শিশুমৃত্যু, অন্ডালের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও এক চিকিৎসককে নিগ্রহের ঘটনা ঘটল অন্ডালের খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, ১ মে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন শঙ্করপুর ৪ নম্বর ক্যান্টিন পাড়ার কুনাল মাহাতোর স্ত্রী মালাদেবী। ২ মে তাঁর একটি পুত্র সন্তান জন্মায়। শনিবার ভোরে শিশুটির মৃত্যু হয়। এর পরেই প্রসূতির পরিবার স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। নিগৃহীত হন চিকিৎসক উদয়শঙ্কর সরকার। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএমওএইচ ধীমান মণ্ডলের বক্তব্য, মায়ের অসাবধানতায় বাচ্চাটির মৃত্যু হয়েছে। তবে কুনালবাবুর বক্তব্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতেই এই ঘটনা। |
ডায়াবেটিস নিয়ে বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য পুরসভার চিকিৎসকদের এক বছরের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। রবিবার ‘কলকাতা ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান চিকিৎসক তীর্থঙ্কর চৌধুরী। তিনি জানান, টাকার অভাবে দুঃস্থ রোগীরা মূলত পুরসভার হাসপাতালগুলিতেই চিকিৎসা করিয়ে থাকেন। তাঁরা যাতে সুচিকিৎসা পান, সে জন্যেই এই উদ্যাগ। এ দিনের অনুষ্ঠানে ২৫০-র বেশি চিকিৎসক যোগদান করেন। ডায়াবেটিস ছাড়াও এ দিন ইনসুলিন চিকিৎসা, হৃদ্রোগ এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস এই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। |
অস্ত্রোপচার নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
তখন চলছে বৈঠক।—নিজস্ব চিত্র। |
তেহট্ট মহকুমা হাসপাতালে দ্রুত সিজার বিভাগ চালু হতে চলেছে বলে জানালেন রাজ্যের স্বাস্থ্য ও পরিষেবা বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান সুব্রত মৈত্র। রবিবার কৃষ্ণনগর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলার বিভিন্ন স্তরের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড স্টোরেজ চালু, কৃষ্ণনগর জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট চালু হওয়ার কথাও জানান তিনি। বৈঠক শেষে সুব্রতবাবু বলেন, “কয়েক মাস আগে বিভিন্ন হাসপাতাল ঘুরে নানা সমস্যা দেখেছিলাম। ধীরে হলেও সেই সমস্যার বেশ কিছুটা উন্নতি হয়েছে।” |
হাসপাতালে প্রতিনিধিদল
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি হাসপাতালে প্রতিনিধিদল। নিজস্ব চিত্র। |
রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতাল পরিদর্শন করলেন কেন্দ্রীয় সরকারের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের একটি প্রতিনিধি দল। দিল্লি থেকে আসা তিন সদস্যের দলটি রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতাল ঘুরে দেখেন। প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ ঘুরে দেখে দলটি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিও পরিদর্শন করবে দলটি। প্রতিনিধি দলের মুখপাত্র অসিত কুমার পন্ডা এ দিন এই প্রসঙ্গে বলেন, “কেন্দ্রীয় সরকারের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ যথার্থ ভাবে খরচ হচ্ছে কি না এবং সদর হাসপাতাল ও জেলার অন্য স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে।” অসিতবাবু ছাড়াও ওই দলের সদস্য কৃষ্ণকুমার কুণ্ডু ও অজয় সিংহ রায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অব হাইজিন-এর শিক্ষক বলে জানা গিয়েছে। দার্জিলিং জেলায় পরিদর্শনের কাজ সেরে দলটি এ দিন জলপাইগুড়ি জেলায় আসে। |
স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া শহরে এখনও জন্ডিসের প্রকোপ কমেনি। রবিবার স্থানীয় শক্তি সঙ্ঘ দিনভর চিকিৎসা শিবির করল। চিকিৎসার সঙ্গে রোগীদের রক্তের নমুনাও সংগ্রহ করা হয়। |
রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর শহরের সিপাইবাজারে অবস্থিত খ্রিস্টান-হিন্দু-মহামেডান ক্লাব। ৫১ জন রক্তদান করেছেন। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সুকুমার হাঁসদা। |