তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দু’জন জখম হলেন। শনিবার সকালে মাথাভাঙা চৌপথি লাগোয়া এলাকার ঘটনা। পুলিশ জানায়, মুরাদ আলম নামে এক তৃণমূল সমর্থককে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য জনকে প্রথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, মে দিবস উপলক্ষে লাগানো ব্যানার ছেঁড়ার অভিযোগ নিয়ে তৃণমূল শ্রমিক কংগ্রেস নেতা আলিজার রহমান ও দলের জেলা সম্পাদক নজরুল হকের অনুগামীদের মধ্যে এ দিন গোলমাল হয়। মহকুমা তৃণমূল শ্রমিক কংগ্রেস সভাপতি আলিজার রহমান-এর অভিযোগ, “শুক্রবার নজরুল হকের লোকজন আমার উপরে হামলার চেষ্টা করে। শনিবার সংগঠনের অফিস খোলার সময় উজির হোসেন নামে এক কর্মীকে মারধরও করে। ভাঙচুর চালানো হয়।” তৃণমূল জেলা সম্পাদক নজরুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত যুব তৃণমূল নেতা হাসান আলি-র পাল্টা দাবি, “আমাদের লাগানো মে দিবসের ব্যানার আলিজার ও তাঁর লোকজন ছিঁড়ে দিয়েছে।”
|
আত্মঘাতী কিশোরী
নিজস্ব সংবাদদাতা • কালিম্পং |
কালিম্পঙের মর্গান হাউসের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতী হয়েছে এক কিশোরী। নাম রক্ষা ছেত্রী। শনিবার বিকেলে মর্গান হাউসের সামনে এক দল গ্রামবাসী ঘাস কাটছিলেন। তাঁদের জবানবন্দি অনুযায়ী, মেয়েটি হঠাৎই গায়ে তেল ঢেকে আগুন ধরিয়ে দেয়। ওই গ্রামবাসীরাই তার আগুন নেবানোর চে,্টা করেন। তারপর তাকে নিয়ে ছোটেন হাসপাতালে। সে স্থানীয় একটি প্রতিষ্ঠানে কম্পিউটার শিখত বলে জানা গিয়েছে। বাড়ি তার রম্ভি এলাকায়। সে কালিম্পঙের ভালুখোপ এলাকায় পরিচিত এক জনের বাড়িতে থাকত। প্রাথমিক তদন্তে পুলিশও মেনে নিয়েছে এটি আহত্যার ঘটনা বলে। তবে কারণ স্পষ্ট নয়। কয়েক দিন আগে ওই কিশোরীতার পেসবুকের পাতাতেও মানসিক অবসাদের কথা লিখোছেলি বলে পুলিশ জানতে পেরেছে।
|
রেলগেট চত্বরে আগুন, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
হাজির দমকল। —নিজস্ব চিত্র |
শর্ট সার্কিট থেকে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ালো কোচবিহার স্টেশন লাগোয়া রেলগেট অফিস চত্বরে। শনিবার সকালে পান্থশালা রোড লাগোয়া ওই রেলগেট অফিসে ধোঁয়া দেখে রেল কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। পরে রেল সূত্রে জানা গিয়েছে, শর্টসার্কিট থেকে অফিসের বৈদ্যুতিক তার পুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়।
|
সদ্যোজাতের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পুকুরের জলে সদ্যোজাতের দেহ ভাসতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হল উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হাসপাতাল সংলগ্ন পুকুরের জলে ওই সদ্যোজাতের দেহ ভেসে উঠতে দেখেন বাসিন্দারা। পরে পুলিশকে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বিএসএফের গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক সন্দেহভাজন পাচারকারী। অভিযোগ, দু’ মাস চিকিৎসাধীন থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের কাছে তা নিয়ে কোনও তথ্য পাঠাননি। ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা জজ মণীশঙ্কর দ্বিবেদী। শুক্রবার বালুরঘাটে সংশ্লিষ্ট একটি মামলার রায়ে সন্দেহভাজন ব্যক্তিকে তিন মাস কারাদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। একই রায়ে জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ওই বিষয়ে তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা জজ। ২০১০ সালের ১৫ ডিসেম্বর গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ভীমপুর সীমান্ত এলাকায় একদল গরু পাচারকারী বিএসএফ জওয়ানদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। সে সময় জওয়ানরা পাল্টা গুলি চালালে পানাউল মণ্ডল নামে এক ব্যক্তি জখম হন। তিনি নিজেই বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গিয়েছে।
|
নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল দুই স্কুল ছাত্রীর। শুক্রবার বিকেলে জয়গাঁ থানার বড় মেচিয়া বস্তির কাছে তোর্সা নদীর ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত দুই ছাত্রীর নাম ঝুনু লামা (১৪) এবং কমলা রাই (১৫)। সপ্তম শ্রেণির ওই দুই ছাত্রী স্নান করতে নেমে ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটলেও পুলিশকে কিছু জানানো হয়নি। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ গ্রামে গিয়ে দেহগুলি ময়না-তদন্তের জন্য পাঠায়।
|
পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে এক রিকশাভ্যান চালকের। শনিবার দুপুরে হিলি থানার ডাবরা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিল ওঁরাও(৪২)। পিকআপ ভ্যানের খোঁজ চলছে। |