টুকরো খবর
খাদে ডাম্পার পড়ে মৃত চালক
১৮০ ফুট গভীর খাদে ডাম্পার পড়ে গিয়ে মৃত্যু হল চালকের। তার জেরে ব্যাপক গোলমাল হল সালানপুর থানার মোহনপুর কোলিয়ারি এলাকায়। মঙ্গলবার রাতের ওই ঘটনায় বুধবার সকালে কাজ বন্ধ রেখে তৃণমূল পরিচালিত ঠিকা শ্রমিক সংগঠনের সম্পাদক পাপ্পু উপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। মৃতের নাম তলবীর সিংহ (২২)। সারা রাত অভিযান চালিয়ে খাদ থেকে দেহটি উদ্ধার করে কোলিয়ারি কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসিএলের মোহনপুর কোলিয়ারিতে বর্তমানে একটি বেসরকারি সংস্থা ঠিকাপ্রথায় কয়লা তোলার কাজ করছে। মঙ্গলবার রাতে ওই খনির কয়লা ডাম্পার বোঝাই করে অন্যত্র নিয়ে যাওয়ার কাজ চলছিল। সেই সময়েই টাল সামলাতে না পেরে ডাম্পারটি প্রায় ১৮০ ফুট গভীর গর্তে পড়ে যায়। ডাম্পারটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়। তলবীর মারা যান। বুধবার সকাল থেকেই মৃতের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধদের তরফে অভিযোগ ওঠে, উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাতেই এই দুর্ঘটনা। প্রায় সাত ঘণ্টা বিক্ষোভ চলার পরে ওই বেসরকারি খনি কর্তৃপক্ষের তরফে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। এরপরেই বিক্ষোভ ওঠে। পঞ্জাবে মৃতের পরিবারের কাছে দেহ পাঠানোর ব্যবস্থা করেছেন কোলিয়ারি কর্তৃপক্ষ।

স্কুলছাত্রীকে কটূক্তি, ধৃত পাঁচ
স্কুলছাত্রীকে কটূক্তির অভিযোগে এলাকাবাসীর হাতে প্রহৃত হল দুই যুবক। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার টেগোর রোড এলাকার ঘটনা। ওই দুই যুবককে জেরা করে আরও তিন জনকে ধরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক বাসিন্দা। তাঁর অভিযোগ, জিটি রোডে ভাঙা পাঁচিলের কাছে জনা পাঁচেক যুবক তাঁর মেয়েকে উদ্দেশ্য করে কটূক্তি করে। শ্লীলতাহানিরও চেষ্টা হয় বলে অভিযোগ। আশপাশের লোকজন ছুটে এসে তখন দু’জনকে ধরে ফেলেন।

জিতল সেল
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেটে বৃহস্পতিবার জয়ী হল সেল আইএসপি। আসানসোল স্টেডিয়ামে তারা অমিত মজুমদার সিএকে ৪৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে আইএসপি ৭ উইকেটে ১৮০ রান করে। পরে অমিত মজুমদার ১৩৫ রানে গুটিয়ে যায়। এই মাঠেই দ্বিতীয় খেলায় রাধানগর এসিকে ৬৬ রানে হারিয়ে জয়ী হল সানডে সিএ, চিত্তরঞ্জন। প্রথমে ব্যাট করে সানডে ১৮৯ রান করে। জবাবে ১২৩ রানের বেশি করতে পারেনি রাধানগর এসি।

জলের খোঁজে খাল কেটে জল
ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়।
ছিল পাইপলাইন। কিন্তু তা থেকে জল পাওয়া যায় না। যথেষ্ট পরিমাণ টিউবওয়েল নেই। এলাকার একটিমাত্র পুকুরও একশো দিনের কাজের প্রকল্পের জন্য বুজিয়ে দেওয়া হয়েছে। অগত্যা জল নেওয়ার জন্য এলাকার বাসিন্দারা খাল কেটে জল তুলে সামাল দিচ্ছেন। এমন অবস্থা কাটোয়া বনদীঘি পাড়ার প্রায় একশো জন বাসিন্দার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.