সর্বজিত্ সিংহের মৃত্যু, বিক্ষোভ দেশ জুড়ে |
গত কাল গভীর রাতে কোমায় আচ্ছন্ন সর্বজিত্ সিংহের মৃত্যু হল পাকিস্তানের জিন্না হাসপাতালে। মৃত্যুর খবর জানানো হয় ভারতীয় হাই কমিশনকে। গত কাল সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মূলত স্নায়ুতন্ত্র পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল। আজ সকাল থেকে সর্বজিতের মৃত্যুর খবর আসতেই গোটা দেশ জুড়ে বিক্ষোভের রেশ দেখা গিয়েছে। গত কাল সর্বজিত্ সিংহের পরিবারের তরফ থেকে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার প্রতি যে প্রশ্ন তোলা হয়েছিল, আজ সাধারণ মানুষ থেকে বিরোধী দল বিজেপি— সবার গলায় একই সুর শোনা গেল। প্রত্যেকেই এই ঘটনার নিন্দা করেছেন। অনেকে এই ঘটনাকে সরাসরি হত্যা বলতেও দ্বিধা করেননি। বিজেপির তরফ থেকে শাহনওয়াজ হুসেন কেন্দ্রকে রীতিমতো তোপ দেগেছেন। তিনি বলেছেন, সরকার এই ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সরকারের কঠোর সমালোচনা করছেন অন্য এক বিজেপি নেতা মোক্তার আবাবস নাকভি।
অন্য দিকে, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে সর্বজিত্ সিংহের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শিন্দে আরও জানিয়েছেন সর্বজিতের দেহ দ্রুত ভারতে আনার ব্যবস্থা করা হবে। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে অন্ত্যষ্টিরও ব্যবস্থা করা হবে। তাঁর পরিবারের তরফ থেকে সর্বজিতকে শহীদ ঘোষণা করার দাবি জানানো হয়েছে। এ দিকে সর্বজিত্ সিংহের দেহের ময়নাতদন্তের জন্য জিন্না হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
|