মোবাইল ফোনের নিত্য বদলে যাওয়া দুনিয়ায় পুরনো হাতিয়ারকেই নতুন করে শাণিয়ে নিচ্ছে হ্যান্ডসেট নির্মাতারা।
মোবাইল পরিষেবা সংস্থাগুলির সঙ্গে জোট বেঁধে ক্রেতার সংখ্যা বাড়াতে মাঠে নামছে ছোট বড় ফোন প্রস্তুতকারক। মাইক্রোম্যাক্স, কার্বন থেকে শুরু করে নোকিয়া। ক্রেতাকে বাড়তি সুবিধা দিতে কার্পণ্য করেনি কেউ। কারণ আমজনতার বাজার ধরতে এখন শুধুই ফোন কল বা এসএমএস নয়। চাই ইন্টারনেটের সুবিধাও।
তবে এত দিন এই গাঁটছড়া সাধারণত কম ও মাঝারি দামের ফোনের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। ব্ল্যাকবেরি ও আই ফোন-এর বিষয়টি অন্য রকম। এ দু’টির প্রযুক্তির খুঁটিনাটি এখনও ধরাছোঁয়ার বাইরে। |
দিল্লিতে নয়া গ্যালাক্সি এস ফোরের উদ্বোধনে মহেশ ভূপতি ও তাঁর স্ত্রী লারা দত্ত। ছবি: পিটিআই |
প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকতে এ বার মোবাইল পরিষেবায় বিশেষ ‘ডেটা প্ল্যান’-এর সুযোগ দিচ্ছে স্যামসাং। যে-ব্র্যান্ডকে ঘিরে স্যামসাং ব্যবসা বাড়াতে চায়, সেই গ্যালাক্সি এস ফোর-এর সঙ্গে থাকছে ডেটা প্ল্যান। নয়াদিল্লিতে সংস্থার প্রধান বিনীত তানেজার দাবি, এই ডেটা প্ল্যানের মাধ্যমে বার্ষিক ১২ হাজার টাকা খরচ বাঁচাবেন ক্রেতা। সংশ্লিষ্ট মহলের মতে, সরাসরি দাম কমানোর যুদ্ধে না-গিয়ে এ ভাবেই ছাড়ের সুযোগ দিচ্ছে কোরীয় সংস্থাটি। প্রসঙ্গত পুরনো আই ফোনের বদলে নতুন আই ফোন কিনলে প্রায় হাজার দশেক টাকা ছাড় দিচ্ছে অ্যাপল।
স্যামসাঙের দাবি, ৪০ হাজার টাকার কাছাকাছি দামের ফোনের বাজারে ব্ল্যাকবেরি জেড টেন, আই ফোন ফাইভ ও নোকিয়া লুমিয়ার সঙ্গে এ বার পাল্লা দেবে গ্যালাক্সি এস ফোর। বাজার ধরে রাখতে স্যামসাং-এর এই নয়া ফোনে এ বার যুক্ত হয়েছে ‘এয়ার জেসচার’, ছবির সঙ্গে শব্দ এবং ১৩ মেগা-পিক্সেল ক্যামেরা। ফোনে আঙুল না-ছুঁইয়েও শুধু মাত্র হাত নাড়িয়েই ছবি বা গান বদলে দেওয়া যায়। তবে শুধুই প্রযুক্তি নয়। পাশাপাশি ফোনের চড়া দামের কথা মাথায় রেখে মাসিক কিস্তি বা ই এম আই-এর মাধ্যমে কেনার সুবিধাও দিচ্ছে সংস্থা।
|
এ সি মিশ্র ইন্ডিয়ান অয়েলের হলদিয়া শোধনাগারের এগজিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন। তিনি ৩২ বছর ইন্ডিয়ান অয়েলের সঙ্গে যুক্ত। |