এক সার্জেন্ট ও হোম গার্ডকে মারধরের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করল বেহালা থানার পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। পুলিশ সূত্রের খবর, এ দিন জেমস লং সরণি ও রায় বাহাদুর রোডের সংযোগস্থলে ‘নো এন্ট্রি’ এলাকায় বাইক নিয়ে ঢুকে পড়ে ওই দু’জন। বাধা দেওয়ায় প্রথমে এক হোম গার্ডের উপরে তারা চড়াও হয় বলে অভিযোগ। এর পরে এক সার্জেন্ট সেখানে এলে তাঁকেও ওই দু’জন মারধর করে বলে পুলিশ জানিয়েছে। পরে বেহালা থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা বেহালা এলাকারই বাসিন্দা এবং একটি কলেজের পড়ুয়া।
|
পরীক্ষার্থীদের উত্তর লেখার কথা ছিল ওএমআর শিটে। কিন্তু পরীক্ষার ভারপ্রাপ্ত শিক্ষক তা জানতেন না। তাই প্রশ্নপত্রেই উত্তর লিখে জমা দিতে হল পরীক্ষার্থীদের। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট-থ্রি পরিবেশবিদ্যার পরীক্ষায় এই ঘটনা ঘটেছে বিবেকানন্দ কলেজে। কলেজের কাছে রিপোর্ট চেয়েছে বিশ্ববিদ্যালয়। গত বছর থেকে ওএমআর শিটে পরিবেশবিদ্যার উত্তর দেওয়ার নিয়ম চালু করেছে বিশ্ববিদ্যালয়। বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ তপনকুমার পোদ্দার জানান, শুক্রবার তিনি কলেজে ছিলেন না। ওই দিন পরীক্ষার ভারপ্রাপ্ত শিক্ষক ওএমআরে উত্তর দেওয়ার বিষয়টি জানতেন না। এর জেরেই গোলমাল।
|
একটি ট্রেলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যবসায়ীর। শনিবার ভোরে, মুকুন্দপুরের কাছে ইএম বাইপাসে। পুলিশ জানায়, মৃত অরিজিত্ ভট্টাচার্যের (৪০) বাড়ি একডালিয়ায়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অরিজিত্বাবুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গ্রেফতার হয়েছে ট্রেলারের চালক জিতেন্দ্র প্রসাদ।
|
মাঠপুকুর এলাকায় বহুতল নির্মাণকারী এক সংস্থার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার। ধৃতেরা হল রাজু বারুই, তপন মণ্ডল ও অমিত সাহা। আগেও ওই এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।
|
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার এক কারখানার কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আমহার্স্ট স্ট্রিটের বলাই সিংঘি লেনে। পুলিশ জানিয়েছে, ওই কর্মী স্থানীয় এক মুচির নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক। তদন্তের স্বার্থে তার নাম জানাতে চায়নি পুলিশ।
|