আর্থিক গরমিল, পঞ্চায়েতে ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
আর্থিক গরমিলের অভিযোগ তুলে শুক্রবার বিকেল থেকে প্রায় ছ’ঘণ্টা পাণ্ডুয়ার বেলুন-ধামাসিন পঞ্চায়েত ঘেরাও করল তৃণমূল। বিডিও ঘটনাস্থলে পৌঁছে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
তৃণমূলের অভিযোগ, এলাকার একটি স্কুলের জমি থেকে প্রাপ্ত টাকা ১৯৭৮ সাল থেকে নিয়ে আসছে সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েত। এই ভাবে কয়েক লক্ষ টাকা পঞ্চায়েতের আয় হওয়ার কথা। কিন্তু সেই হিসেব পাওয়া যাচ্ছে না। তা ছাড়া, পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তার বেশ কিছু গাছ কাটা হলেও তা বিক্রির হিসেব নেই। এ নিয়ে পাঁচ দফা দাবি তুলে পঞ্চায়েতে স্মারকলিপিও দেওয়া হয়। ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম বলেন, “ওই পঞ্চায়েতে অনেক কারচুপি হয়েছে। প্রশাসনিক তদন্তেই তা পরিষ্কার হয়ে যাবে।” তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান মমতাজ বেগম। তিনি বলেন, “কোনও অনিয়ম হয়নি। প্রশাসন তো তদন্ত করবে। তা হলেই ঠিক-ভুল পরিষ্কার হয়ে যাবে।” বিডিও নবনীপা সেনগুপ্ত জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক তদন্ত হবে।
|
পুরস্কৃত হাওড়া জেলা পরিষদ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের ‘পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার’ পেল হাওড়া জেলা পরিষদ। এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১১-১২ সালে রাজ্যের মধ্যে এই পুরস্কার পায় এই জেলা পরিষদ। ২০১২-১৩ সালে রাজ্যের মধ্যে ফের এই পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে। গত ২৪ এপ্রিল ‘পঞ্চায়েতিরাজ’ দিবসে দিল্লির বিজ্ঞান ভবনে হাওড়া জেলা পরিষদের প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী কিশোরচন্দ্র দেও। জেলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাধিপতি মীনা ঘোষমুখোপাধ্যায়, সভাধিপতি (পঞ্চায়েত) চৈতালি চক্রবর্তী এবং পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায়।
জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘পঞ্চায়েত এমপাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি ইনসেন্টটিভ স্কিম’ প্রকল্পের আওতায় এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে মূলত লক্ষ করা হয়, জেলা পরিষদ পরিচালন-সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন উন্নয়নমূলক কাজে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কিনা। তা ছাড়া, সঠিক সময়ে জেলা পরিষদের সভা এবং বাজেট অধিবেশন হয়েছে কিনা। জেলা কাউন্সিলের বৈঠককে গুরুত্ব দেওয়া হয় কিনা ইত্যাদি বিষয়। ওই একই অনুষ্ঠানে আমতা-২ ব্লকের পঞ্চায়েত সমিতির অন্তর্গত ঝামটিয়া পঞ্চায়েতের হাতে হাওড়া জেলার মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েতের পুরস্কার তুলে দেওয়া হয়। |
বর্ষবরণের নানা অনুষ্ঠান হাওড়ায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সম্প্রতি নববর্ষের আড্ডা-সহ নানা অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার বিভিন্ন প্রান্তে। আন্দুল উৎসব অনুষ্ঠিত হয় আন্দুল রাজমাঠে। উদ্যোক্তা ছিল আন্দুল সমন্বয় নামে একটি সংস্থা। অনুষ্ঠানে ছিল বাউল, ছৌ, ভাটিয়ালি। উদয়নারায়ণপুরের ভবানীপুরে ‘অভিযান’ পত্রিকার উদ্যোগে হয় নববর্ষের অনুষ্ঠান। উলুবেড়িয়ায় বীরশিবপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সঙ্ঘের হাওড়া জেলা শাখার উদ্যোগে পালন করা হয় নববর্ষ। ডোমজুড়ে নববর্ষের অনুষ্ঠান হয় চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে বর্ষবরণের অনুষ্ঠান হয়। |
নববর্ষের অনুষ্ঠান শ্রীরামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শ্রীরামপুরের সুরাঙ্গন অভিজ্ঞানের উদ্যোগে হয়ে গেল নববর্ষের আড্ডা। ছিল আলোচনাসভা গল্পপাঠ, সঙ্গীত, কবিতা পাঠ। এ বছর এই সংগঠনের ৪১ তম বার্ষিক সমাবর্তন উৎসব হয় শ্রীরামপুর টাউন হলে। সেখানে ছিল গান, অভিনয়, মূকাভিনয় প্রভৃতি। |