পৌলমী দাস চট্টোপাধ্যায় (‘সেই সাপ জ্যান্ত’, ৩১-০৩) বোড়া সাপ সম্পর্কে লিখেছেন যে, ‘এ সাপ পুষে দেখতে পারো। খুব শান্ত আর বাধ্য সাপ এরা’। ২০০৪ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে। তাতে বলা হয়েছে, যে কোনও ধরনের সাপ পোষা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ও বেআইনি।
বিকাশ রায়, কৃষ্ণনগর, নদিয়া
|
‘জঙ্গিদের হাত থেকে বেঁচেছিলেন মার্গারেট, রক্ষা পাননি ইন্দিরা’ (৯-৪) শীর্ষক প্রতিবেদনে শ্রাবণী বসু লিখেছেন যে, ‘ডিসেম্বর মাসে নিজের শিখ দেহরক্ষীদের হাতে ইন্দিরার খুন হওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছিল থ্যাচারকে’। ডিসেম্বর নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ১৯৮৪ সালের ৩১ অক্টোবর জঙ্গি আক্রমণে নিহত হয়েছিলেন।
সজলকান্তি ঘোষ। বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা |