টুকরো খবর
গ্রেফতারের দাবি, বিক্ষোভ
এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেফতারের দাবিতে থানায় মৃতদেহ নিয়ে এসে বিক্ষোভ দেখালেন পড়শিরা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নেওয়ার পুলিশি আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। মৃত মহিলার নাম রূপা সাহা (২৪)। বাড়ি কৃষ্ণনগরের কালীনগরে। বছর সাতেক আগে রায়পাড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী রঞ্জন সাহার সঙ্গে বিয়ে হয় রূপাদেবীর। অভিযোগ, বিয়ের পর থেকেই রূপাদেবীর উপর নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন। গত ২৮ এপ্রিল সকালে অগ্নিদগ্ধ অবস্থায় রূপাদেবীকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল তিনি মারা যান। বুধবার মৃতদেহ বাড়ি পৌঁছলে প্রতিবেশীরা দাহ করতে বাধা দেন। শুরু হয় বিক্ষোভ। ঘটনার দিনই রূপার দাদা তনয় শর্মা পুলিশে বোনের স্বামী রঞ্জন সাহা ও শাশুড়ি পূর্ণিমা সাহার বিরুদ্ধে অভিযোগ জানান।

ভাড়া বাড়িতে চলছে আট লগ্নি সংস্থার অফিস
জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ শহরে এখনও অফিস খুলে ব্যবসা করছে চল্লিশটিরও বেশি লগ্নি সংস্থা। রঘুনাথগঞ্জের মিঞাপুরে একটি বাড়ি ভাড়া করে চলছে আটটি সংস্থা। প্রশাসনও এই বিষয়ে উদাসীন। টাকা ফেরতের আশায় প্রতিদিনই অফিসে ভিড় করছেন আমানতকারী ও এজেন্টরা। আমানতকারীদের বক্তব্য, সংস্থার স্থানীয় কর্তারা টাকা ফেরতের আশ্বাস দেওয়ায় অভিযোগ দায়ের করা হচ্ছে না। রোজভ্যালী আমানতকারীদের টাকা ফেরতের কথা বললেও সংস্থার রঘুনাথগঞ্জ শাখার ম্যানেজার সজল সিংহ বলেন, “আমানতকারীদের কাছ থেকে দরখাস্ত নেওয়া হচ্ছে। তা পাঠানো হবে কলকাতায়। অনুমোদন পেলেই টাকা ফেরত দেওয়া হবে।” বৃহস্পতিবার পুলিশ গ্রিন ওয়ার্ল্ড অ্যাগ্রো নামে একটি লগ্নি সংস্থার অফিস বন্ধ করে দিয়েছে। প্রায় ষাট লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “প্রতিটি লগ্নি সংস্থার উপর নজর রাখা হয়েছে।”

বিক্ষোভকারীদের মারধরের নালিশ
থানা ঘিরে বিক্ষোভরত কয়েকশো কংগ্রেস কর্মীর উপর লাঠি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। লাঠির আঘাতে সুতির কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাস-সহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে চার ঘণ্টা ঘরে সুতি থানা অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। ইমানি বিশ্বাসের অভিযোগ, এ দিন ব্লক অফিসে অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। তারই প্রতিবাদে থানায় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। এরপরই পুলিশ লাঠি চালায়। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “এ দিন কংগ্রেস কর্মীরা বিধায়কের নেতৃত্বে পুলিশের হাতে ধৃত কয়েকজন গরু পাচারকারীকে ছেড়ে দেওয়ার জন্য থানা অবরোধ করে। পুলিশকে আক্রমণের চেষ্টাও করা হয়। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। লাঠি চালানো হয়নি। ৫ জন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বাস উল্টে জখম
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পাঁচিলে ধাক্কা মারায় দু’ জন যাত্রী জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে বড়ঞা থানার সুন্দরপুর-লাভপুর রুটের রাস্তায় রঘুনাথপুরের কাছে ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের নাম সান্ত শেখ ও শামিম শেখ। তাঁরা বাসে চেপে লাভপুর যাচ্ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে একজনকে কলকাতার এস এস কে এম হাসপাতালে ও অন্যজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ওই বাসটিকে আটক করেছে। চালক পলাতক।

অপহরণ, ধৃত ২
টাকার দাবিতে অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল শান্তিপুরের বেলেমাঠপাড়ার বাসিন্দা পঙ্কজ বিশ্বাস ও উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের অমল বিশ্বাস। অভিযোগ ২৯ এপ্রিল শান্তিপুরের গবারচরের বাসিন্দা সুনীল সর্দার ও নবকুমার সর্দারকে কাজের নাম করে তেঁতুলিয়ায় নিয়ে যায় ধৃত ওই দুই ব্যক্তি। সেখানে অমল বিশ্বাসের বাড়িতে তাঁদের টাকার জন্য চাপ দেওয়া হয়। টাকা নিয়ে যাওয়ার জন্য নবকুমারকে ছেড়ে দেওয়া হয়। নবকুমার পুলিশে জানালে পুলিশ গিয়ে সুনীল সর্দারকে উদ্ধার করে।

ধর্ষণের চেষ্টা, নালিশ
এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এলাকার দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের বাসিন্দা ওই মহিলা চূর্ণী নদীতে কাপড় কেচে ফিরছিলেন। অভিযোগ, স্থানীয় যুবক গোবিন্দ হালদার ও গদাধর রায় তাঁকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা বেপাত্তা বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনায় মৃত ২
একটি টাটাসুমোর ধাক্কায় মৃত্যু হল ২ জন সাইকেল আরোহীর। বুধবার ভোরে বেলডাঙা থানার সারগাছির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতরা বলেন, সমীরণ মণ্ডল (২১) ও নাকাতুল্লা শেখ (৩৫)। তাঁদের বাড়ি যথাক্রমে বেলডাঙা থানার গোপীনাথপুর ও বানীনাথপুরে। দু’ জনেই পেশায় সব্জি বিক্রেতা। দুর্ঘটনার পর এলাকার লোকজন কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশ অবরোধ তুলে দেয়। ওই টাটাসুমোর চালকে পুলিশ গ্রেফতার করেছে। গাড়িটিও আটক করেছে পুলিশ।

আগ্নেয়াস্ত্র সহ ধৃত
হরিহরপাড়ার গজনিপুর ও গোবিন্দপুর থেকে বুধবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ দু’ জনকে পুলিশ গ্রেফতার করছে। ধৃতদের নাম মিজানুর সাউ ও সাইফুল খেখ। বাড়ি যথাক্রমে থানারপাড়ায় ও হরিহরপাড়ার গোবিন্দপুরে।

জলের আরাম
—নিজস্ব চিত্র।
গত কয়েক দিন ধরেই কৃষ্ণনগরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির আশপাশে। সারা দিন ধরে রয়েছে দমবন্ধ করা গরম হওয়া। যার প্র ভাব পড়েছে মরসুমি ফলে। প্রবল তাপে নষ্ট হচ্ছে লিচু, আম জাতীয় ফল। আমের গায়ে দেখা দিচ্ছে কালো দাগ, লিচু ঝলসে কালো হয়ে যাচ্ছে। গরম থেকে লিচু গাছকে বাঁচাতে শ্যালো দিয়ে জলের ব্যবস্থা করছেন চাষিরা। নিয়মিত স্প্রে করা হচ্ছে অণুখাদ্য মেশানো জল।

দেহ উদ্ধার
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম সঙ্গীতা হালদার (১৭)। বাড়ি রানাঘাটের আনুলিয়া এলাকায়। পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্রী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.