হুল্লোড় |
নতুন স্টাইল আইকন সাক্ষী
ক্রিজে ধোনি। গ্যালারিতে তিনি। কেবল স্ত্রী হিসেবে নন।
যেন নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট সমেত। সাক্ষী সিংহ ধোনির
পোশাক বিশ্লেষণে ডিজাইনার অভিষেক দত্ত |
|
|
|
সাক্ষীর হাতে
ফ্লুরোসেন্ট
হলুদ
আর গোলাপি রঙের
এই ব্যান্ড
দু’টো দেখা
গিয়েছে
বারবার।
লাকি চার্ম,
না
ফ্যাশন স্টেটমেন্ট?
বলা মুশকিল। তবে
বরের
জার্সির
হলুদ রঙের
সঙ্গে
হাতের হলুদ
ব্যান্ড
মানিয়ে গিয়েছে বেশ |
|
পোশাকে কালোর
সঙ্গে
ফ্লুরোসেন্ট
হলুদের
অসাধারণ
কম্বিনেশন।
গোলাপি
বিকিনি
টপের
স্ট্রাইপের সঙ্গে ম্যাচিং
করে
ঠোঁটে গোলাপি
ছোঁয়া।
চুলে
মোহক স্টাইল।
উচ্ছল,
প্রাণবন্ত লাগছে
সাক্ষীকে |
|
|
চোখে নীল-কালো ফ্রেমের চশমা।
ফ্যাশনের ভাষায় খানিকটা ‘নার্ড’ লুক বলা যায়।
লাল লিপস্টিক কালো ড্রেসকে দারুণ কমপ্লিমেন্ট করেছে।
গ্ল্যামারাস
কিন্তু ক্লাসি লুক।
লেটেস্ট ফ্যাশন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল সাক্ষী |
|
|
|
পোশাকটির নেকলাইন ডিপ হওয়ার জন্য বেজ
সাদা রঙের হালকা জ্যাকেটটির সঙ্গে খুব সুন্দর মানিয়েছে।
পোশাকের সঙ্গে ম্যাচ করে ঠোঁটে লাল লিপস্টিক।
চুলে মোহক স্টাইল, সামনের দিকটা একটু উঁচু করে
পিছন দিকে বাঁধা। সব মিলিয়ে খুব স্যুদিং লুক |
মাল্টিকালার ফ্লোরাল প্রিন্ট। ন্যুড মেক আপ।
কাঁধের স্লিং ব্যাগ ম্যাচ করে গিয়েছে ঘড়ির সঙ্গে।
ঠোঁটে লিপস্টিক বাদ দিয়ে এ বার কোনও ম্যাচেই
সে রকম মেক আপ করতে দেখা যায়নি ওঁকে।
খেলার মাঠের জন্য একেবারে উপযুক্ত সাজ |
|
|
|
কালো রঙের হাঁটু পর্যন্ত ঝুলের পোশাক। হাতে বিডসের ব্রেসলেট। |
|
|
|
|
সাদার উপর লাল আর কালো ব্লচিং প্রিন্ট।
সামনে
কাউল নেক ডিজাইন।
পোশাকটির গ্ল্যামার বাড়িয়ে দিয়েছে
কোমরের চওড়া বেল্ট। এই ধরনের বেল্টে
ছিপছিপে
আর
খানিকটা
লম্বা লাগে।
সাক্ষীর গঠন
যেহেতু
ভারতীয় উপমহাদেশীয়,
তাই
পোশাকটি
একদম সঠিক পছন্দ ওঁর জন্য |
উজ্জ্বল ফ্লুরোসেন্ট গোলাপি রঙের টপ।
হাতের ব্যান্ড পোশাকের সঙ্গে সুন্দর ভাবে ম্যাচ
করে গিয়েছে।
এই সাজের সব চেয়ে আকর্ষণীয় দিক হল
নেলপালিশের রং।
অনামিকাতে হলুদ, বাকি আঙুলে কালো।
সাক্ষী যে সাজ নিয়ে
এক্সপেরিমেন্ট করতে ভালবাসে
তার প্রমাণ পাওয়া যায় এতে |
|
তথ্য সংকলন: অদিতি ঘোষ |
|