বেনাপোলে কর্মবিরতি, ফের ধাক্কা সীমান্ত বাণিজ্যে
ফের ধাক্কা সীমান্ত-বাণিজ্যে।
রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশের বেনাপোল বন্দরে সেখানকার কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়শন-সহ ৬টি সংগঠনের কর্মবিরতির জেরে ভারতের সঙ্গে সীমান্ত-বাণিজ্য বন্ধ হয়ে গেল। এর আগে ‘অনলাইন’ ব্যবস্থায় নিয়মিত লিঙ্ক না-থাকা এবং কম্পিউটারে তথ্য জড়ো করার (ডেটা-এন্ট্রি) কাজে কর্মিসংখ্যা বাড়ানোর দাবিতে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কর্মবিরতি করেন পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্টরা। বন্ধ থাকে রফতানি। ৫০ কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। শুল্ক দফতেরর আশ্বাসে রবিবার সকালেই কর্মবিরতি প্রত্যাহার করে নেন ক্লিয়ারিং এজেন্টরা। কিন্তু পণ্য নিয়ে দু’টি বন্দরের মধ্যে ট্রাক যাতায়াত করতে পারেনি। কারণ, বেনাপোলে কর্মবিরতি।
কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়শনের পক্ষ থেকে এ দিন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, বেনাপোল বন্দরে শ্রমিকেরা বখশিসের নামে ভারতীয় ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং ট্রাক ও গুদাম থেকে নানা জিনিসপত্র চুরি হচ্ছে। আন্দোলনকারীদের তরফে মহম্মদ সিরাজুল ইসলাম সিরাজ জানান, বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বিষয়গুলির সুষ্ঠ সমাধান করতে পারেনি। সমস্যা না মেটা পর্যন্ত কর্মবিরতি চলবে। বেনাপোলে কর্মবিরতি হলে ভারতে বহু টাকার রাজস্ব ক্ষতি হবে বলে জানিয়েছেন শুল্ক দফতরের আধিকারিকরা। তাঁদেরই এক জন বলেন, “বেনাপোলে এক দিন কর্মবিরতি হলে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। সমস্যা যত দ্রুত মেটে ততই মঙ্গল।”

ভারতে বিক্রি বাড়াতে হোন্ডার বাজি ডিজেল গাড়ি
এত দিন ভাঁড়ারে কোনও ডিজেল গাড়ি না-থাকায় ভারতের বাজারে কিছুটা পিছিয়ে পড়েছিল হোন্ডা কার্স ইন্ডিয়া। নয়া ডিজেল গাড়ি অ্যামেজ-এর হাত ধরে প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় জাপানি সংস্থাটি। সম্প্রতি কলকাতার বাজারে আসা অ্যামেজ পেট্রোলেও চলবে। সংস্থার দাবি, ডিজেল গাড়িটি এক লিটারে প্রায় ২৫.৮ কিলোমিটার যাবে, যা দেশে সর্বাধিক। সংস্থার সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট জ্ঞানেশ্বর সেন জানান, আগামী দু’তিন বছরে ৫টি নতুন গাড়ি (পেট্রোল ও ডিজেল, উভয় জ্বালানিরই) আনবেন তাঁরা। এর মধ্যে ১টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এবং ১টি সাত আসনের ইউটিলিটি ভেহিকল। সংস্থা জানিয়েছে, কলকাতায় পেট্রোল-চালিত অ্যামেজ-এর দাম ৫.২৪ লক্ষ থেকে ৭.৭৯ লক্ষ টাকা। ডিজেল ৬.৩৬ লক্ষ থেকে ৭.৯০ লক্ষ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.