টুকরো খবর
খুনের নালিশ, আটক যুবক
এক যুবককে খুনের অভিযোগ উঠল তার বন্ধুর বিরুদ্ধে। নিহতের নাম গোপাল ঘোষ (২২)। বাড়ি নাকাশিপাড়ার পেখোয়াভাঙায়। রবিবার সকালে ধুবুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে গোপালবাবুর দেহ মেলে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃতের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরজিৎ ঘোষ নামে মৃতের এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, চাপড়ার বাসিন্দা সুরজিৎ এবং গোপালবাবু বন্ধু ছিলেন। সুরজিতের বড় আন্দুলিয়ায় দোকান আছে। গোপাল একটি লগ্নি সংস্থার কর্মী। দু’জনেরই মামারবাড়ি ধুবুলিয়ার হাঁসাডাঙায়। শনিবার সুরজিৎ আর গোপাল মামারবাড়িতে বেড়াতে দিয়েছিল। কিন্তু সন্ধের পর থেকে তাদের আর দেখা মেলেনি। গোপালের দাদা সুব্রত ঘোষ বলেন, “বছর দু’য়েক আগে ভাই সুরজিৎকে ৮০ হাজার টাকা ধার দিয়েছিল। সেই টাকা বারবার চাওয়া সত্ত্বেও ফেরত দিচ্ছিল না সুরজিৎ। শনিবার সুরজিৎ ভাইকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে।” নদিয়া জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে।”

ঝড়-বৃষ্টিতে ক্ষতি ফসলের
শিলাবৃষ্টি ও ঝড়ে ডোমকলের বিস্তীর্ণ জমির ফসল নষ্ট হয়েছে। এ ছাড়াও রানিনগরে প্রায় ৫০টি বাড়ি ভেঙেছে বলে প্রশাসন সূত্রের খবর। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় দেড়শোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আম চাষেও ক্ষতি হয়েছে। কৃষি দফতর সূত্রের খবর, শিলা বৃষ্টির দরুণ পাটের ডগা ভেঙে গিয়েছে। এ ছাড়াও বোরো ধান, কলা ও আম চাষেরও ক্ষতি হয়েছে। ডোমকলের কাশীপুরের বাসিন্দা নব্যেন্দু মণ্ডলের বিঘা তিনেক কলার চাষ ছিল। তিনি বলেন, “প্রায় অর্ধেক গাছই ভেঙে গিয়েছে। শিলা পড়ে প্রায় দেড়শো কাদি কলা নষ্ট হয়েছে।” ডোমকলের কুপিলা গ্রামের আব্দুল রসিদ বলেন, “ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানের শিস নষ্ট হয়ে গিয়েছে। তা ছাড়া টালির বাড়িতে বড় শিলা পড়াতে ক্ষতি হয়েছে।” ডোমকলের এসডিও প্রশান্ত অধিকারী বলেন, “এখনও পর্যন্ত রানিগর-১ এবং ২ ব্লক এবং ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা দশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। রানিনগর-১ ব্লকের হুড়সি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৫০টি বাড়ির ক্ষতি হয়েছে।”

সারদা-কাণ্ডে গ্রেফতারের দাবি
সারদা গোষ্ঠীর সঙ্গে একাধিক সিপিএম নেতার সংস্রবের অভিযোগ তুলে তৃণমূল অবিলম্বে তাঁদের গ্রেফতার দাবি জানাল। রবিবার কৃষ্ণনগরে বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দত্ত বলেন, “রানাঘাট পূর্বের প্রাক্তন বিধায়ক সিপিএমের দেবেন বিশ্বাস সারদার সিকিউরিটি ডাইরেক্টর ছিলেন। চাকদহের গণেশ দে প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের আপ্ত সহায়ক ছিলেন। সারদা কেলেঙ্কারিতে তাঁরও নাম জড়িয়েছে। আমরা এই বাম নেতাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।” রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “দলের সবুজ সংকেতেই সিপিএম নেতারা সারদার মত লগ্নি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাঁদের শাস্তি হওয়া দরকার।” সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এসএম সাদি বলেন, “প্রাক্তন বিধায়ক দেবেন বিশ্বাসের সঙ্গে দলের সম্পর্ক নেই। অভিযোগ ওঠা মাত্রই গণেশ দে-কে বহিষ্কার করা হয়েছে। তৃণমূল তো অভিযুক্তদের আড়াল করতেই ব্যস্ত।”

দেহ উদ্ধার
এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার নওদা থানার ফতাইপুরের ঘটনা। মৃতের নাম আতিবুর শেখ (২৪)। তিনি রেজিনগর থানার ঝিকরা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় রিক্সাচালক আতিবুর শনিবার নওদা থানার শিবনগর গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিল। মৃতের বাবা মিনজির শেখের অভিযোগ সেই রাতেই তাকে গলায় কোপ মেরে খুন করা হয়েছে। পুরনো বিবাদের জেরেই এই খুন বলে পুলিশে অভিযোগও দায়ের করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, তদন্তে দেখা গিয়েছে, কয়েক বছর আগে গ্রামে মোটরবাইক সংঘর্ষে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল এলাকারই দুই দলের মধ্যে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তার জেরেই খুন।

বাস চলাচল বন্ধ
সময়সূচী নিয়ে বিতর্কের জেরে আচমকা চারটি রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিকরা। শনিবার থেকে কৃষ্ণনগর-রানাঘাট, কৃষ্ণনগর কালনাঘাট, রানাঘাট-বাগ আছড়া ও রানঘাট-কালনাঘাট রুটের বাস চলাচল বন্ধ। এর জেরে হাজার কয়েক যাত্রীদের নাকাল হতে হয়। রবিবারও ওই রুটগুলিতে বাস চলেনি। নদিয়া জেলা বাস মালিক সমিতির পরিচালন সমিতির সদস্য অসীম দত্ত বলেন, “সময়সূচী পরিবর্তনের দাবি না মানা না হওয়ায় ওই চার রুটের মালিকরা বাস চালানো বন্ধ রেখেছেন।” জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক মলয় রায় বলেন, “সোমবার মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।”

বোমাবাজি, জখম ২
পদ্মার পাড়ে পাথর ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বোমাবাজির জেরে জখম হয়েছেন দু’জন। আহত রাম মণ্ডল ও ধীরেন মণ্ডল রানিনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। রবিবার সকালে রানিনগরের রাজাপুর গ্রামের ঘটনা। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “পদ্মার পাড় বাঁধানোর জন্য দুই গ্রামের শ্রমিকদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই বিপত্তি। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।”

আগ্রেয়াস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে সালার থানার খন্দেকর পাড়ায় রবিখান নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। টেঁয়া এলাকার নোয়া গ্রামের বাসিন্দা ওই যুবকের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.