টুকরো খবর
আফস্পার সমালোচনা
সন্ত্রাস দমনের দোহাই দিয়ে ‘আফস্পা’ জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বের মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করলেন রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি রশিদা মঞ্জু। সম্প্রতি ইম্ফলে ঘুরে যান তিনি। আসাম রাইফেল্স-এর জওয়ানদের হাতে ধর্ষিত ও নিহত মনোরমার মা থেকে শুরু করে দেড়শো অত্যাচারিত মহিলা মঞ্জুর কাছে অত্যাচারের ঘটনা তুলে ধরেন। শর্মিলা চানুর চিঠি-সহ ৪০টি স্মারকপত্র জমা পড়ে। পরে মঞ্জু বলেন, “নারীদের উপরে নিরাপত্তা বাহিনীর অত্যাচারের বহু ঘটনা ঘটলেও কাশ্মীর-মণিপুরে ‘আফস্পা’-র ঢাল তাদের বাঁচিয়ে দিচ্ছে। আদালতে বিচার হচ্ছে না। বহু ক্ষেত্রেই জরুরি পরিস্থিতি ছাড়াও আইনের অপব্যবহার করে নিরাপত্তা বাহিনী মানুষের মৌলিক অধিকার নষ্ট করছে।”

সিলিন্ডার ফেটে মৃত মা,২ শিশু
গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল দুই শিশু সন্তান-সহ মায়ের। শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব চম্পারণের ঘোড়াসাহান থানার মহুআহি বরকাটোলা গ্রামে। পুলিশ জানিয়েছে, রান্না করার সময় ওই মহিলার অসাবধানতায় কোনও ভাবে আগুন লেগে যায়। সেই আগুন গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে এলেই তা ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই তিন জনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় দুই শিশুর। রবিবার সকালে হাসপাতালে মারা যান তাদের মা।

জেলাশাসকের বাড়িতে ডাকাত হানা
অতিরিক্ত জেলাশাসকের বাড়িতে হানা দিল ডাকাত দল। বাড়ির লোক জনের হাত, পা বেঁধে লক্ষাধিক নগদ টাকা ও গয়না লুঠ করে চম্পট দিল তারা। শনিবার রাতে ঘটনাটি ঘটে বঙাইগাঁওতে। পুলিশ জানিয়েছে, কোকরাঝাড়ের অতিরিক্ত জেলাশাসক বাবুল শহরিয়া, শনিবার বঙাইগাঁও জেলার দলাইগাঁওয়ে নিজের বাড়িতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী ও দুই কন্যা। রাতে হঠাৎই সশস্ত্র এক ডাকাত দল চড়াও হয় তাঁর বাড়িতে। শহরিয়া বাবু, তাঁর স্ত্রী ও দুই কন্যাকে হাত, পা বেঁধে একটি ঘরে আটকে রাখা হয়। এর পর, নগদ ২ লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় তারা। ডাকাতদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।

অল্পের জন্য রক্ষা পেলেন বাসযাত্রীরা
অল্পের জন্য প্রাণে বাঁচলেন বহু বাসযাত্রী। রবিবার সকালে গুয়াহাটির আমবাড়ি এলাকায় আদাবাড়ি থেকে বশিষ্ঠগামী একটি যাত্রিবাহী বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দীঘলিপুখুরির রেলিং ভেঙে জলে পড়ে যায়। ঘটনায় জখম হন ১৫ জন বাসযাত্রী। চালক পলাতক।

ধর্ষিতা ২ নাবালিকা
ফের ধর্ষণ বিহারের দুই নাবালিকাকে। পুলিশ জানিয়েছে, হরিপুরার কাছে বাঁশঝাড় থেকে এক শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। যার দেহে যৌন হেনস্থার চিহ্ন রয়েছে। অন্য দিকে নেপুরা গ্রামে শনিবার রাতে চকোলেটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। দ্বিতীয় ঘটনার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বিপাকে গডকড়ী
একের পর এক দুর্নীতিতে যখন অস্বস্তিতে কংগ্রেস, ঠিক সেই সময় নতুন বিপাকে জড়ালেন বিজেপির প্রাক্তন সভাপতি নিতিন গডকড়ী। ২০১১-১২ সালের হিসাব মেলাতে গিয়ে শুল্ক দফতরের নজরে এসেছে, পূর্তি গ্রুপ বলে একটি বেসরকারি সংস্থা ওই দু’বছরে ৭ কোটি টাকারও বেশি কর ফাঁকি দিয়েছে। এই সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল গডকড়ীর। যদিও পূর্তি গ্রুপের দাবি, এ নিয়ে এখনও তাঁরা নোটিস পাননি। তা ছাড়া গত দু’বছর নিতিন গডকড়ীর সঙ্গে সংস্থার কোনও রকম সম্পর্ক ছিল না। নোটিস পেলে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে, জানিয়েছেন সংস্থার শীর্ষ কর্তারা।

সানাউল্লার অবস্থা সঙ্কটজনকই
সঙ্কট কাটেনি পাক বন্দি সানাউল্লা রণজয়ের। চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এ ভর্তি রয়েছেন তিনি। সেখান থেকে শনিবার রাতে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, গভীর কোমায় আছন্ন সানাউল্লা। এ ছাড়াও একাধিক সমস্যা রয়েছে। তাঁর রক্তচাপও কমে গিয়েছে খানিকটা। রক্তচাপ স্বাভাবিক রাখতে কড়া ওষুধ দেওয়া হয়েছে। শনিবার ভোররাতে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পাক কূটনীতিকদের একটি দল। রবিবারও সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারেন তাঁরা। সর্বজিৎ সিংহের মৃত্যুর আটচল্লিশ ঘণ্টার মধ্যে জম্মুর কোট বলওয়াল জেলে এক ভারতীয় বন্দি আক্রমণ করে বসেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাক আসামি সানাউল্লাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া সুরে যেমন ভারতের সমালোচনা করেছে পাকিস্তান, তেমনই পাক অধিকৃত কাশ্মীরে এ নিয়ে বিক্ষোভও দেখান অনেকে।

পুরনো খবর:

ভাঙল বাঁধ
বছরের প্রথম বন্যায় ভাঙল মাজুলির বাঁধ। পুলিশ সূত্রের খবর, অরুণাচলের দিকে নাগাড়ে বৃষ্টি হওয়ায় ব্রহ্মপুত্রের জল বাড়ছে ক্রমশ। শনিবার রাতে বানের জলের ধাক্কায় খারজানে বাঁধ ভেঙে যায়। বন্যার জলে ইতিমধ্যেই প্রায় ১১ হাজার বিঘা কৃষিজমি তলিয়ে গিয়েছে।

বোমা উদ্ধার
চিরাং জেলার বিজনি এলাকার ভেটাগাঁও থেকে দু’টি আইইডি উদ্ধার করল সেনাবাহিনী। পুলিশ জানিয়েছে, পরে ঘটনাস্থলে এসে বোমা দুটি নিষ্ক্রিয় করেন বোমা বিশেষজ্ঞরা।

মন্দিরে চুরি
দরজা ভেঙে পুরোহিতের হাত পা বেঁধে, বন্দুক দেখিয়ে দু’টি অষ্টধাতুর মূর্তি-সহ দান বাক্সের লক্ষাধিক টাকা লুঠ হল মানকচারের অশোকাষ্টমী মন্দিরে।

এক মাত্র পাক বন্দির নিরাপত্তা জোরদার
বাকি দেশের সঙ্গেই গুয়াহাটিতেও রাজ্যের একমাত্র পাক বন্দির বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জম্মু কারাগারে পাক বন্দির উপরে হামলার জেরে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা পাক কয়েদি মহম্মদ ফয়জুল্লা খানকে পৃথক কক্ষে রাখার ব্যাপারেও চিন্তাভাবনা করেছে জেল কর্তৃপক্ষ। ১৯৯৯ সালে গুয়াহাটি থেকে ধরা পড়েন ফয়জুল্লা। অভিযোগ, তিনি আইএসআই চর। ৫৩ বছর বয়সী খান আইএসআইয়ের অভিযোগ থেকে মুক্ত হয়েছেন। তবে লতাশিল ও গোয়ালপাড়ায় দায়ের হওয়া অনুপ্রবেশ ও বেআইনি কার্যকলাপে জড়িত থাকার মামলার বিচার চলছে। কারাগার সূত্রে খবর, ১৪ বছর এই কারাগারে কাটিয়ে ফেলা ফয়জুল্লার প্রতি অন্যদের ব্যবহারে অবশ্য অস্বাভাবিকতা নজরে আসেনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.