টুকরো খবর
মাছ চাষ নিয়ে গণ্ডগোল, সিপিআই ও তৃণমূলের বচসা
ইসিএলের পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সিপিআই ও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটল। দুই দলই অন্ডাল থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সিপিআই নেতা রাজুরাম জানান, সিঁদুলিতে ইসিএলের একটি পুকুর বহু দিন আগে লিজ নিয়েছিলেন ভগবান পাসোয়ান নামে এক ব্যক্তি। তৃণমূল কর্মী অশোক মণ্ডল-সহ চারজন প্রায় বছর খানেক আগে ওই পুকুরে জোর করে মাছ ছেড়ে দেন বলে দাবি করেছেন রাজুরামবাবু। যদিও এর আগেই ভগবানবাবু ওই পুকুরে মাছ ছেড়েছিলেন। এর জেরেই দু’পক্ষের মধ্যে ব্যাপক অশান্তি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে দু’পক্ষকে জানিয়ে দেয় ওই পুকুরে কেউ মাছ চাষ করবে না। আবার বচসা শুরু হয় বৃহস্পতিবার দুপুরে অশোকবাবুরা মাছ ধরতে আসার পর। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর রাত ৮টা নাগাদ অশোকবাবুরা দল বেঁধে সিপিআই কার্যালয়ে চড়াও হন বলে রাজুরামবাবু দাবি করেছেন। সেখানে উপস্থিত কেদার পাণ্ডে, নন্দকিশোর সিংহ, রামাশ্বয় পাসোয়ানকে মারধর করেন অশোকবাবুরা বলে অভিযোগ। দলীয় পতাকা ছিঁড়ে কার্যালয়ে ভাঙচুরও করেন তাঁরা। পুলিশ এলে অশোকবাবুরা পালিয়ে যান। এদিকে তৃণমূল নেতা রাজারাম পাসোয়ান থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, কেদার পাণ্ডে, ভগবান পাসোয়ান-সহ ন’জন তাঁদের কার্যালয়ে বৃহস্পতিবার ভাঙচুর চালায়। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

লক্ষাধিক টাকা ছিনতাই হিরাপুরে
মেয়ের বিয়ের জন্য টাকা তুলে বাড়ি ফিরছিলেন এক মহিলা। তখনই সেই টাকা ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার ব্যাঙ্ক রোড সংলগ্ন এলাকায়। এর জেরে এলাকায় ব্যাপক গোলমাল হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বার্নপুর ইস্কোর ঠিকা কর্মী বাস্কে মুঙ্গলি এ দিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বার্নপুর শাখা থেকে প্রায় লক্ষাধিক টাকা তোলেন। রাস্তায় বেরোতেই আচমকা দুই দুষ্কৃতী একটি মোটরবাইকে পিছন দিক থেকে এসে তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়। ওই মহিলা পুলিশকে জানান, প্রথমে ঘাবড়ে গেলেও পরে চিৎকার শুরু করেন তিনি। ছুটে আসে আশপাশের লোকজন। ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা নাগালের বাইরে চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (পশ্চিম) তন্ময় মুখোপাধ্যায় জানান, পুলিশ আশপাশের অঞ্চলে অস্থায়ী নাকাবন্দি করেছে। মোটরবাইক পরীক্ষা চলছে। পুরুলিয়ার বাসিন্দা ওই মহিলা জানান, মেয়ের বিয়ের সপ্তাহ দুয়েক বাকি। সব বন্দোবস্তো করতেই টাকা তুলতে এসেছিলেন তিনি। তাঁর কথায়, “মাথায় আকাশ ভেঙে পড়ল। কীভাবে বিয়ের বন্দোবস্ত করব জানি না।”

টাকা দিয়েও জমি না পাওয়ায় অভিযোগ
টাকা নিয়েও জমি না দেওয়ার আরও দু’টি অভিযোগ জমা পড়েছে দুর্গাপুরের ‘অ্যাক্সেস মাল্টি ডেভলপার্স লিমিটেড’-র ম্যানেজিং ডিরেক্টর কাত্যায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে। তবে কাত্যায়নবাবুর খোঁজ এখনও পায়নি পুলিশ। পলাতক সংস্থার বাকি দুই ডিরেক্টরও। এমনকী ধৃত সংস্থার ৮ কর্মী আধিকারিককে জেরা করেও তেমন কোনও উল্লেখযোগ্য তথ্য মেলেনি বলে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (পূর্ব) এস সিলভামুরুগান। এসিপি (পূর্ব) জানান, বৃহস্পতিবার দুর্গাপুর থানায় দু’টি অভিযোগ দায়ের করেন বেনাচিতির শ্রীনগর পল্লীর বাসিন্দা প্রদীপকুমার সিংহ এবং এনআইটি ক্যাম্পাসের বাসিন্দা ইলা সরকার। প্রদীপবাবু অভিযোগে টাকার অঙ্ক উল্লেখ না করলেও ইলাদেবী জানিয়েছেন, তিনি ওই সংস্থাকে জমি বাবদ ১ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা দিয়েও জমি পাননি তাঁরা। এমনকী সংস্থার অফিসে বারবার আবেদন করেও লাভ হয়নি বলে অভিযোগ। টাকা ফেরত চাইলে কাত্যায়নবাবু তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও জানিয়েছেন তাঁরা। এসিপি (পূর্ব) জানান, ইতিমধ্যেই অন্ডালের অজিতকুমার দাসের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করা হয়েছে। কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তদন্তের দায়িত্ব নিয়েছে।

পুলিশ নিরপেক্ষ নয়, অভিযোগ বামেদের
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শুক্রবার বামফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হল নিউ টাউনশিপ থানায়। অভিযোগ, পর পর বিভিন্ন ঘটনায় বামফ্রন্টের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। নিউ টাউনশিপ থানা এলাকার মধ্যেই রয়েছে জেমুয়া গ্রাম পঞ্চায়েত। সিপিএমের জেমুয়া-বিধাননগর লোকাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে তৃণমূল পুলিশকে ব্যবহার করে বামফ্রন্টের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এই ধরণের মিথ্যা মামলা দায়ের করছে। পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা পঞ্চায়েত এলাকায় গিয়ে কাজ করতে বাধা পাচ্ছেন। এ দিন বিক্ষোভ শেষে সিপিএমের নরেন শিকদার, মহাব্রত কুণ্ডু ও সিপিআইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর-সহ আরও কয়েকজন পুলিশের হাতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে একটি স্মারকলিপি তুলে দেন। পুলিশ জানায়, দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তার দাবি
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার শ্রমিক ও কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়ে শুক্রবার কারখানার জিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন এনএসআইআর-এর কয়েকশো সদস্য সমর্থক। সংগঠনের জোনাল সম্পাদক স্বপনকুমার লাহা জানান, সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় আতঙ্কিত শ্রমিকেরা। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। এছাড়াও সংস্থার কস্তুরবা গাঁধী হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা মিলছে না বলে অভিযোগ তাঁর। রেল আবাসনগুলির সংস্কার হচ্ছে না। এ দিন সংগঠনের তরফে কারখানার জিএমের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

সরকারি গম পাচার
অবৈধ ভাবে সরকারি গম পাচারের অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। শুক্রবার অন্ডালের বহুলার ঘটনা। ঘটনার পর পাণ্ডবেশ্বরের ব্লক তৃণমূল সম্পাদক সন্দীপ সরকার লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ দিন সকালে দু’টি রিকশা ভ্যানে কুড়ি বস্তা গম পাচার করা হচ্ছিল বলে সন্দীপবাবু দাবি করেন। স্থানীয় বাসিন্দাদের নিয়ে সন্দীপবাবু ওই ভ্যানদু’টিকে তাড়া করতেই ভ্যান চালকেরা গমের বস্তাগুলি ফেলে দিয়ে পালিয়ে যায়। রেশন ডিলার উত্তম পাল অবৈধভাবে গম পাচার করছিলেন বলে জানা গিয়েছে। উত্তমবাবু জানান, যা বলার তিনি প্রশাসনকেই বলবেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

পুরস্কৃত খনিকর্মী
ফরিদপুর (লাউদোহা) থানার ঝাঁঝড়া বৈশাখী কলোনিতে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ১৮ জন খনিকর্মীকে পুরস্কৃত করেন কর্তৃপক্ষ। সেরা কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে ইসিএল সূত্রে জানানো হয়েছে। এ দিন খনিকর্মীদের ছেলে-মেয়েরা দর্শকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উপস্থিত ছিলেন এরিয়ার জিএম এ কে মিশ্র, এজিএম এলএন ত্রিপাঠি, এজেন্ট বি কে নায়েক, এরিয়া জেসিসি সদস্য মহম্মদ নাসিরুদ্দিন, উত্তম মুখোপাধ্যায়, তাপস ঘোষ প্রমুখ।

দুর্গাপুরে শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি
আকাশ হতে
ছবি: বিকাশ মশান।
শনিবার সন্ধ্যায় শিলাবৃষ্টি দাপিয়ে গেল দুর্গাপুরে। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ির অ্যাসবেস্টস ও টালির চাল। বেশ কিছু বাড়ি ও গাড়ির কাচও ভেঙেছে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলে হঠাৎই মেঘ ঘনিয়ে আকাশ থেকে টুকরো বরফ নেমে আসতে থাকে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। ইস্পাতনগরী, ধোবিঘাট, কালীপুরে শিলাবৃষ্টির তীব্রতা ছিল বেশি। সন্ধ্যায় দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, ঠিক কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার হিসেব চলছে। শিলাবৃষ্টির পরে শনিবার ভগৎ সিংহ স্টেডিয়াম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.