দু’দলের বচসা, জখম পাঁচ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
আটক অভিযুক্তকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হল জলঙ্গি থানা চত্ত্বর। রবিবার দুপুরে ওই ঘটনায় বচসা থেকে হাতাহাতি শুরু হলে জখম হন ৫ জন। এদের মধ্যে অনিরুদ্ধ ইসলাম নামে এক কংগ্রেস কর্মীকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জলঙ্গির ভাদুরিয়াপাড়া বাজারে রাজ্য সড়ক অবরোধ করে কংগ্রেস। পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার খয়রামারী এলাকার কংগ্রেস কর্মী আনারুল ইসলামকে আটক করে পুলিশ। তদন্তের পর থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হলেও ওই ঘটনা নিয়ে থানার সামনেই বচসা বাধে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে। জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি ইকবাল আহম্মেদের অভিযোগ, আনারুলকে পুলিশ ছেড়ে দেওয়ার পর আমাদের কর্মীদের মারধর করা হয়। আমাদের ব্লক অফিসও ভাঙচুর হয়।” অন্য দিকে ডোমকল মহকুমা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহিত দেবনাথ বলেন, “আমাদের কর্মীদের উপর কংগ্রেসের গুণ্ডারা চড়াও হয়েছে। কিন্তু পুলিশ তৃণমূলের ১৯ জনকে আটক করেছে।” মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “দু’পক্ষের মধ্য গণ্ডগোলে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।”
|
আত্মঘাতী চাষি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ফুল চাষি। নাম ভজন বিশ্বাস (৩৭)। রবিবার সকালে শান্তিপুরের রঘুনাথপুরে ফুলখেতের পাশে একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মৃতের ভাই সাধন বিশ্বাস বলেন, “ফুলের চাষ করেছিল ভাই। কিন্তু ফুলে পোকা লেগে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।” দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
|
দেওয়াল লিখন শুরু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট কবে বাজবে তার ঠিক নেই। কিন্তু এরই মধ্যে দলগুলি শুরু করেছে প্রচার। সমশেরগঞ্জের অনেক জায়গায় কংগ্রেস প্রার্থীর নাম দিয়ে শুরু হয়েছে দেওয়াল লিখন। ব্লক সভাপতি আমিরুল ইসলাম বলেন, “অনেক জায়গাতেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রচারও করেছেন প্রার্থীরা। ভোটের আগে অন্তত প্রচারের নিরিখে এগিয়ে থাকব।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল সেলিনা বিবি (২৭) নামে এক মহিলার। রবিবার দুপুরে বড়ঞার ভবানীনগরে গ্রামের এক পুকুর থেকে স্নান করে ফেরার সময় হঠাৎ রাস্তার বিদ্যুতের খুঁটি থেকে তার কেটে পড়ে জড়িয়ে যান তিনি। বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মিনতি দাস (৪৮) নামে এক মহিলা। রবিবারে ধুবুলিয়ার সাধনপাড়া গ্রামের দাসপাড়ায় ঘরের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।
|
কান্দিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
সারদা কাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে রবিবার সালার ব্লক কংগ্রেস মিছিল করে। কান্দি মহকুমা কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, “আগামী মাসে জেলার প্রতি ব্লকে কংগ্রেস কর্মীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাবে। বিডিও-র কাছে ডেপুটেশনও দেবে।” |