আজকের শিরোনাম
সর্বজিত্ সিংহের অবস্থার আরও অবনতি, তবে ‘ব্রেন ডেথ’ হয়নি
লাহৌরের জিন্না হাসাপাতালের পক্ষ থেকে আজ সর্বজিত্ সিংহের পরিবারকে জানিয়ে দেওয়া হল, তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে। তবে ‘ব্রেন ডেথ’ হয়নি বলেই জানিয়েছেন চিকিত্সকেরা। অন্য দিকে সংবাদমাধ্যমের খবর, আজই দেশে ফিরতে পারেন সর্বজিতের বোন।
গত শনিবার কোমাচ্ছন্ন সর্বজিৎ সিংহকে রাখা হয়েছিল জিন্না হাসপাতালের ভেন্টিলেশনে। তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। জিন্না হাসপাতালের চিকিৎসকদের দাবি ছিল, মাথায় প্রচণ্ড চোটের ফলে সর্বজিৎ গভীর কোমায় চলে গিয়েছেন। অভ্যন্তরীণ রক্তক্ষরণও থামেনি। তাই অস্ত্রোপচার করা সম্ভব নয়।

খড়্গপুর আইআইটিতে বিক্ষোভ, বন্ধ পরীক্ষা
ফের অচল করে দেওয়া হল শিক্ষা প্রতিষ্ঠান। প্রেসিডেন্সির পর এ বার খড়্গপুর আইআইটি। অভিযোগের তির আবারও শাসকদল তৃণমূলের দিকে। আইএনটিটিইউসি-র এই বিক্ষোভের জেরে আজ এম টেক-এর মৌখিক পরীক্ষা বাতিল করতে হয় কর্তৃপক্ষকে। ঠিকা শিক্ষাকর্মীদের স্থায়ীকরণ ও পারিশ্রমিকের কাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন দাবি নিয়ে আজ সকালে বিক্ষোভে সামিল হয়েছিলেন কর্মীদের একাংশ। অভিযোগ এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন খড়্গপুর পুরসভার তৃণমূলের এক জন কাউন্সিলর। বিভিন্ন দাবি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের চারটি গেটে অবস্থানকারীরা জড়ো হয়েছিলেন। প্রতিষ্ঠান চত্বরে শিক্ষক, শিক্ষাকর্মী বা কোনও ছাত্রছাত্রীকেই ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। যাঁরাই ঢুকতে গিয়েছেন তাঁদের সবাইকে আটকানো হয়েছে গেটের সামনে। আজ এম টেক-এর মৌখিক পরীক্ষা ছিল। পরিস্থিতি বিবেচনা করে সেই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বিক্ষোভ অবস্থান চলাকালীন রাজ্য তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বের কাছে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এই বিক্ষোভ তুলে নেওয়ার জন্য। আইআইটির রেজিস্ট্রার তপনকুমার ঘোষাল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের সঙ্গে কর্তৃপক্ষের কথা হয়েছে। এম টেক-এর ওই মৌখিক পরীক্ষা নেওয়ার কাজ যাতে শুরু করা যায়, সেই বিষয়েও আশ্বাস দিয়েছেন তপনবাবু। দুপুরের দিকে আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা অবস্থান বিক্ষোভ তুলে নেয়।

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি নিয়ে মামলা
ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে আজ হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর বাবা প্রণব গুপ্ত। বিচারক দীপঙ্কর দত্তের এজলাসে আজ তিনি মামলা দায়ের করে ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেন। তিনি জানান, যে হেতু সুদীপ্তের মৃত্যু পুলিশি হেফাজতেই হয়েছে, তাই তার কারণ অনুসন্ধান রাজ্য পুলিশ বা সিআইডিকে দিয়ে করালে সে তদন্ত নিরপেক্ষ হতে পারে না। নিরপেক্ষ তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে যাতে ওই তদন্ত করানো হয় সেই আর্জি জানিয়েছেন প্রণববাবু। গত ২ এপ্রিল আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত। সংগঠনের রাজ্য কমিটির ওই সদস্যকে যখন ওই দিন দুপুরে ধর্মতলা থেকে আরও কয়েকশো সমর্থকের সঙ্গে গ্রেফতার করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়, সেই সময়ে পথেই গুরুতর আহত হন তিনি। দুপুরেই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মারা যান বাইশ বছরের সুদীপ্ত গুপ্ত।

লাতেহারে ফের গুলির লড়াই, মৃত ৭ মাওবাদী
লাতের জঙ্গলে প্রায় ১০০ মাওবাদী জড়ো হয়েছে। গত কাল রাতে নিরাপত্তারক্ষী বাহিনীর কর্তাদের কাছে এই খবরই এসেছিল। সঙ্গে সঙ্গেই কোবরা বাহিনী-সহ সিআরপিএফের জওয়ানরা রওনা দিয়েছিল ঝাড়খণ্ডের লাতেহারের জঙ্গলে। ভোরের দিকে সেখানেই শুরু হয় গুলির লড়াই। লড়াই শেষে নিরাপত্তারক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে মৃতদেহ উদ্ধার হয়েছে ৩টি। মৃত মাওবাদীদের বাকি দেহ? নিরাপত্তারক্ষীদের দাবি, সশস্ত্র ওই মাওবাদীদের দলটি পালানোর সময় বাকি ৪টি দেহ সঙ্গে করে নিয়ে গিয়েছে। জঙ্গলে এখনও পলাতক মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে ২টি রাইফেল, ২টি ইনসাস ও বেশ কয়েকটি ওয়াকিটকি।

মেজিয়ায় তাপবিদ্যুত্ কেন্দ্রে আগুন
আজ সকালে বাঁকুড়ার ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের (এমটিপিএস) ৮ নম্বর ইউনিটে আগুন লাগে। খবর যায় দমকলে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুতের উত্পাদন ব্যহত হয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ৮ নম্বর ইউনিটে উত্পাদন ফের কবে শুরু হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.