রবর্তী এবং যুব কংগ্রেস নেতা পীযূষ দেবের নাম উল্লেখ করেন। স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে উপঢৌকন হিসেবে একটি ফ্ল্যাট দেওয়ার কথাও জানিয়েছেন নাথ দম্পতি।
কংগ্রেস নেতাদের সঙ্গে প্রতারকদের মাখামাখি নিয়েই বরাক উপত্যকার রাজনীতি এখন সরগরম। বহু নেতাই আতঙ্কে রয়েছেন, কখন কে তাঁর নাম জড়িয়ে দেয়! অনেকে আবার অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব।
প্রদীপবাবু তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আট মাস কসমিক কোম্পানির আইনি উপদেষ্টা পদে ছিলেন। বেতন পেতেন মাসে ৮ হাজার ১০০ টাকা। একই ধরনের সাফাই পীযূষেরও। তিনি বলেন, “আমি ছিলাম জনসংযোগ আধিকারিক। কোম্পানির একজন বেতনভোগী কর্মচারী মাত্র। তাও বেতন দিচ্ছিল না বলে কবেই চাকরি ছেড়ে দিয়েছি।” আর পার্থবাবুর বক্তব্য, তিনি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থাকার সময়ে অথরিটির জমিতে বাজার ও আবাসন গড়ার জন্য কসমিকের সঙ্গে চুক্তি হয়েছিল। বোর্ড চার বার বৈঠকে বসে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এ জন্য তাঁকে একক ভাবে দোষারোপ করা বা চুক্তির নামে লক্ষ লক্ষ টাকা লুঠে নেওয়ার অভিযোগ ঠিক নয়।
প্রতারণার অভিযোগ রয়েছে ‘রিলেশন’ নামে আরও এক সংস্থার বিরুদ্ধেও। তবে রিলেশন কর্তারা জানিয়ে দিয়েছেন, সমস্ত সম্পত্তি বিক্রি করে তাঁরা পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা যাতে তৈরি না হয়, সে জন্যই তাঁরা প্রতিষ্ঠানের সম্পত্তির জন্য একটি ট্রাস্ট গড়েছেন। এখন সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের ক্ষমতা একমাত্র ট্রাস্টেরই। ‘পোলার অ্যাসোসিয়েট লিমিটেড’ নামে এক সংস্থার বিরুদ্ধেও মামলা হয়েছে। অভিযোগ, পোলার ২ কোটি টাকা লুঠে নিয়েছে। |