কলেজে গোলমালের জেরে অসুস্থ অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • পান্ডুয়া |
পরিচালন কমিটির বৈঠককে ঘিরে শুক্রবার বিকেলে উত্তেজনা দেখা দিল খন্যানের ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে। বৈঠক চলাকালীন অশিক্ষক কর্মচারী এবং ছাত্রদের মধ্যে গণ্ডগোল বেধে যায়। হাতাহাতিতে দু’পক্ষের কয়েক জন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হুলুস্থুলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন কলেজের অধ্যক্ষ। প্রশাসন ও কলেজ সূত্রের খবর, এ দিন দুপুরে কলেজে পরিচালন সমিতির বৈঠক বসে। অশিক্ষক কর্মীদের অভিযোগ, বৈঠকের মাঝপথে কিছু ছাত্র জোর করে সেখানে ঢুকতে যায়। তা নিয়ে প্রথমে বচসা বাধে। পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। অধ্যক্ষ এবং অন্য শিক্ষকদের সামনেই ছাত্রদের সঙ্গে অশিক্ষক কর্মীদের হাতাহাতি শুরু হয়ে যায়। কলেজের বাইরেও উত্তেজনা ছড়ায়। পাণ্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বিডিও নবনীপা সেনগুপ্তও ঘটনাস্থলে পৌঁছন। তবে কলেজ কর্তৃপক্ষ না ডাকায় পুলিশ-প্রশাসনের লোকজন ভিতরে ঢুকতে পারেনি। ছাত্রদের দাবি, অশিক্ষক কর্মীদের মারে ৩ ছাত্র আহত হয়েছেন। তাঁদের পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে, তাঁদেরও বেশ কয়েক জন জখম হয়েছেন বলে দাবি করেছেন অশিক্ষক কর্মচারীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে সন্ধ্যা হয়ে যায়। বিডিও বলেন, “গোলমালের খবর পেয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু কলেজ কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় ঢুকতে পারিনি।”
|
বিয়ের আগে নিখোঁজ যুবক
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর |
বিয়ের ছ’দিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজ চন্দননগরের এক যুবক। সুভাষ পল্লির উত্তর নতুনপাড়ার বাসিন্দা প্রদীপ দাস নামে ওই যুবকের খোঁজ চলছে বলে পুলিশ জানায়। বছর তেত্রিশের প্রদীপ সেক্টর-৫-এ একটি প্যাথলজি কেন্দ্রে কাজ করেন। রাতে কাজ থেকে ফেরার সময়ে তিনি সহকর্মীদের সঙ্গে বাসে বালি আসতেন। সেখান থেকে ট্রেন ধরতেন। গত ২৪ এপ্রিল সকালে কাজে বেরিয়ে ফেরেননি। মোবাইলেও যোগাযোগ করা যায়নি। পর দিন ভদ্রেশ্বর থানায় ডায়েরি হয়। আগামী সোমবার প্রদীপের বিয়ে ঠিক হয়েছে। প্রস্তুতিও প্রায় শেষ। এ ভাবে তিনি নিখোঁজ হয়ে যাওয়া দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের লোকেরা। প্রদীপের হবু শ্বশুরকে এ ব্যাপারে জানানো হয়েছে।
|
এক রাউন্ড গুলি ও একটি পাইপগান-সহ বৃহস্পতিবার রাতে খানাকুলের বালিপুর থেকে এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। তার নাম শেখ মইনুদ্দিন। ওই গ্রামেই তার বাড়ি। পুলিশ জানিয়েছে, খানাকুল, পুড়শুড়া-সহ হুগলির কয়েকটি থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই-সহ নানা অপরাধের অভিযোগ আছে মইনুদ্দিনের বিরুদ্ধে। |