বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় পেশ করতে পারল না কেন্দ্র। বিলটি নিয়ে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের আপত্তি ছিল না। তবু দলের পশ্চিমবঙ্গের নেতাদের চাপ মেনে আপত্তি জানান বিলে। আপত্তি জানান অসমের অগপ সদস্যরাও। চলতি অধিবেশনেই সরকার বিলটি আনার চেষ্টা করবে। বিদেশমন্ত্রী সলমন খুরশিদ আজ বিলটি পেশ করতে উঠলেই আপত্তি জানান রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি। তাঁর বক্তব্য, ভারতের জমি কাউকে দিয়ে দেওয়ার জন্য সংবিধান সংশোধন করার অধিকার সংসদের নেই। এ বিষয়ে তিনি একটি নোটিসও দেন। এর পরেই হৈহৈ করে ছুটে আসেন দুই অগপ সাংসদ কুমার দীপক দাস এবং বীরেন্দ্র কুমার বৈশ্য। তাঁরা কার্যত খুরশিদের হাত থেকে বিল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। পরিস্থিতি সামলাতে ছুটে যান কংগ্রেসের রাজীব শুক্ল। গোলমালের জেরে মুলতুবি করা হয় রাজ্যসভা।
|
আসন্ন নির্বাচনের আগে বারবারই জঙ্গি হানায় অশান্ত হয়ে উঠছে পাকিস্তানের বিভিন্ন এলাকা। মঙ্গলবার একটি আত্মঘাতী বিস্ফোরণ-সহ দু’টি পৃথক বোমা বিস্ফোরণে নিহত হলেন অন্তত পক্ষে ১৫ জন। আহত ৪০-এরও বেশি। পাকিস্তানের হাঙ্গু জেলার দোয়াবা এলাকার একটি বাজারে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে। আসন্ন নির্বাচন উপলক্ষে এক রাজনৈতিক নেতা সে সময় ওই অঞ্চলে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সেই নেতা। ঘটনার কয়েক ঘণ্টা পরে ফের আর একটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে দির জেলার বাবা গাম এলাকা। সেখানেও পাকিস্তান পিপলস পার্টির একটি একটি নির্বাচনী সভা চলছিল। এখনও পর্যন্ত কোনও জঙ্গি দল বিস্ফোরণ দু’টির দায় স্বীকার করেনি। সোমবারও উপজাতি অধ্যুষিত কুররাম প্রদেশের একটি মাদ্রাসায় নির্বাচনী বক্তৃতা চলার সময় একটি বিস্ফোরণ ঘটেছিল। তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানিয়েছেন, এ ধরনের নাশকতামূলক কাজকর্ম সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত করতে পারবে না। ১১ তারিখ পাকিস্তানে সাধারণ নির্বাচন। গত ১১ এপ্রিল থেকে প্রচার শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে হামলাও। ১১ এপ্রিল থেকে বিভিন্ন দলীয় মিছিলে হামলার ঘটনায় এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন।
|
রানা প্লাজার ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার হল আরও ৩৮ টি মৃতদেহ। এই নিয়ে বাংলাদেশে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২০। উদ্ধারকর্মীদের আশঙ্কা ধ্বংসস্তূপের নীচে আরও অনেক মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে।
|
দশ বছর ধরে ক্লিভল্যান্ডের ওই বাড়ির বেসমেন্টে লোহার শিকলবন্দি ছিলেন তিন বোন। বন্দিদশাতেই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন এঁদের এক জন। এঁদের অপহরণকারী সন্দেহে বাড়ির মালিক এরিয়েল কাস্ত্রোকে গ্রেফতার করেছে পুলিশ।
|
কানাডায় গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন একটি ভারতীয় বংশোদ্ভুত পরিবারের পাঁচ জন। পবনদীপ আরজোট নামের এক মহিলা, তাঁর শাশুড়ি-ননদ এবং দুই ছেলেমেয়ে ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন। কানাডা পুলিশ জানিয়েছে, পবনদীপদের গাড়িকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি মিনিভ্যান। তার চালক ড্যানিয়েল গোরেও এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। |