টুকরো খবর |
সংখ্যালঘু সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূলের সংখ্যালঘু সেলের এক সম্মেলন হল ডেবরায়। গোলগ্রামে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা, বিধায়ক নুরুজ্জামান, রাধাকান্ত মাইতি প্রমুখ। ডেবরা ব্লকের অন্তর্গত প্রতিটি অঞ্চলের সংখ্যালঘু সেলের নেতা-কর্মীরা এতে যোগ দেন। এই সম্মেলনেও দলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া পড়ে। শেখ রাজেশ আলি নামে এক সংখ্যালঘু নেতা ডেবরার বিধায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে সোচ্চার হন। তাঁর অভিযোগ, সংখ্যালঘু উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ডেবরায় সেই প্রতিশ্রুতি মতো কাজ হয়নি। এমন পরিস্থিতির জেরে উপস্থিত মন্ত্রী-বিধায়ক বিড়ম্বনায় পড়েন। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, এটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারই নয়। সুষ্ঠু ভাবে সম্মেলন হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা নেতা বিবেক মুখোপাধ্যায়। তাঁর কথায়, “এক কর্মী নিজের বক্তব্য জানিয়েছেন। গোষ্ঠীদ্বন্দ্বের কোনও ঘটনা ঘটেনি। ওই কর্মী কিছু অভিযোগ করেছেন। তবে সেই অভিযোগ ঠিক নয়। সম্মেলন সুষ্ঠু ভাবেই হয়েছে।”
|
সমিতিতে যোগ
নিজস্ব সংবাদদাতা• মেদিনীপুর |
তৃণমূলের শিক্ষক সমিতিতে যোগ দিলেন মধুসূদন গাঁতাইত। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালক) শিক্ষক তথা স্যাগেশাস টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক ছিলেন। রবিবার মেদিনীপুরে অনুষ্ঠিত স্যাগেশাসের জেলা কার্যকরী কমিটির সভায় ওই পদে ইস্তফা দেন তিনি। তাঁর কথায়, “বামবিরোধী শিক্ষক সংগঠনই করতাম। সম্প্রতি, তৃণমূলেরই এক শিক্ষক সংগঠন তৈরি হয়েছে। আমি তৃণমূলের সদস্য। তাই পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি নামে ওই সংগঠনে যোগ দিলাম।” স্যাগেশাস ছেড়ে আরও কয়েকজন শিক্ষক তৃণমূলের শিক্ষক সমিতিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।
|
সোমবার |
নৃত্যানুষ্ঠান। মেদিনীপুর ড্যান্সার্স ফোরামের পক্ষে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে অনুষ্ঠান। মেদিনীপুর জেলা পরিষদের লাউঞ্জে সন্ধ্যা সাড়ে ছ’টায়। |
|