|
|
|
|
বিনোদন |
ষড়যন্ত্র করে কুৎসা, দাবি শতাব্দীর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
|
|
অর্থলগ্নি সংস্থা সারদার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডার’ হিসাবে বিতর্কের কেন্দ্রে তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তবে গোটা ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ অ্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য তাঁকে অন্যায্য ভাবে আঘাত করা হচ্ছে। আজ শতাব্দী বলেন, “২০১১ সালের একটি অনুষ্ঠানের ছবি দেখিয়ে আমার বিরুদ্ধে প্রচার চলছে। কিন্তু ঘটনা হল, আজ পর্যন্ত সারদা গোষ্ঠীর কোনও পণ্যের বিপণনে আমি থাকিনি। তাদের কোনও ব্র্যান্ডে আমার ছবি কেউ দেখাতে পারবেন না।”
সারদা-যোগের অভিযোগ ওঠায় দৃশ্যতই বিপর্যস্ত শতাব্দী। তিনি বলেন, “সাংসদ ছাড়াও আমার একটা পরিচয় আছে, সম্মান রয়েছে। আজ আমার বাবা বলছেন, রাজনীতিতে যাওয়াটাই আমার উচিত হয়নি। কিন্তু আমি মনে করি রাজনীতিতে এসে মানুষের অনেক উপকার করতে পেরেছি। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।” শতাব্দী জানাচ্ছেন, দু’বছর আগে সারদার একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন ঠিকই। কিন্তু তাঁর কথায়, “সেটি ছিল মিডিয়ার অনুষ্ঠান। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে জড়িত থাকার সুবাদে এই ধরনের অনুষ্ঠানে প্রায়ই যেতে হয়। পুজোরও উদ্বোধন করতে হয়। ২০১১ সালে এই সংস্থার বেআইনি কাজকর্ম সম্পর্কে কারই বা স্পষ্ট ধারণা ছিল?”
|
|
‘পালা’ নাট্যপত্রিকার ২৬ তম সংখ্যা প্রকাশিত হল উলুবেড়িয়া রবীন্দ্রভবনে।
বুধবার এই উপলক্ষে অনুষ্ঠানে ছিলেন বিভাস চক্রবর্তী-সহ অনেকে। নিজস্ব চিত্র। |
|
|
|
|
|