টুকরো খবর
বধূকে ধর্ষণের নালিশ, ধৃত ৪
এক বধূকে ধর্ষণের অভিযোগে রবিবার হুগলির বৈদ্যবাটি থেকে চার জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ইন্দ্রজিৎ সাধুখাঁ, মদনমোহন ঘোষ, রঞ্জিত সাধুঁখা এবং শঙ্কর সাধুখা। ধৃতদের মধ্যে এক জন ফরওয়ার্ড ব্লক এবং দু’জন তৃণমূলের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ বৈদ্যবাটিতে ভাড়া থাকেন। তাঁর স্বামী কলকাতায় রাজমিস্ত্রির কাজ করেন। শনিবার রাতে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগে ওই বধূ দাবি করেন, ইন্দ্রজিৎ প্রায়ই তাঁকে কুপ্রস্তাব দিতেন। তিনি রাজি হননি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবক তাঁকে ধর্ষণ করেন। মদনমোহন তাঁকে এ কাজে সাহায্য করে। বাকি দু’জন ঘরের বাইরে ছিলেন। এফআইআরের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্তদের গ্রেফতার করেন শ্রীরামপুরের আইসি তথাগত পাণ্ডে। অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। রবিবার শ্রীরামপুর আদালতে হাজির করানো হলে ইন্দ্রজিতকে ৭ দিন পুলিশি হেফাজত এবং বাকিদের জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

সংস্কৃত ভাষা নিয়ে অনুষ্ঠান
সম্প্রতি সংস্কৃত ভারতী নামে একটি সংগঠনের উদ্যোগে ‘সংস্কৃত সম্ভাষণ শিবির’ হয়ে গেল হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটে। ১১ দিন ব্যাপী শিবিরটি হয় স্থানীয় নরেন্দ্রপুর শ্রীভবনম দেবালয়, বিবেকানন্দ শিশু মন্দির ও ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশনে। ছিল সংস্কৃত ভাষা নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশিত হয় সংস্কৃত ভাষায় নাটক ও গান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পণ্ডিত ইন্দ্রজিৎ চক্রবর্তী। বক্তব্য রাখেন উদ্যোক্তা সংগঠনের সম্পাদক দীনেশ কামত ও আলোচক তরুণকান্তি ঘোষ।

লজের দরজা ভেঙে উদ্ধার যুবকের দেহ
জানলার সঙ্গে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় মালদহের এক যুবকের মৃতদেহ মিলল চুঁচুড়ার রবীন্দ্রনগরের একটি লজের ঘর থেকে। শনিবার সন্ধ্যার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম সুজিত বিশ্বাস (৩৬)। বাড়ি মালদহের হবিবপুরে। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে পাণ্ডুয়ার কয়েকটি গ্রামে তফসিলি জাতি-উপজাতিদের নিয়ে সমীক্ষার কাজ করতে এসেছিলেন। তাঁর সহকর্মীরা পুলিশকে জানিয়েছেন, কাজে বেরিয়েও শরীর খারাপের কথা বলে শনিবার দুপুরে লজে ফিরে যান সুজিত। সন্ধ্যায় সহকর্মীরা লজে ফিরে দেখেন দরজা বন্ধ। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ওই যুবক গলায় গামছা পেঁচিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই মনে হচ্ছে।”

সিঙ্গুরে মিছিল
গ্রামের উপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার টানার কাজ বন্ধের দাবিতে রবিবার সিঙ্গুরে মিছিল করল গ্রামবাসীরা। সিঙ্গুরে বিতর্কিত গাড়ি কারখানার জমিতে বিদ্যুতের একটি সাবস্টেশনের জন্য ওই তার ফেলার কাজ শুরু হয় কিছু দিন আগে। তার বিরুদ্ধেই রীতিমতো কমিটি তৈরি করে পথে নেমেছেন গ্রামবাসীরা। ‘সিঙ্গুর গ্রাম সুরক্ষা’ কমিটির আশঙ্কা, জনবহুল এলাকায় উচ্চক্ষমতা সম্পন্ন ওই বিদ্যুতের তারে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে।

তৃণমূলের দু’টি গোষ্ঠীর ঝামেলা
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল বাহিরখণ্ড স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার স্টেশন-সংলগ্ন এলাকায় কয়েক জন যুব তৃণমূল সমর্থক গল্পগুজব করছিলেন। সে সময়ে তৃণমূল যুবার কিছু সমর্থক তাঁদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। তারা দীনবন্ধু পাত্র নামে এক জনকে মারধোর করে বলেও অভিযোগ। পুলিশ আসে। ঘটনাস্থল থেকে পুলিশ যুবার দুই সমর্থককে আটক করে। যুব তৃণমূলের অঞ্চল সভাপতি অলোক সাঁতরা ঘটনাটিকে গুরুত্ব দেননি। তিনি বলেন, “কর্মীদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। মিটে গিয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.