টুকরো খবর
সময় মতো বেতন না পেয়ে বিক্ষোভ
নির্ধারিত দিনে বেতন না মেলায় দু’দিন ধরে অবস্থান ও বিক্ষোভে সামিল হলেন বিএসএনএল-এর রামপুরহাট শাখার কর্মীদের একাংশ। যার জেরে ব্যাহত হল রামপুরহাট ও নলহাটি শাখার ২৮টি এক্সচেঞ্জের টেলি পরিষেবা। ফলে দুর্ভোগে পড়লেন হাজার হাজার বিএসএনএল গ্রাহক। সংশ্লিষ্ট বিভাগীয় বাস্তুকারের সঙ্গে আলোচনার পরে বৃহস্পতিবার দুপুরে কর্মীরা ওই আন্দোলন তুলে নেন।
বিক্ষোভরত কর্মীরা। —নিজস্ব চিত্র
আন্দোলনকারী সিটু অনুমোদিত বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের দাবি, তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির পদে থাকা দফতরের ৩২ জন কর্মীর প্রতি মাসের ৩০ তারিখে বেতন হয়ে যায়। সংগঠনের পক্ষে বিষ্ণুপদ দত্ত, অরূপ কুমার-এর অভিযোগ, “রামপুরহাট বিভাগীয় আধিকারিক গত ৩০ এপ্রিল বেতনের জন্য সিউড়ি অফিসে গেলে অন্য একটি সংগঠনের সদস্যেরা আধিকারিককে ঘেরাও করে দীঘর্ক্ষণ আটক করে রাখেন। এর ফলে নির্ধারিত দিনে আমরা বেতন পাইনি।” দফতরের রামপুরহাট বিভাগীয় বাস্তুকার কৌশিক ভকত বলেন, “গত ৩০ এপ্রিল সিউড়িতে একটি সমস্যায় আটকা পড়েছিলাম। যার জেরে ওই দিন রামপুরহাটে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। নির্ধারিত দিনে দেওয়া সম্ভব হয়নি।”

সিবিআই তদন্ত চেয়ে বিক্ষোভ
সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে বৃহস্পতিবার মিছিল করে জেলাশাসককে স্মারকলিপি দিল জেলা কংগ্রেস। এ দিন জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে কংগ্রেসকর্মীরা ধস্তাধস্তিও হয়। পরে দফতরের পাশেই মঞ্চ করে সভাও করে কংগ্রেস। ওই সভা চলাকালীন দলীয় কর্মী ও তাঁদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের সমর্থকেরা। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “স্মারকলিপি পেয়েছি। দাবিগুলি রাজ্যস্তরের। দাবিগুলি যথাস্থানে জানানো হবে।” অন্য দিকে, এ দিন রামপুরহাট মহকুমাশাসকের কাছে তিনটি লগ্নিকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমানতকারী ও এজেন্টরা। তাঁরা টাকা ফেরত ও নিরাপত্তার দাবিও জানিয়েছেন। মহকুমাশাসক রত্নেশ্বর রায় অবশ্য বলেন, “অভিযোগ হাতে পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

ধর্ষণে সাজা
মহিলাকে ধর্ষণের দায়ে দশ বছর কারাদণ্ড হল এক যুবকের। বৃহস্পতিবার রামপুরহাট আদালতের সহকারী দায়রা বিচারক সৌগত রায়চৌধুরী ওই সাজা শুনিয়েছেন। সরকারি আইনজীবী উৎপল মুখোপাধ্যায় জানান, ২০১০ সালের ৭ নভেম্বর মাসে মুরারই থানা এলাকার ঘটনা। ওই মহিলা সকালে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। তখন পড়শি যুবক তমন রাজবংশী তাঁকে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। বাড়ির লোকজন ঘটনার কথা শুনে প্রথমে তাঁকে মুরারই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখান থেকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে ওই মহিলা মুরারই থানায় পড়শি যুবক তমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আইনজীবী উৎপল মুখোপাধ্যায় বলেন, “এই মামলায় দু’জন সাক্ষী ছিলেন, যাঁরা ধর্ষণ করার পরে তমনকে মাঠ দিয়ে পালাতে দেখেছিলেন। মঙ্গলবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার ১০ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।”

বিভ্রান্তির নালিশ
বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা স্নাতক স্তরের প্রথম বর্ষের (অনার্স ও পাস কোর্স) পরীক্ষাকেন্দ্রের তালিকাটি পড়ুয়াদের মধ্যে ‘বিভ্রান্তি’ তৈরি করছে বলে দাবি করল টিএমসিপি পরিচালিত বোলপুর কলেজের ছাত্রসংসদ। বৃহস্পতিবার বোলপুর কলেজের তৃণমূল ছাত্রপরিষদ পরিচালিত ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক কৃপাময় ঘোষের অভিযোগ, “ওই বিজ্ঞপ্তিতে সমস্যা রয়েছে। যার জেরে পরীক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছেন। নতুন করে জানানোর জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়েছি।” যদিও বিশ্ববিদ্যালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে ভুল নেই বলেই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির আলি বলেন, “চটজলদি দেখতে গিয়ে পরীক্ষাকেন্দ্র নিয়ে একটা অংশের মধ্যে হয়তো বিভ্রান্তি তৈরি হয়েছে। আদতে ওই বিজ্ঞপ্তিতে কোনও সমস্যা নেই। তবুও আমরা এ দিনই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে শুধু মাত্র আমাদের কলেজের পরীক্ষার্থীদের কোথায় সিট পড়েছে, তার একটি তালিকা নতুন করে টাঙিয়ে দিয়েছি।”

নানা দাবিতে রাস্তা অবরোধ
রাস্তা সংস্কার করা-সহ এলাকার একাধিক সমস্যার সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করলেন রাজগ্রামের বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার তাঁরা স্থানীয় রেলগেটের কাছে রেলগেট-হাসপাতাল পাড়া রাস্তাটি অবরোধ করেন। বিডিও-র আশ্বাসে সাত ঘণ্টা পরে অবরোধ ওঠে।আন্দোলনকারীদের বক্তব্য, প্রথমত রাস্তা সংস্কার না করার জন্য ধুলো দূষণ হচ্ছে। দ্বিতীয়ত, তিনদিন আগে এলাকায় পানীয় জল সরবরাহকারী ট্রান্সফর্মারটি খারাপ হয়ে গিয়েছে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি এলাকাবাসী পরিস্রুত পানীয় জলও পাচ্ছেন না। এ ছাড়া এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির জন্য তাঁরা একজন স্থায়ী চিকিৎসকের দাবিও তুলেছেন। মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জেনেছি। বৃহস্পতিবারই নতুন ট্রান্সফর্মার বসানোর ব্যবস্থা হচ্ছে। অন্য সমস্যাগুলি সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” অন্য দিকে, ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রবীর মাড্ডি বলেন, “ওখানে একজনকে স্থায়ী চিকিৎসক হিসেবে নিয়োগ করা হলেও তিনি কাজে যোগ দেননি। মুরারই ব্লক থেকে অস্থায়ী ভাবে একজন চিকিৎসক পাঠানো হচ্ছে।”

বিদ্যুৎ কর্মীদের আটক
পনেরো দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। এই ক্ষোভে ট্রান্সফর্মার বদলকে আসা রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির ঠিকাদার সংস্থার ৬ জন কর্মী, একটি গাড়ি ও চালককে রাতভর আটকে রাখলেন মাড়গ্রাম থানার বামদেবপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার সকালে পরিস্থিতি সামাল দিতে যাওয়া পুলিশকর্মীদেরও প্রায় ৩ ঘণ্টা আটকে রাখেন তাঁরা। পুলিশ পৌঁছনোর পরে অবশ্য বুধবার দুপুর থেকে আটকে থাকা চালক, কর্মীদের ছেড়ে দেন বাসিন্দারা। নতুন ট্রান্সফর্মারও বসানো হয়। বিদ্যুৎ দফতরের রামপুরহাট গ্রাহক পরিষেবাকেন্দ্রের সহকারী বাস্তুকার সূর্যপ্রতাপ সিংহ বলেন, “ট্রান্সফর্মার বদল করতে গিয়ে যান্ত্রিক ত্রুটি হতেই পারে। নতুন ট্রান্সফর্মার দেওয়ার আশ্বাস দিলেও কর্মীদের আটকে রাখা হয়।” কর্মীদের কাছ থেকে ৭০০ টাকা নিয়ে বাসিন্দারা খাবারের ব্যবস্থা করেছিলেন।

দুর্ঘটনায় মৃত্যু
বৃহস্পতিবার রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার ব্রাহ্মণী সেতু সংলগ্ন এলাকায় সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল নলহাটির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুন গোয়ালা (৪১) বড়লা গ্রামের এক বাসিন্দার। তিনি প্রাণিসম্পদ বিকাশ দফতরের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন। পুলিশ চলককে গ্রেফতার করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.