বস্তুখণ্ডের বাইরে গিয়ে বস্তুজগতের অর্থ খোঁজার চেষ্টা করেছেন সৌমী নন্দী বিড়লা অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত তাঁর ছবির একক প্রদর্শনীতে। অত্যন্ত মন্ময় ভাবে রূপায়িত করেছেন বিমূর্ততার এক বিশেষ ধরন, যেখানে বাস্তবের পরিচিত আবরণ সরিয়ে তিনি তার অন্তর্গূঢ় রহস্যকে বের করে আনতে চেষ্টা করেছেন।
যেমন শহরের কোনও পথ, তার দু’পাশের স্থাপত্য, যানবাহন এ সমস্ত কিছুকেই রূপান্তরিত করেছেন জ্যামিতিক ডিজাইনে। এ ভাবেই বিমূর্ততার এক বিশেষ রূপভঙ্গি উঠে এসেছে তাঁর ছবিতে। একই পদ্ধতিতে দু’টি ইনস্টলেশনও করেছেন তিনি।
প্রদর্শনী চলছে
বিড়লা অ্যাকাডেমি: কেতকী কাল শেষ।
ক্রাফিটি স্টুডিয়ো: তমোজিৎ ভট্টাচার্য কাল শেষ।
গগনেন্দ্র প্রদর্শশালা: যামিনী রায়ের ছবির প্রদর্শনী ২৯ পর্যন্ত।
কেমোল্ড: চন্দন নায়ক ১ মে পর্যন্ত।
অ্যাকাডেমি: তরুণ দে, অপু দাশগুপ্ত প্রমুখ ১ মে পর্যন্ত।
বিশ্বজিৎ মণ্ডল ১ মে পর্যন্ত।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.