রঘুনাথপুর মহকুমায় শুরু হল আঞ্চলিক পরিবহন দফতর (আরটিও)। মঙ্গলবার দুপুরে মহকুমাশাসকের কার্যালয়ের মধ্যেই অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দফতরের অফিসের উদ্বোধন করেন পুরুলিয়ার জেলাশাসক গুলাম আলি আনসারি। পরে জেলাশাসক জানান, এক বছর আগে ওই দফতরের কার্যালয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কার্যালয়টি শুরু হওয়ার ফলে গাড়ির রেজিস্ট্রেশনের মতো কাজের জন্য রঘুনাথপুর মহকুমার বাসিন্দাদের আর পুরুলিয়া শহরে যেতে হবে না। উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক প্রণব বিশ্বাস, এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এআরটিও-র দায়িত্ব নিয়েছেন আশিস কুণ্ডু।
বস্তুত রঘুনাথপুরের কিছু এলাকা নিয়ে উন্নয়ন পর্ষদ গঠনের পক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মহকুমায় প্রশাসনিক উন্নয়নের কাজে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। তারই প্রথম ধাপ হিসাবে অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দফতর শুরু হল বলে প্রশাসন সূত্রের খবর। এলাকার পাঁচ বাসিন্দার হাতে তাঁদের মোটরবাইকের রেজিস্ট্রেশন তুলে দেওয়া হয়। এই কার্যালয় শুরু হলেও প্রাথমিক কিছু সমস্যার জন্য ড্রাইভিং লাইসেন্স এখনই দেওয়া শুরু হচ্ছে না বলে জানিয়েছেন মহকুমাশাসক। তবে দ্রুত ওই সুবিধা চালু করা হবে। রঘুনাথপুর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা সরকারি অফিসগুলিকে এসডিও অফিসের মধ্যে নিয়ে আসার প্রাথমিক কাজ শুরু হয়েছে। মহকুমাশাসক জানান, তাঁর কার্যালয় চত্বরেই জমি চেয়েছে কৃষি দফতর। দফতর থেকেই নিজস্ব ভবণ গড়ে তোলা হবে। শ্রম ও আবগারি দফতরকে এসডিও অফিসের দোতলায় জায়গা দেওয়ার পক্রিয়া চলছে। |