দু’টি পৃথক বধূ নির্যাতনের ঘটনায় ছ’জনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আসানসোল উত্তর থানা এলাকার ধাদকার বাসিন্দা সীমা পোদ্দারের অভিযোগ পেয়ে সোমবার বহুলা থেকে তাঁর স্বামী সুনীল পোদ্দার-সহ পাঁচ জনকে ধরা হয়। সীমাদেবীর অভিযোগ, কিছু দিন আগে তাঁকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। এর ভিত্তিতেই পুলিশ তাঁর স্বামীর সঙ্গে শিব পোদ্দার, অনিল পোদ্দার, রঞ্জিত পোদ্দার ও শান্তিদেবীকে গ্রেফতার করেছে। এ দিনই বাবুয়াতলার বাসিন্দা মহম্মদ তাজ উদ্দিন ওরফে সোনুকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। তার বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের মামলা করেন তার স্ত্রী ইয়াসমিন খাতুন।
|
তিনটি চোরাই গাড়ি উদ্ধার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার আসানসোলের পদ্মপুকুর এলাকার বাসিন্দাদের থেকে খবর পেয়ে পুলিশ গাড়িগুলি নিজেদের হেফাজতে নেয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হাটন রোড এলাকার টিঙ্কু খান ওরফে ওয়াসিম খান নামে এক ব্যক্তি বিহার ও ঝাড়খণ্ড থেকে এই চোরাই গাড়িগুলি এনেছে। সুযোগ বুঝে অন্যত্র পাচারের উদ্দেশ্যে পদ্মপুকুর এলাকায় মজুত করে রাখা হয়েছিল সেগুলি। টিঙ্কুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
কার্ল মার্কসের জন্মদিবস উপলক্ষে আলোচনাসভা করল সিপিএমের রানিগঞ্জ জোনাল কমিটি। সোমবার সন্ধ্যায় রানিগঞ্জের বেলিয়াবাথানে মাকর্সের জীবনদর্শন নিয়ে আলোচনা করেন দলের নেতৃবৃন্দ। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নৈরাজ্য দূর করতে মার্কসবাদীদের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন দলের জোনাল সম্পাদক রুনু দত্ত।
|
মঙ্গলবার একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়াল আসানসোলের ডিআরএম কার্যালয়ে। পরে আরপিএফ ও জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটিকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। পরে বিশেষজ্ঞ দিয়ে ব্যাগটি পরীক্ষা করে বোঝা যায় তার মধ্যে কোনও বিস্ফোরক নেই।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল অমিত মজুমদার সিসি। আসানসোল রেলমাঠে তারা আসানসোল সিএকে ৬২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে অমিত মজুমদার ৭ উইকেটে ১৬৫ রান করে। জবাবে ১০৩ রানের বেশি তুলতে পারেনি আসানসোল।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার জয়ী হল বার্নপুর স্কুল অব ক্রিকেট। আসানসোল স্টেডিয়ামে সানডে সিএকে ৩ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে সানডে ৮১ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বার্নপুর।
|
অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবার চালানোর অভিযোগে আসানসোলের মুরগাশোল এলাকা থেকে এক ব্যক্তিকে ধরেছে পুলিশ। ধৃতের নাম রাজেশ রজক। তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগজিন মিলেছে। ধৃতকে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। রাজেশের আরেক সঙ্গী কালিপাহাড়ির বাসিন্দা নানহে সিংহকেও খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় রাজেশ স্বীকার করেছে যে বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত সে।
|
দুর্গাপুর
দ্বিতীয় ‘ইউনাইটেড ন্যাশন গ্লোবাল রোড সেফটি উইক’ উদযাপন।
সিটি সেন্টার বাসস্ট্যান্ড। উদ্যোগ: অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া, দুর্গাপুর শাখা।
জামুড়িয়া
পালাকীর্তন। লালবাজার। রাত দশটা। |