ব্যাগভর্তি আট লক্ষ টাকা উদ্ধার, ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ব্যাগভর্তি টাকা-সমেত চার বাংলাদেশি এবং এক দালালকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। সোমবার রাতে বসিরহাট থানার ট্যাটরা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছে বৈধ পাসপোর্ট ছিল না। বসিরহাটের আইসি শুভাশিস বণিক জানান, ধৃত দালাল অমৃত সরকার ওরফে পিণ্টুর কাছ থেকে আট লক্ষ ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে। এত টাকা কী ভাবে তাদের কাছে এল বা ওই টাকা তারা কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় খবর পাওয়া যায় চারজন বাংলাদেশিকে নিয়ে পিণ্টু ট্যাটরা বাজারের দিকে যাচ্ছে। তাদের কাছে একটি ব্যাগে বেশ কয়েক লক্ষ টাকা রয়েছে। এরপরেই পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে। উদ্ধার হয় ব্যাগে থাকা পাঁচশো ও হাজার টাকার নোটের প্রচুর বান্ডিল। পুলিশের দাবি, জেরায় পিণ্টু জানিয়েছে,আগে সে বাংলাদেশে থাকত। কিন্তু সম্প্রতি সে পিঁফা এলাকায় থাকতে শুরু করে। তার সঙ্গেই গ্রেফতার হওয়া মিজানুর রহমান, অসীম দত্ত, উত্তম মিত্র ও জাহানারা বিবি বাংলাদেশের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হওয়া টাকার কোনও রসিদ দেখাতে পারেনি পিণ্টু।
|
ডাকাতির আগেই গ্রেফতার পাঁচ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল পাঁচ দুষ্কৃতী। সোমবার রাতে বসিরহাটের শিবহাটি শশ্মানের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। আটক করা হয় দু’টি গাড়িও। পুলিশ জানায়, ধৃতদের নাম বিধান বাউলি, সুখেন্দু সরকার, আমিরুল মিস্ত্রী, ফরিদ হোসেন এবং সঞ্জীব চ্যাটার্জী। এদের বাড়ি বসিরহাটের শাঁকচুড়ো, সুকান্ত পল্লি ও পশ্চিম দন্ডিরহাটে।
|
তিন খুনে যাবজ্জীবন কনস্টেবলের |
বচসার জেরে বিবাহিতা প্রণয়িনী-সহ তিন জনকে নিজের রিভলভার থেকে গুলি করে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা হল পীযূষ ঘোষ নামে এক কনস্টেবলের। মঙ্গলবার ব্যারাকপুর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শান্তনু মিশ্র এই সাজা ঘোষণা করেন। ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর সর্বাণী পাল, তাঁর স্বামী মানবেন্দ্র পাল এবং ননদ রোহিণী রায়কে ব্যারাকপুরে বায়ুসেনার মাঠে গুলি করে খুন করে পীযূষ। সরকারি আইনজীবী সত্যব্রত পাল বলেন, “খুনের পরে সার্ভিস রিভলভার পুকুরে ফেলে জামা বদলে পালালেও ২০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের কাহারপাড়া সীমান্তে পুলিশি জুতোই পীযূষকে ধরিয়ে দেয়। আদালতের রায়ে আমরা খুশি।” পীযূষের পরিবার সূত্রের খবর, তাঁরা এই রাযে়র বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন। |
টিটাগড়ের ব্যারাকপুর পানপাড়া মাঠে মঙ্গলবার রাতে এক যুবক খুন হয়েছেন। পুলিশ জানায়, জয়ন্ত সরকার (২৫) নামে ওই যুবক মাঠে কয়েক জনের সঙ্গে গল্প করছিলেন। জনা তিনেক দুষ্কৃতী এসে তাঁর পেটে গুলি করে। ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয়। পুলিশি সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। |