বোলপুরের ব্যাঙ্কে কেপমারি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
দিনেদুপুরে ব্যাঙ্কের ভেতর থেকেই এক গ্রাহকের টাকার ব্যাগ কেপমারি করে পালাল এক যুবক। সোমবার বোলপুরের স্টেশন রোড লাগোয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুর শাখার ঘটনা। গ্রাহক ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ ব্যাপারে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহকুমা পুলিশ আধিকারিক (বোলপুর) প্রশান্ত চৌধুরী বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে।” সোমবার তদন্তের জন্য ওই ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ ওই ব্যাঙ্কে টাকা জমা করতে গিয়েছিলেন স্থানীয় মকরমপুরের বাসিন্দা দীপক সাউ। দীপকবাবুর অভিযোগ, ব্যাঙ্কের ভেতরে ঢোকার পরে এক যুবক তার ব্যাগ থেকে নীচে কাগজ পড়ে গিয়েছে বলে সতর্ক করেন। দীপকবাবু কী হয়েছে দেখার জন্য একটু নিচু হতেই তাঁর অন্যমনস্কতার সুযোগে পাশে দাঁড়িয়ে থাকা অন্য যুবক টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। দীপকবাবু প্রথমেই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান। পরে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষও বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
|
সারদার অফিসে হানা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়িতে ডিএম অফিসের সামনে বিভিন্ন লগ্নি সংস্থার এজেন্টদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র |
অর্থলগ্নিকারী সংস্থাগুলির এজেন্টদের একাংশ মঙ্গলবার দুপুরে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে যান। তার পরে তাঁরা কয়েক দফা দাবিতে স্মারকলিপি দেন। জেলাশাসক জগদীশপ্রাসদ মিনা বলেন, “আমি ব্যস্ত ছিলাম। তাই একজন ম্যাজিস্ট্রেট তাঁদের স্মারকলিপি নিয়েছেন। পরে দেখব।” গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এ দিন সন্ধ্যায় এক জন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিয়ে সারদাগোষ্ঠীর সিউড়ি শাখায় হানা দেয় পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ওই দফতরের যাবতীয় জিনিসপত্র বাজেয়াপ্ত করার কথা ছিল। কিন্তু দফতরের সামনে শাটারটি ভাঙার যন্ত্র না থাকায় আজ, বুধবার ফের হানা দেওয়া দেবে।
|
নিখোঁজের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
মঙ্গলবার সকালে উদ্ধার হল রাজু আনসারি (৩৫) নামে বিহারের বাসিন্দা ওই যুবকের দেহ। রবিবার দুপুরে মহম্মদবাজার থানার পাঁচামি এলাকার ঢোলকাটা গ্রামে পরিত্যক্ত পাথর খাদানের জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন ওই যুবক। সোমবার পর্যন্ত তাঁর দেহ উদ্ধার করা যায়নি। কলকাতা থেকে একটি উদ্ধারকারী দল আসে। তারাই এ দিন দেহটি উদ্ধার করে। |