প্রশ্নপত্রে ভাষা-বিভ্রাট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘ন্যাশনাল এলিজিবিটি কাম এন্ট্রান্স টেস্টে’ ভাষা বিভ্রাটের অভিযোগ উঠল। ডায়মন্ড হারবারের পরীক্ষার্থী বিনয় বাড়ুইয়ের পরীক্ষাকেন্দ্র ছিল দমদম কান্দিয়া বিদ্যালয় ও হাওড়ার মল্লিকফটকের পরীক্ষার্থী ঈশা ঘোষের পরীক্ষাকেন্দ্র ছিল দমদম কেন্দ্রীয় বিদ্যালয়। তাঁদের অভিযোগ, এই পরীক্ষায় বাংলা-সহ ৬টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। অনেকেই বাংলায় পরীক্ষা দিতে আবেদন করেছিলেন। তাঁদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হয়েছে। প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার সময় নষ্ট হয়েছে বলেও অভিযোগ।
|
আঁকা প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হল অন্ডালের সঙ্ঘশ্রী ক্লাবে। আয়োজকেরা জানান, ২১০ জন প্রতিযোগী তিনটি বিভাগে যোগ দেয়। রবিবার ওই আঁকা প্রতিযোগিতার উদ্বোধন করেন সাহিত্যিক রাজীবলোচন ভট্টাচার্য। |