জাল নোট-সহ তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার,মুচিপাড়া থানা এলাকা থেকে। ধৃতদের নাম তোফাজুল হোসেন, ইসমাইল শেখ ও তাজামুল হক। এসটিএফ সূত্রে খবর, ধৃতেরা সবাই মালদহের বাসিন্দা। তাদের কাছ থেকে দশ লক্ষ আঠেরো হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতদের রবিবার আদালতে তোলা হয়।
|
রবিবার দুপুরে বেহালায় একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। হতাহতের কোনও খবর নেই। |