হাসপাতালে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রসূতি-মৃত্যুর জেরে বৃহস্পতিবার ভাঙচুর হল লেডি ডাফরিন হাসপাতালে। মুচিপাড়া থানায় ঘটনাটি নিয়ে অভিযোগও দায়ের করেছেন রোগিণীর পরিজনেরা। পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা ১৯ বছরের অনুরাধা সাউকে বুধবার ডাফরিন হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তাঁর পুত্রসন্তান হয়। কিন্তু সন্তানের জন্মের পরে অনুরাধার মৃত্যু হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে চড়াও হন আত্মীয়েরা। ওয়ার্ডমাস্টারের অফিসে ভাঙচুর চালান তাঁরা। হাসপাতালের তরফ থেকে আলাদা তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকেরা।
|
রোগীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
হাসপাতালের আয়ুর্বেদিক চিকিৎসক নিয়মিত আসেন না। এলেও অনেক দেরিতে আসেন। এমনই নানা অভিযোগ তুলে বৃহস্পতিবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসক ও সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায় রোগী ও তাঁদের পরিজনেরা। হাসপাতাল সুপার সমরজিৎ অধিকারী বলেন, ‘‘ওই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।’’
|
তিন মাস ধরে গফুর বস্তি এলাকায় রামপুরহাট পুরসভার পরিস্রুত পানীয় জল সরবরাহ করার স্ট্যান্ড পয়েন্ট থেকে পোকা বের হচ্ছে। কাউন্সিলর সুশীল বোথরা বলেন, “পাইপ লাইনে ফাটল থাকার জন্য নোংরা জল উঠছিল। বৃহস্পতিবার আমরা সেটা মেরামত করে দিয়েছি।” |