টুকরো খবর
শেষ চারে সিন্ধু
ইন্ডিয়া ওপেনে চমক দিয়ে চলেছেন হায়দরাবাদের পি ভি সিন্ধু। গতকাল সাইনা নেহওয়াল যাঁর কাছে হেরেছিলেন সেই জাপানের উই হাসিমোতোকে স্ট্রেট গেমে ২১-১৬, ২১-১৬ উড়িয়ে সিন্ধু এ দিন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন। জিতে সিন্ধু বললেন, “বিপক্ষর বেশ কয়েকটা ভুলের ফয়দা তুলে জিতলাম। সেমিফাইনালে প্রতিপক্ষ বিশ্বের ছ’নম্বর রতচানক। ও অল-ইংল্যান্ডে সাইনাকে হারিয়েছিল। কিন্তু তা নিয়ে ভাবছি না।” সতেরো বছরের হায়দরাবাদি মেয়েকে নিয়ে দারুণ আশাবাদী সাত বারের জাতীয় চ্যাম্পিয়ন মধুমিতা সিংহ বিস্ত। জাতীয় কোচ মধুমিতা বললেন “মেয়েটা খুবই প্রতিভাবান। ওর মধ্যে একটা আগুন লক্ষ্য করেছি। কোর্টে ওর মুভমেন্ট, জোরাল স্ম্যাশ, নেট প্লে আর ড্রপ শটগুলোই ওকে আরও এগিয়ে নিয়ে যাবে।” মধুমিতার মতে, এত কম বয়সে আর কোনও ভারতীয়কে তিনি আন্তর্জাতিক মঞ্চে এত ভাল খেলতে দেখেননি। বলছিলেন, “গত সেপ্টেম্বরে সিন্ধু অলিম্পিক চ্যাম্পিয়ন চিনের লি জুয়েরুইকে চায়না সুপার সিরিজে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এত ছোট বয়েসে কোনও ভারতীয়কে এত ভাল খেলতে দেখিনি।”

গণ্ডগোলের দায়ে শো-কজ বাগানে
নজিরবিহীন ঘটনা ঘটল মোহনবাগানে। কল্যাণীতে পুণে এফ সি ম্যাচে হারের পর ঝামেলা পাকানোর দায়ে শো-কজ করা হল দলের এক ফুটবলার নিরাপদ মণ্ডলকে। কর্তাদের দাবি, নিরাপদ টিকিট দিয়ে যাঁদের মাঠে খেলা দেখতে এনেছিলেন তাঁরাই করিম-ওডাফা-টোলগেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। গালাগালি করেছেন। মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্ত বললেন, “আমাদের কাছে প্রমাণ আছে। ফুটবলারদের সঙ্গেও আমি কথা বলেছি। নিরাপদকে দশ দিনের মধ্যে শো-কজের জবাব দিতে বলা হয়েছে। উত্তর সন্তোষজনক হলে অনুশীলনে নামবে।” নিরাপদ টিমে রহিম নবির অত্যন্ত ঘনিষ্ঠ বলে ক্লাবে পরিচিত।

মিলখার সঙ্গে সম্মান সৌরভ-ভাইচুংকেও
একই মঞ্চে ‘উড়ন্ত শিখ’ মিলখা সিংহ, বাংলার খেলাধুলার সর্বকালের সেরা আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ফুটবল আইকন ভাইচুং ভুটিয়া। উপস্থিত হচ্ছেন আজ শনিবার বিকেলে ঐতিহাসিক টাউন হলে। তিন জনই সংবর্ধিত হবেন ব্লু চিপ সিএসজেসি বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে। কলকাতা ক্রীড়া সাংবাদিকদের বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদদেরও জানানো হবে সম্মান। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন প্রয়াগ ইউনাইটেডের র্যান্টি মার্টিন্স। বর্ষসেরা ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন ফুটবলার রহিম নবি, শু্যটার মাম্পি দাস, ফুটবলার লালরিন্দিকা, তুলি গুণ, হকির গুরু প্রতাপ সিংহ, টেবল টেনিসের কীর্তিকা সিংহ রায়, দাবার মেরি অ্যান গোমসের মতো ক্রীড়াবিদ। তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন খেলার দুনিয়ার বিভিন্ন তারকারা। থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পঞ্জাব থেকে মিলখা আসছেন লাইফটাইম অ্যাওয়ার্ড নিতে। সৌরভ-ভাইচুংকে দেওয়া হবে বিশেষ পুরস্কার।

ফাইনালের পথে চেলসি
গোল করে মোজেসের সামারসল্ট। ছবি: এপি
ডেভিড লুইজের ফ্রি কিক থেকে করা গোলে ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম পর্বে বাসেলকে তাদের মাঠে ২-১ হারাল চেলসি। ম্যাচের শুরুতেই ল্যাম্পার্ডের কর্নার থেকে মোজেস গোল করে ১-০ এগিয়ে দেন রাফা বেনিতেজের দলকে। দ্বিতীয়ার্ধের শেষে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ফাবিয়ান শার। কিন্তু অতিরিক্ত সময় ডেভিড লুইজের গোল কার্যত ফাইনালে ওঠার রাস্তা পাকা করল চেলসির জন্য। অন্য সেমিফাইনালে কর্কমাজের গোলে বেনফিকাকে ১-০ হারাল ফেনারবাখ।

সরবেন দেল বস্কি
২০১৪ বিশ্বকাপের পরে জাভি-ইনিয়েস্তাদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন ভিসেন্তে দেল বস্কি। সংবাদমাধ্যমের কাছে স্পেনের বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, “২০১৪ বিশ্বকাপে কোচ হিসাবে স্পেনের দায়িত্ব শেষবারের মতো নিতে চলেছি।” সঙ্গে তিনি যোগ করেন, “ভবিষ্যতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অন্য কোনও পদে থাকলেও কোচের দায়িত্ব আর নয়।” ২০০৮ সালে স্পেনের কোচ হওয়ার পর দেল বস্কির হাত ধরেই এসেছে একের পর এক সাফল্য। যার মধ্যে উল্লেখযোগ্য গত বিশ্বকাপ ও ইউরো কাপে চ্যাম্পিয়ন হওয়া।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.