টুকরো খবর
সিন্ধুই ভবিষ্যৎ, একমত প্রাক্তনরা
সাইনা নেহওয়ালের পর ভারতীয় ব্যাডমিন্টনের ব্যাটনটা পি ভি সিন্ধুর হাতেই দেখছেন প্রাক্তনরা! মালয়েশিয়া ওপেনের ফাইনালে সিঙ্গাপুরের জুয়ান জুকে হারানোর পরই হায়দরাবাদি তন্বীকে ঘিরে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। রবিবারই যেমন, খুদে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে এসে ভারতের প্রাক্তন তারকা প্লেয়ার বিজয় ল্যান্সি সিন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রইলেন। বললেন, “সিন্ধুর এই সাফল্য ভারতের উঠতি খেলোয়াড়দের দারুণ উদ্বুদ্ধ করবে। চেষ্টা থাকলে আর লড়াই করলে যে সাইনার মতো আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া যায়, সেটা সিন্ধু দেখিয়ে দিয়েছে।” তবে ল্যান্সি মনে করেন, ধারাবাহিকতার ক্ষেত্রে সাইনার থেকে বড় উদাহরণ আর নেই। তাঁর কথায়, “সাফল্য কী ভাবে ধরে রাখতে হবে, সেটা সাইনাকে দেখে সবার শেখা উচিত। তবে আমার মনে হয়, সিন্ধু যদি নিজের লক্ষ্যে স্থির থাকে, তবে আগামী দিনে ও সাইনার যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারে।” ল্যান্সির মতো দ্রোণাচার্য এসএম আরিফও সিন্ধুকে নিয়ে আশার আলো দেখছেন। এ দিন টেলিফোনে তাঁকে ধরা হলে বললেন, “সিন্ধুর এই সাফল্য বুঝিয়ে দিয়েছে ভারতীয় ব্যাডমিন্টনে রেনেসাঁ আসতে চলেছে। অসাধারণ লড়াকু প্লেয়ার।” তবে এখনই সাইনার সঙ্গে সিন্ধুর তুলনায় যেতে রাজি নন আরিফ। বলছিলেন, “সাইনার জায়গা নিতে পারবে কি না এখনই বলা সম্ভব নয়। বিশ্ব ব্যাডমিন্টনে সাইনার যা সাফল্য, সেই জায়গায় পৌঁছতে হলে অনেক লড়াই করতে হবে সিন্ধুকে। আপাতত ওকে মাথা ঠান্ডা রেখে শুধু নিজের কাজটা করে যেতে হবে।” টেলিফোনে ধরা হলে ভারতীয় ব্যাডমিন্টনের আর এক তারকা পি কাশ্যপও শুভেচ্ছা জানাতে ভুললেন না সিন্ধুকে। বললেন, “সিন্ধুর এই সাফল্যকে কুর্নিশ জানাই। ও খুব ভাল প্লেয়ার। ওর এই জয় আমাদের উদ্বুদ্ধ করবে।”

কোনর্সকে একহাত এভার্টের
৪০ বছর আগে ঠিক কী হয়েছিল? কেন টেনিসের দুই কিংবদন্তি জিমি কোনর্স আর ক্রিস এভার্টের বিয়ে ভেঙে গিয়েছিল তা এত দিন রহস্যই ছিল। নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে সেই রহস্য ফাঁস করে নতুন বিতর্কে জড়ালেন কোনর্স। প্রাক্তন বিশ্বসেরা খেলোয়াড় লিখেছেন তাঁর ইচ্ছার বিরুদ্ধে এভার্ট গর্ভপাত করার পরই সম্পর্ক ভাঙতে শুরু করে। যা প্রকাশ হওয়ার পর বিতর্কের ঝড় বয়ে যায় টেনিস বিশ্বে। প্রচণ্ড ক্ষুব্ধ এভার্ট বলে দেন, “জিমি কোনর্স আমাদের সম্পর্কের ব্যক্তিগত এবং যন্ত্রণার একটা সময় নিয়ে লিখেছেন। আমার অজান্তে ৪০ বছর আগের এমন ব্যক্তিগত একটা বিষয় প্রকাশ্যে আনার জন্য আমি প্রচণ্ড হতাশ।” কোনর্স আত্মজীবনীতে লিখেছেন, “এভাটের্র সঙ্গে মেলামেশা শুরু করার পর তারুণ্যের উচ্ছ্বাসে একটা ইস্যু তৈরি হয়েছিল। আমি কিন্তু ব্যপারটা নিয়ে খুব খুশি ছিলাম। যা হতে চলেছে তার দায়িত্ব নিতেও প্রস্তুত ছিলাম। কিন্তু ক্রিসি সেটা চায়নি।”

ইংল্যান্ডে ক্যাপ্টেন ব্র্যাভো
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন ডোয়েন ব্র্যাভো। ড্যারেন স্যামিকে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরালেও তিনি টেস্ট এবং টি-টোয়েন্টির ক্যাপ্টেন থাকবেন। চলতি মরসুমে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ব্র্যাভো। সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করেছিল ক্যারিবিয়ান দল। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের নির্বাচক প্রধান ক্লায়োড বাটস বলেছেন, “টেস্ট এবং টি-টোয়েন্টিতে আমরা ধারাবাহিক ভাবে উন্নতি করলেও ওয়ান ডে পারফরম্যান্স ভাল নয়। তাই ওয়ান ডে দলের নেতৃত্বে নতুন কাউকে আনার সিদ্ধান্ত।” ব্র্যাভোর জন্য দুঃসংবাদ, আঙুলে চোট থাকায় অলরাউন্ডার কায়রন পোলার্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে নেই।

জানে না এআইএফএফ
জুন মাসে ইংল্যান্ডে ফুলহ্যাম এফসি’র মাঠে ভারত নাকি ফিফা অনুমোদিত তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে পাকিস্তান ও বাংলাদেশে সঙ্গে। ফুলহ্যামের ওয়েবসাইটে অন্তত তেমনই দাবি করা হয়েছে। অথচ এ ব্যাপারে কিছুই জানা নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। খবরটা পেয়ে ফেডারেশনের তরফে দাবি করা হয়েছে, প্রাথমিক ভাবে ফুলহ্যামের সঙ্গে কথা হলেও কিছুই চূড়ান্ত হয়নি। চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়নি। এ দিকে ফুলহ্যামের ওয়েব সাইটে ম্যাচের সূচি পর্যন্ত প্রকাশিত হয়ে গিয়েছে। এমনকী অন লাইন টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।

বায়ার্ন-বরুসিয়া ‘ট্রেলার’য়েই উত্তেজনা-ঝামেলা
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে মহড়া সেরে রাখল বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড। এমনকী মাঠের পাশাপাশি মাঠের বাইরেও। বুন্দেশলিগায় ১-১ ড্র করল দুই ফাইনালিস্ট। তবে ২৫ মে-র ওয়েম্বলি-মহারণের কথা মাথায় রেখে তারকাবিহীন প্রথম দল সাজিয়েছিলেন দুই জার্মান দলের কোচই। তাতেও ম্যাচের শুরুতে গোল করে ডর্টমুন্ডকে ১-০ এগিয়ে দেন কেভিন গ্রসক্রয়েটজ। কিন্তু রাফিনহার পাস থেকে মারিও গোমেজ গোল করে বায়ার্নকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে রাফিনহা লাল কার্ড দেখার পর ম্যাচে ঝামেলাও হয়। যা ছড়িয়ে পড়েছিল মাঠের বাইরেও। ডর্টমুন্ড কোচ ক্লপ পর্যন্ত ঝামেলায় জড়িয়ে পড়েন বায়ার্ন স্পোর্টিং ডিরেক্টর মাথিয়াস সামারের সঙ্গে।

ম্যান ইউ-কে হারিয়ে তিনে চেলসি
প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের সম্ভাবনা উজ্জ্বল করল চেলসি। দ্বিতীয়ার্ধের শেষে ফিল জোন্সের আত্মঘাতী গোলে ১-০ এগোয় চেলসি। ম্যান ইউ-র রাফায়েল লাল কার্ড দেখেন। লিগ টেবলে তিন নম্বরে উঠল চেলসি।

অন্য খেলায়
ইন্ডিয়ান অয়েল-বিটিটিএ’র গ্রীষ্মকালীন টেবল টেনিস কোচিং ক্যাম্প ১৪ মে-১৫ জুন ভবানীপুর ব্যায়াম সঙ্ঘে। উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় এবং টিটি-র ‘অর্জুন’ সৌম্যদীপ রায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.