রিষড়ায় বিস্ফোরণে মৃত ১, আহত ৫ |
রিষড়ার রেলপার্ক এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। বাড়িটিতে বসবাসকারীরা জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা গয়া গিয়েছিলেন। সেখান থেকে মুম্বই মেলে ফেরার পথে বিহারের লক্ষ্মীপুর স্টেশনে তাঁদের ব্যাগ বদল হয়ে যায়। পরিবারের দাবি, বাড়ি ফিরে আজ সেই ব্যাগ খুলতেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা গিয়েছেন বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি। এই ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে ৩ শিশু ও ২ ব্যক্তিকে রিষড়ার ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পরিবারের সম্পর্কে বিশেষ কিছু জানাতে না-পারলেও স্থানীয়রা জানিয়েছেন, এই বাড়িতে বসবাসকারীদের বড়বাজারে কাপড়ের ব্যবসা ছিল। ঘটনাটির তদন্তে নেমে রিষড়া থানার পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পরিবারের দাবি অনুযায়ী ৩ মে গয়া থেকে বাড়ি ফিরলেও আজকেই কেন ওই ব্যাগটি খোলা হল, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। |
মুচিপাড়ায় জালনোট উদ্ধার |
কলকাতার মুচিপাড়ার একটি লজ থেকে ১০ লক্ষ ১৮ হাজার টাকার জালনোট উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতরা সকলেই মালদহের বাসিন্দা। ধৃত ৩ জনকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছে।
|
বেহালার ম্যান্টনের কাছে একটি কম্পিউটর প্রশিক্ষণ কেন্দ্রে আজ বেলা ১২টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। কম্পিউটর কেন্দ্রটির ভিতর বেশ বড় রকমের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দমকল সূত্রের খবর, আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু ক্ষণ সময় লাগে।
|
কর্নাটক বিধানসভার ভোটগ্রহণ শুরু |
কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ পর্ব। বিধানসভার ২২৪টি আসনের মধ্যে ২২৩টিতে ভোটদান শুরু হয় আজ সকাল সাতটা থেকে। অত্যধিক গরমের কারণে তা চলবে নির্ধারিত সময়ের এক ঘণ্টা বেশি, সন্ধে ৬টা পর্যন্ত। পেরিয়াপাটনা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ২৮ মে পর্যন্ত ১টি আসনে ভোটগ্রহণ স্থগিত আছে। প্রায় ৩ হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে আজ ৪ কোটি ৩৬ লক্ষেরও বেশি ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটদান প্রক্রিয়া নির্বিঘ্নে সারতে মোতায়েন করা হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার পুলিশকর্মী। এর মধ্যে কর্নাটক থেকে নিয়োগ করা হয়েছে ৬০ হাজার পুলিশকর্মী ও ২০ হাজার হোমগার্ড। এ ছাড়া বাকি পুলিশকর্মীদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর কর্মী ও পড়শি রাজ্যের পুলিশ। প্রথম তিন ঘণ্টায় ১৫-২০ শতাংশ ভোট পড়েছে। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ শতাংশেরও বেশি।
সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার দাবি, তাঁর নতুন দল কর্নাটক জনতা পার্টিই এ বারে বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। অন্যদিকে রাজ্য বিজেপি-র সভাপতি প্রহ্লাদ জোশী বলেছেন, কর্নাটকে ফের ক্ষমতায় ফিরবে বিজেপি। |
আজ দু’দিনের সরকারি সফরে শহরে এসে পৌঁছলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বেলা ১২.৪০ নাগাদ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘বিচিত্রা’ নামে অনলাইনের রবীন্দ্রচর্চা প্রকল্পের উদ্বোধন করেন। আগামিকাল তিনি যাবেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের এক অনুষ্ঠানে। এ ছাড়া কলকাতা হাইকোর্টের দেড়শো বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানেও যোগ দেবেন প্রণববাবু। |