বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জঙ্গলে ঢুকে পড়ল হাতির দল। দলমার এই দলটিতে প্রায় ৬০টি হাতি রয়েছে। বিষ্ণুপুরে যে দলটি ক’দিন ধরে দাপিয়ে বেড়াচ্ছিল, তাতে প্রায় ১৫০টি হাতি ছিল বলে বন দফতর সূত্রে খবর। ওই সূত্র জানাচ্ছে, শুরুতে প্রায় ৬০টি হাতি এসেছে, পরে বাকি হাতিগুলোও চলে আসবে। শনিবার রাতে দলটি গড়বেতার ধাদিকা বিটের অন্তর্গত খড়িকাশুলির জঙ্গলে ঢুকে পড়ে। রবিবার দিনভর হাতির দলটি এখানেই ছিল। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। হাতিগুলো গোয়ালতোড়, লালগড়ের জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রামের মালাবতীর জঙ্গলের দিকে এগোবে বলেই বন দফতরের অনুমান। যাত্রাপথের পরিবর্তনও হতে পারে। দফতরের এক কর্তার কথায়, “এখনই গতিবিধি দেখে কিছু বোঝার নেই। দলটি ঠিক কোনদিকে যাবে, কিছুদিন পর তা বোঝা যাবে।” ওই কর্তার আশ্বাস, “দফতরের কর্মীরা তত্পর রয়েছেন। দলটির গতিবিধির উপর সব সময় নজর রাখার চেষ্টা হচ্ছে।” |
সুন্দরবনের পিরখালি-১ জঙ্গল থেকে গত ৪ মার্চ খাঁচা পেতে একটি অসুস্থ বাঘিনি ধরে বন দফতর। চিকিৎসার পরে ‘ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি’র পরামর্শ অনুযায়ী রবিবার সজনেখালি জঙ্গলের ধারে নতুন ভাবে তৈরি করা জালে ঘেরা ১৫ বর্গমিটার খোলা জমিতে ছাড়া হল বাঘিনিটিকে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সৌমিত্র দাশগুপ্ত বলেন, “সুন্দরবনে এই প্রথম বাঘের জন্য অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি করা হল। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে।” |
ভরাটের খবর পেয়ে শহরের নানা এলাকার একাধিক পুকুর পরিদর্শন করলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। রবিবার দুপুরে মোহিতবাবু রায়গঞ্জের কাশিবাটি, নেতাজিপল্লি, অশোকপল্লি, দেবীনগর-সহ ৭টি পুকুর পরিদর্শন করেন। মোহিতবাবু বলেন, “দীর্ঘ দিন ধরে বিভিন্ন মহল থেকে পুকুর ভরাটের অভিযোগ মিলছিল। পুকুরগুলির একাংশ ভরাট করে দেওয়া হয়েছে। আমি ভূমি সংস্কার দফতরে তথ্য প্রমাণ সহ লিখিত ভাবে সব কিছু জানাব। ওই দফতর ব্যবস্থা না নিলে রাজ্য সরকারের কাছেও অভিযোগ জানাব।” জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক টাসো লেপচা বলেছেন, “অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।” |
এক হুলা কর্মীকে শুঁড়ে পাকিয়ে আছাড় মারল একটি হাতি। শনিবার রাতে বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর জঙ্গলে হাতির দলকে তাড়াতে গিয়ে এই বিপত্তি। বিষ্ণুপুর রেঞ্জের আধিকারিক প্রকাশ ওঝা বলেন, “হাতির আছাড়ে স্বদেশ দুলে নামের ওই হুলকর্মীর পা ভেঙেছে। বিষ্ণুপুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তিনি জানান, ৭২টি হাতিকে রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুর সীমান্তের জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে। |
বুনো ভালুকের হামলায় মৃত এক দম্পতি-সহ আট জন। গুরুতর আহত আরও ৫ জন। বন দফতরের অফিসার লক্ষ্মীকান্ত মিশ্র জানান, ওড়িশার কোরাপুটের এক গ্রামে ওই ভালুকটি তিন জনের উপর আক্রমণ করে। পরে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে আসা আরও পাঁচ জনের উপর হামলা চালায়। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা ভালুকটিকে পিটিয়ে মেরে ফেলে। আহত গ্রামবাসীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। |
হাতির দাপটে ত্রস্ত নুমালিগড়ের তেলগরম এলাকা। শনিবার সকাল থেকে তিনটি হাতি ওই এলাকার লাগোয়া চা বাগানে ঘাঁটি গেড়েছে। হাতির আক্রমণে চাউরাবস্তিতে ১৫টি ঘর ভেঙে গিয়েছে। হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুর্গা কয়া নামে এক ব্যক্তির। জখম হয়েছেন আরও ২ জন। হাতি তিনটিকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছে বনবিভাগ। |