|
|
|
|
|
বারো বছর ছবি বানাচ্ছি,
ভবিষ্যতেও বানাব
নানা অভিযোগের জবাবে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু |
|
গৌতমবাবু, টালিগঞ্জে চিটফান্ড কোম্পানির স্টোরি করতে গেলে যে নামটা বারবার সামনে আসে সেটা রোজ ভ্যালি।
সেটাই কি স্বাভাবিক নয়। আমরা তো বহু দিন ধরেই টলিউডে ইনভেস্ট করছি।
এখন তো টলিউডের অনেকে ভয়ও পেয়ে গিয়েছে?
আমি তাঁদের বলতে চাই, আপনাদের ভয়ের কোনও কারণ নেই। রোজ ভ্যালি আগেও ছিল। রোজ ভ্যালি ভবিষ্যতেও থাকবে। আর টলিউডের কলাকুশলীদের মনে করিয়ে দিতে চাই, যাঁরা আমাদের সঙ্গে কাজ করেছেন, তাঁরা পেমেন্ট কীসে পেতেন? ক্যাশ না চেকে? মার্কেটে খবর নিলে জানতে পারবেন সব পেমেন্ট আমরা চেকে দিয়ে দিই। আমরা ব্ল্যাক মানিতে ছবি করি না, সব হোয়াইট মানি।
স্টুডিও পাড়ায় আপনাদের বিরুদ্ধে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে।
কারা বলছে?
নাম নেওয়া আমার পক্ষে ডিফিকাল্ট, কিন্তু বলছে তো বটেই।
দেখুন আমি সবাইকে বলতে চাই, আমাদের কোনও প্রবলেম নেই। আমরা বছরে ১২টা ছবি করি। বাজেট ১২ কোটি। ভবিষ্যতেও তাই করব।
চিটফান্ড সংস্থার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, আপনারা ছবি হিট না ফ্লপ হল তা নিয়ে মাথা ঘামান না। আপনারা নাকি ফিল্ম ব্যবসাতে রয়েছেন যাতে ফান্ড তোলা যায়?
একেবারেই ফালতু কথা এ সব। ১২ কোটি টাকা আমরা বছরে ফিল্মে লগ্নি করি, সেই টাকা ফেরত না আসলে আমরা ইনভেস্ট করবই বা কেন? আমি জানি এ সব কথা কারা বলে। তাদের জানিয়ে দেবেন আমি সাউথের রিমেক বানাই না, আমি কোয়ালিটি ছবি করি। তাতে দু’পয়সা কম এলেও আখেরে বাংলা ইন্ডাস্ট্রির ভালই হচ্ছে। অন্ধের মতো রিমেক ছবি বানিয়ে শুধু নিজের ঘরে কত টাকা এল সেটা নিয়ে সব সময় ভাবি না।
যদি আপনি ভেঙ্কটেশ-এর দিকে ইঙ্গিত করেন তা হলে ওদের লজিক হতে পারে, তারা পাবলিকের টাকায় ছবি করছে না, রিটার্ন নিয়ে তো তাদের ভাবতেই হবে।
আরে রিটার্ন নিয়ে কি শুধু ওরাই ভাবে নাকি? আমরাও ভাবি। আমার যে ছবি ১ কোটি টাকায় বানানো সেগুলো দেড় কোটি টাকায় কিনে নেয় রূপসী বাংলা। আমার লস হবে কোথা থেকে। এর পর তো মিউজিক রাইটস আছে, হোম ভিডিও আছে। পুরোটাই আমার প্রফিট।
আপনি তো সেই ২০০১-এ সুরিন্দর ফিল্মসের সঙ্গে ‘দেবা’ করেছিলেন প্রসেনজিৎ-অর্পিতাকে নিয়ে?
এটা জানলেন কী করে?
সেটা না হয় না-ই বললাম। কিন্তু আমার প্রশ্ন, তখন কোম্পানির নাম সিলভার ভ্যালি কমিউনিকেশন ছিল কেন?
রোজ ভ্যালি তখনও ছিল। কিন্তু ফিল্ম ডিভিশনটার নাম ছিল সিলভার ভ্যালি কমিউনিকেশন। আবারও বলছি, বারো বছর ধরে ছবি করছি, ভবিষ্যতেও করব। |
|
|
|
|
|