বাংলাদেশে বহুতল ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২২। দুর্ঘটনার ১২ দিন পর আট তলা বাড়িটির ধ্বংসস্তূপ থেকে আরও ৫৩টি মৃতদেহ উদ্ধার হল রবিবার। উদ্ধারকারী দল জানিয়েছে, পাঁচ তলা পর্যন্ত ধ্বংসস্তূপ পরিষ্কার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসের ২৪ তারিখে ঢাকার কাছে সাভার এলাকায় ‘রানা প্লাজা’ নামের বহুতল ভেঙে তিন হাজারেরও বেশি মানুষ আটকে পড়েন। তাঁদের মধ্যে জীবিত ও মৃত মিলিয়ে দু’হাজার ৪৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ৭৫ শতাংশই ওই বহুতলের কাপড় কারখানার মহিলা কর্মী বলে শনাক্ত করা গিয়েছে। এক মৃত কর্মীর স্ত্রী বহুতলটির মালিক সোহেল রানার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই সোহেল রানা-সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে বাড়ি নির্মাণের আইন অমান্যের অভিযোগ এনেছে পুলিশ। তাঁদের সর্ব্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে।
|
অচলায়তন ভেঙে র্দীঘদিনের নিষেধাজ্ঞা উঠল। সৌদি আরবের বেসরকারি স্কুলগুলিতে খেলাধুলোর অনুমতি মিলল ছাত্রীদের। রবিবার সৌদি আরবের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্ষণশীলতা ভেঙে মেয়েদের উপর চাপানো বিধিনিষেধ কিছুটা শিথিল করার লক্ষ্যেই এই পদক্ষেপ করল সরকার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলগুলিতে মেয়েদের খেলাধুলোর জন্য নির্দিষ্ট নিয়মকানুন চালুর বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। সেই নিয়মের মধ্যে রয়েছে মেয়েদের খেলাধুলোর জন্য ‘উপযুক্ত’ জায়গার ব্যবস্থা করা এবং খেলার সময়ে মেয়েরা যেন যথেষ্ট ‘ভদ্র’ পোশাক পরে সে দিকে নজর রাখা। সৌদি মহিলাদের খেলাধুলোর বিষয়টি ২০১২ লন্ডন অলিম্পিকের সময় বিশ্বের গোচরে আসে। প্রথম বার দু’জন মহিলা খেলোয়াড়কে অলিম্পিকে পাঠাতে বাধ্য হয় সৌদি আরব। তখন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দু’জন মহিলাকে অলিম্পিকে দেখা গেলেও, উপসাগরীয় দেশগুলিতে মহিলাদের উপর খেলাধুলোর নিষেধাজ্ঞা রয়েছে এখনও। আরও বহু বিধিনিষেধের ভারে জর্জরিত সৌদি মহিলারা এখনও পর্যন্ত গাড়ি চালানোর অনুমতি পাননি সরকারের পক্ষ থেকে। এমনকী মাথা থেকে পা পর্যন্ত না ঢেকে জনসমক্ষে বেরোতেও পারেন না তাঁরা।
|
লাহৌরের কোট লাখপত জেলে বন্দি ৩৬ ভারতীয় বন্দির মধ্যে ২০ জনই মানসিক ভারসাম্য হারিয়েছেন। কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়নি তাঁদের। ভারত-পাক যৌথ বিচারবিভাগীয় কমিটির তদন্তে এ কথা জানা গিয়েছে। কোট লাখপতেই সম্প্রতি দুই পাক বন্দির হামলায় নিহত হয়েছেন সর্বজিৎ সিংহ। তা ছাড়াও রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের দু’জন ও করাচির মালির জেলের এক জন ভারতীয় বন্দির মানসিক ভারসাম্য নেই বলে জানিয়েছে কমিটি। মানসিক ভারসাম্যহীন বন্দিদের এখনই হাসপাতালে পাঠানোর সুপারিশ করেছে কমিটি। ২০০৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি অনুযায়ী এই কমিটি তৈরি হয়।
|
গাড়িতে আগুন লেগে মৃত্যু হল বছর তিরিশের পাঁচ মহিলার। শনিবার রাতে ক্যালিফোর্নিয়া হাইওয়ের একটি সেতুর উপর হঠাৎই আগুন লেগে যায় একটি বড় গাড়িতে। চালক-সহ চার জন পালাতে পারলেও গাড়ির ভিতরেই পুড়ে মারা যান পাঁচ মহিলা।
|
সিরিয়ার রাজধানী দামাস্কাসের কাছেই অস্ত্র ঘাঁটি, সামরিক ভবন ও বিমান-বিধ্বংসী কামানের একটি ঘাঁটিতে রবিবার হামলা চালাল ইজরায়েলি যুদ্ধবিমান। ইজরায়েলি সেনা সূত্রে খবর, ওই অস্ত্র ঘাঁটিতে ইরানের পাঠানো অস্ত্রশস্ত্র ছিল। |