ম্যাটাডোরের সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার সকালে গলসির রকোনা মোড়ে কৃষ্ণনগর-বেনাচিতি রুটের ওই বাসের সঙ্গে একটি ম্যাটাডোরের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান ম্যাটাডোর চালক মনোজ চৌহান (২৪)। তাঁর বাড়ি বিহারের শেখপুর থানা এলাকায়। পরে বাসটির সঙ্গে একটি ট্রাকেরও ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসের ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “আহত যাত্রীদের প্রথমে পুরষা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পরে ৩০ জনকে ছেড়ে দেওয়া হয়। এখনও ভর্তি আছেন পাঁচজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দুই যাত্রী, দুর্গাপুরের পারুল সিংহ ও পানাগড়ের আজিজুল হক মণ্ডল বলেন, “বাসটি ঠিক মতই যাচ্ছিল। রকোনার কাছে আচমকা একটি ম্যাটাডোর উল্টোদিকের লেন ছেড়ে বাসের সামনে এসে যায়। তাতেই নিয়ন্ত্রন হারিয়ে বাসটি পরপর ধাক্কা মারে ম্যাটাডোর ও ট্রাকটিকে।”
|
প্রৌঢ়াকে ধর্ষণের অভিযোগে ধৃত দুই যুবককে মঙ্গলবার কালনা মহকুমা আদালতে তোলা হল। কালনা ১ ব্লকের বাদাগাছি গ্রামের ওই ঘটনায় ধৃত দুই যুবকের মধ্যে সুবোধ হেমব্রমকে নিজেদের হেফাজতে জেরা করার জন্য আদালতে আবেদন জানায় পুলিশ। সুবোধকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এক ধৃত সঞ্জিত টুডুর ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। সোমবার ওই গ্রামের এক আদিবাসী প্রৌঢ়া পুলিশের কাছে অভিযোগ করেন, সকালে তিনি গ্রামের একটি ফাঁকা মাঠে তালপাতা কুড়োতে গিয়েছিলেন। তখনই গ্রামের দুই যুবক তাঁর কপালে বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে তাঁকে। পুলিশ সে দিনই দু’জনকে ধরে।
|
মহকুমার মধ্যে সব থেকে বেশি পড়ুয়া রয়েছে এই স্কুলে। অথচ পূর্বস্থলী ১ ব্লকের নসরৎপুর-পারুলডাঙা উচ্চ বিদ্যালয়ে এখনও চালু হয়নি মিড-ডে মিল। প্রায় চার হাজার ছাত্র-ছাত্রী পড়ে ওই স্কুলে। মঙ্গলবার কালনা মহকুমাশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানে এই স্কুলটিতে দ্রুত মিড-ডে মিল চালু করার জন্য মহকুমাশাসক নির্দেশ দেন মহকুমা স্কুল পরিদর্শক বীথিকা ভট্টাচার্যকে। বীথিকা ভট্টাচার্য জানান, স্কুলে প্রচুর ছাত্র-ছাত্রী থাকায় বড় রান্নাঘরের প্রয়োজন। রান্নাঘর তৈরির কাজ শুরু করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, রান্নাঘরের কাজ শেষ হলেই মিড-ডে মিল চালু করা হবে। মহকুমাশাসক শশাঙ্ক শেঠি বলেন, “চেষ্টা চলছে দ্রুত ওই স্কুলে মিড-ডে মিল চালু করার।’’
|
পারিবারিক গোলমালের জেরে গুলিবিদ্ধ হয়েছেন এক গৃহবধূ। তাঁর নাম ঝুমা বিবি। বাড়ি আউশগ্রাম থানার বটগ্রামে। সোমবার রাতে তাঁর বাঁ পায়ে গুলি লেগেছিল। তবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে গুলি বের করার পরে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, তাঁর এক জামাইবাবুই তাঁকে গুলি করে পালিয়ে গিয়েছেন বলে তাঁর সন্দেহ।” ঝুমা বিবি জানান, তাঁরা ওই জামাইবাবুর বাড়ি করাতে আপত্তি জানানোয় রেগে গিয়ে তাঁকে গুলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে খোঁজ নেই ওই বধূর স্বামী ও জামাইবাবুর। ফলে ঠিক কী কারনে মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, তা বোঝা যাচ্ছেনা।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। নাম টগর শেখ (৩৫)। বাড়ি মঙ্গলকোটের ধারসোনা গ্রামের পূর্ব পাড়ায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
|
দলীয় সভায় যোগ দিতে শুক্রবার বর্ধমান যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। মহাকরণের খরব, ওই দিন বেলা ৩টেয় মন্ত্রিসভার বৈঠক। ফলে বর্ধমানের জনসভায় কখন তিনি বক্তৃতা দেবেন, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। কৃষিমন্ত্রী ও বর্ধমানের তৃণমূল নেতা মলয় ঘটক বলেন, “জনসভাও ৩টে নাগাদ হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রিসভার বৈঠক থাকায় সভার সময় বদলানো হবে।” কৃষিমন্ত্রী বলেন, “কয়েক মাসের মধ্যে বর্ধমান পুরসভার ভোট। তা মাথায় রেখেই এই জনসভার আয়োজন করা হয়েছে।” |