“ও তোর আঁখিতে কী ভাব জানে
ও তোর বাঁশিতে কী সুর জানে
পলকেতে চুরি করে পরাণ।”
ক’মাস পরে হয়তো এই ঝুমুর গান ‘শেয়ার’ করা হবে ‘ফেসবুক’ বা ‘ইউটিউব’-এ।
ঝুমুর গানকে বৃত্ত করে ছবি করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন তাঁর দিদিমা সাবিত্রী চট্টোপাধ্যায়। চলছে ‘প্রি-প্রোডাকশন’-এর কাজ।
ঝুমুর গানের শিকড় লালমাটিতে। এই ছবির শু্যটিংও হবে পুরুলিয়ায়। জুন মাসে শুরু হবে কাজ। ছবিতে ঝুমুর গায়কের চরিত্রে অভিনয় করছেন ঝুমুরশিল্পী কুচিল চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গিনীর ভূমিকাতে দেখা যাবে সাবিত্রীদেবীকে। ছোটপর্দায় দাপিয়ে অভিনয় করলেও বেশ কিছু দিন পরে বড়পর্দায় প্রধান চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়। ছবি নিয়ে উত্তেজিত তিনিও। বললেন, “কাজের চাপ বেশি। তার ভিতরেও রাজি হয়েছি। কারণ, গল্পটা খুব ভাল। এটা নাতির ছবি ঠিকই। তবে ও তো আগেও পরিচালনার কাজ করেছে।” |
পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সাবিত্রীদেবী। ছবি: পার্থসারথি নন্দী। |
অনিন্দ্য বললেন, “দিদার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করব ভাবতেই উত্তেজিত হচ্ছি। ঝুমুর গান বাংলার অন্যতম লোকশিল্প। যেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই যন্ত্রণাই ফুটে উঠেছে আমার চিত্রনাট্যে।” তাঁর সংযোজন, “এই ধরনের ছবি প্রযোজনার সাহস দেখিয়েছেন মনোজ রুঙ্গটা। তাঁর সাহসের মর্যাদা রাখার চেষ্টা করব।” পরিচালক জানালেন, ছবিটিতে সঙ্গীত পরিচালনার কাজ করছেন বাংলা ব্যান্ড ক্যাকটাসের প্রাক্তন সদস্য সঞ্জয়। গান গাইবেন রূপম ইসলাম। অভিনয় করার কথা সমদর্শী দত্ত, সোহিনী সরকার-সহ অনেকে।
সাবিত্রীদেবী বলেন“ইদানীং এ ধরনের কাজ দেখিনি। আমাদের এই কাজে যদি ঝুমুর গায়ক-গায়িকাদের কোনও সুবিধা হয়, তাহলে ভাল লাগবে।” ঝুমুর গান নিয়ে ছবির জেরে ‘স্পটলাইট’ যদি ঝুমুর গান বা শিল্পীদের উপরে পড়ে, তা হলে নিখাদ খুশি হবেন বলে জানালেন পুরুলিয়ার পাড়া ব্লকের রামকৃষ্ণপুরের ঝুমুরশিল্পী তথা গীতিকার কিরীটী মাহাতো। বললেন, “ঝুমুর জিনিসটা যে কী, সেটা ক’জন জানেন? এ ধরনের সিনেমার দৌলতে যদি সে দিকে কারও নজর ঘোরে, সেটাই অনেক পাওয়া। আমাদের তো মনে হয়, বিশ্ববিদ্যালয় বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ঝুমুর গান নিয়ে পাঠ্যক্রম চালু করা দরকার। সিনেমাটা হবে শুনে মনে হচ্ছে, স্বীকৃতি কিছুটা হলেও তো মিলবে।” |