সারদা কাণ্ড: কলকাতা হাইকোর্টে হলফনামা দিল সিবিআই |
সারদা কাণ্ডের তদন্তে নেমে রীতিমত হিমশিম খেতে হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের। তদন্তে সারদা গোষ্ঠীর দু’শোরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিললেও খোঁজ মেলেনি বেশির ভাগ টাকার। রাজ্য জুড়ে সরকার বিরোধী দলগুলি বারবার সিবিআই তদন্তের দাবি তুলেছে। এ বার আসরে নেমে সারদা কাণ্ডের তদন্তে আগ্রহ দেখাল সিবিআই। কলকাতা হাইকোর্টে আজ হলফনামা জমা দেয় তারা। হলফনামায় সিবিআই জানিয়েছে, সারদা কাণ্ডের তদন্ত ভার নিতে তারা প্রস্তুত। নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্য সরকারের কাছ থেকে পরিকাঠামোগত সাহায্য চেয়েছে তারা।
|
বাজেয়াপ্ত সুদীপ্ত সেনের মার্সিডিজ |
দক্ষিণ কলকাতার একটি বাড়ি থেকে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের একটি মার্সিডিজ গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, যে বাড়ি থেকে মার্সিডিজটি উদ্ধার হয় সেটি সুদীপ্ত সেনের ছেলের বন্ধুর বাড়ি। সম্ভবত বিক্রির উদ্দেশ্যেই গাড়িটিকে এই বাড়িতে রাখা হয়েছিল।
|
ভারতীয় নৌ সেনার শক্তি বৃদ্ধি |
ভারতীয় নৌ সেনা বাহিনীর শক্তি বাড়াতে ১১ মে যুক্ত হতে চলেছে মিগ-২৯কে। জন্ম সূত্রে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক অস্ত্রসম্ভারে সজ্জিত এই যুদ্ধ বিমানটি নৌ বাহিনীতে আইএনএএস ৩০৩ ব্ল্যাক প্যান্থার নামে যুক্ত হচ্ছে। যুদ্ধবিমান-জাহাজ ধ্বংসকারী ও র্যাডার নিয়ন্ত্রিত — এই দুই ধরণের ক্ষেপণাস্ত্র বহন এবং ক্ষেপণে সক্ষম এই মিগ-২৯কে যুদ্ধ বিমানটি ভারতীয় নৌ সেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে বলে আশা প্রতিরক্ষা মন্ত্রকের।
|
আলিপুরদুয়ারে মাটি চাপা পড়লেন ২ শ্রমিক |
কুয়ো খুঁড়তে গিয়ে ধস নেমে মাটি চাপা পড়লেন ২ শ্রমিক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কার্তিক চা বাগানে। গত কাল থেকেই বাগান এলাকায় একটি কুয়ো তৈরির কাজ শুরু হয়েছিল। আজ সকাল ১০টা নাগাদ প্রায় ৩৫ ফুট গভীর এই কুয়োয় নেমে কাজ করার সময় হঠাত্ই ধস নামে। কুয়োর মধ্যেই মাটি চাপা পড়েন কর্মরত দুই শ্রমিক। তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। |