শিশুর হাতে খুন বোন
সংবাদসংস্থা • বার্কেসভিল |
ভাইবোনের খেলার ছলেই ঘটে গেল অঘটন। পাঁচ বছরের ক্রিস্টিয়ানের হাতে মারা গেল তারই ছোট বোন, বছর দু’য়েকের ক্যারোলিন। গত বছর .২২ ক্যালিবার রাইফেল উপহার পেয়েছিল ক্রিস্টিয়ান। তা নিয়েই খেলছিল ভাইবোন। খেলাচ্ছলেই ছিটকে বেরিয়ে এল গুলি। মঙ্গলবার দক্ষিণ কেন্টাকির বার্কেসভিল শহরের ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে গ্যারি হোয়াইট জানায়, কিছু ক্ষণের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ক্রিস্টিয়ান এবং ক্যারোলিনের মা। তখন রাইফেল নিয়ে খেলছিল ভাইবোন। মা জানতেন না, রাইফেলে গুলি ভরা রয়েছে। গ্যারির বক্তব্য “কিছু বিক্ষিপ্ত দুর্ঘটনার মতো এটাও নিছক দুর্ঘটনা।”
|
অনিশ্চিত মার্কিন সফর
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
রাজ্যে মার্কিন বিনিয়োগ বাড়াতে জুলাই মাসেই আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। বস্টন, নিউ ইয়র্ক, শিকাগোর মত শহরগুলি ঘুরে দেখারও পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু দলীয় সূত্রের খবর, দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই মার্কিন সফর হয়তো পিছিয়ে দিতে পারেন অখিলেশ। সম্প্রতি বস্টন বিমানবন্দরে অখিলেশের মন্ত্রিসভার মন্ত্রী আজম খানকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা বাতিলও করেছিলেন অখিলেশ। এই ঘটনার প্রেক্ষিতেই অখিলেশের মার্কিন সফর নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
|
ধৃত আরও তিন
সংবাদসংস্থা • বস্টন |
বস্টন বিস্ফোরণে জড়িত সন্দেহে ১৯ বছরের তিন ছাত্রকে গ্রেফতার করল মার্কিন পুলিশ। বৃহস্পতিবারের ঘটনা। তিন জনই হামলার অন্যতম অভিযুক্ত জোহারের সহপাঠী ছিল। ধৃতদের মধ্যে দু’জন কাজাখাস্তানি বংশোদ্ভূত। তাদের বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য লোপাট ও নষ্ট করে তদন্তে অসহযোগিতা করছে তারা। তৃতীয় অভিযুক্ত ম্যাসাচুসেটসের বাসিন্দা। সে ইচ্ছাকৃত ভাবে মিথ্যা জবানবন্দি দিয়েছে বলে অভিযোগ।
|
খুরশিদ আজ তেহরানে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দু’বছর পর ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠক বসতে চলেছে তেহরানে। কাল তাতে যোগ দিতে যাচ্ছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। এই সফরে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলাপ-আলোচনার পাশাপাশি তেহরানে রফতানি বাড়ানো নিয়ে চুক্তিপত্র স্বাক্ষর করবে নয়াদিল্লি। কথা হবে আফগানিস্তান পরিস্থিতি নিয়েও। আগামী বছর কাবুল থেকে সেনা পুরোপুরি সরিয়ে নিচ্ছে আমেরিকা। সে দেশের উন্নয়নে কী ভাবে যৌথ ভাবে এগোনো যায়, তা নিয়ে আলোচনা হবে। |