ভাড়া বাড়ল হিমঘরে, বাসে আশা দেননি মন্ত্রী
বশেষে হিমঘরের ভাড়া বাড়াল রাজ্য সরকার। এত দিন পর্যন্ত প্রতি কিলোগ্রাম পণ্য রাখার জন্য ভাড়া দিতে হত এক টাকা এক পয়সা। সেই ভাড়া বাড়িয়ে করা হল প্রতি কিলোগ্রামে এক টাকা ২০ পয়সা। বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে টাক্স ফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কর্তারা এতে পুরোপুরি সন্তুষ্ট নন। পতিতপাবন দে, রমাপদ পালেরা বলেন, “আমরা সরকারের কাছে প্রতি কিলোগ্রামে ৩৬ পয়সা বাড়ানোর দাবি জানিয়েছিলাম। সরকারের লোকেরা নিজেরাই খোঁজ নিয়ে দেখেছেন, কম করে ৩১ পয়সা বাড়ানো উচিত। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বছর প্রতি কিলোগ্রামে ১৯ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছি। এই সিদ্ধান্ত ধুঁকতে থাকা হিমঘরগুলিকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে।” কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কর্তারা জানান, এই মুহূর্তে রাজ্যে হিমঘরের সংখ্যা ৫০৯। তার মধ্যে আলু রাখা হয় ৪২৫টিতে। বন্ধ হয়ে গিয়েছে ৩০টি হিমঘর। সেগুলিতেও আলু রাখা হত।
হিমঘরের ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গেই উঠে এসেছে বাসভাড়া বাড়ার প্রসঙ্গ। বাস-মালিক সংগঠনগুলির ক্ষোভ, হিমঘরগুলির ভাড়া তো তবু বাড়ানো হল। বাসের ক্ষেত্রে তো সেটাও বাড়ল না। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকার দুধের দাম বাড়িয়েছে। বিদ্যুতের মাসুল বাড়িয়েছে। এ বার হিমঘরের ভাড়া বাড়ানো হল। অথচ বাসের ভাড়া নিয়ে সরকার কোনও ভাবনাচিন্তাই করছে না। এটা দুর্ভাগ্যজনক। আমরা বাসভাড়া বাড়া-কমা ঠিক করতে একটি ট্রাইব্যুনাল তৈরির পরামর্শ দিয়েছিলাম। সরকার তা-ও মানেনি।”
পরিবহণমন্ত্রী মদন মিত্র অবশ্য জানান, এখনই বাসভাড়া বাড়ানোর কোনও ভাবনা নেই সরকারের। তবে একই সঙ্গে তিনি বলেন, “আমার উপরে মন্ত্রিগোষ্ঠী রয়েছে। তাদের সঙ্গে আলোচনার পরেই এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে সরকার।” তবে মহাকরণ সূত্রের খবর, হিমঘরের ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ মানা হয়নি। মন্ত্রিগোষ্ঠী হিমঘরে আলু রাখার ক্ষেত্রে প্রতি কিলোগ্রামে ৩১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই সুপারিশ বাতিল করে ১৫ পয়সা বাড়ানোর নির্দেশ দেন। তবে বৈঠকে সকলের সঙ্গে কথা বলার পরে ভাড়া বাড়িয়ে ১৯ পয়সা করা হয়। এখন দক্ষিণবঙ্গে হিমঘরে আলু রাখতে কুইন্টাল-পিছু ১০১ টাকা ভাড়া দিতে হয়। উত্তরবঙ্গে দিতে হয় ১০৯ টাকা। ভাড়া বাড়ানোর ফলে এ বার দক্ষিণবঙ্গে ১২০ টাকা এবং উত্তরবঙ্গে ১২৮ টাকা ভাড়া দিতে হবে। এর ফলে বাজারে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিপণন দফতর সূত্রে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.