কর নিয়ে তোপ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভোডাফোন, এইচএসবিসি সিকিউরিটিজ-সহ ২৭টি সংস্থার বিরুদ্ধে কম দামে শেয়ার হস্তান্তরের অভিযোগ উঠেছে বলে জানাল কেন্দ্র। এ নিয়ে কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্র। -পিটিআই ফোর্ডের নয়া গাড়ি নিজস্ব সংবাদদাতা: আকর্ষণীয় দামে স্পোর্টস ইউটিলিটি ভেহিক্লের (এস ইউ ভি) মতো বড় গাড়ি। সঙ্গে বাড়তি সুবিধা। গর্তে বসে যাওয়া বাজারের চাকাকে ঠেলে তুলতে ফোর্ড ইন্ডিয়ার মতো গাড়ি সংস্থার হাতিয়ার এ বার এই ধরনের গাড়ির নতুন মডেলই। ভারতের গাড়ি বাজারে এত দিন ছোট গাড়ির প্রাধান্য থাকলেও এখন তার বিক্রি বৃদ্ধির হার তলানিতে। বরং দ্রুত চাহিদা বাড়ছে এসইউভি বা একটু বড় গাড়ি মাল্টি ইউটিলিটি ভেহিক্লের (এমইউভি)। যেমন, শীঘ্রই বাজারে নতুন এসইউভি ‘ইকো স্পোর্ট’ আনছে ফোর্ড ইন্ডিয়া। ভবিষ্যতে এসইউভি বা এমইউভির আরও নতুন মডেল তৈরির ইঙ্গিত দিয়েছেন এমডি যোগীন্দর সিংহ।
|
সুদ কমানোর পক্ষে ফের সওয়াল কেন্দ্রের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিন সাতেক পরেই ঋণনীতি পর্যালোচনায় বসছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। তার আগে শুক্রবারই তাৎপর্যপূর্ণ ভাবে সুদ কমানোর পক্ষে ফের সওয়াল করলেন অর্থ মন্ত্রকের মুখ্য উপদেষ্টা রঘুরাম রাজন। তাঁর দাবি, মূল্যবৃদ্ধি নেমে আসায় সুদ কমানোর পথ খুলেছে। যা বৃদ্ধির চাকায় গতি আনার জন্য জরুরি। সুদ কমানো নিয়ে সম্প্রতি বহু বার সওয়াল করেছে কেন্দ্র। অনেকেই মনে করছেন, এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে আরবিআইয়ের একচ্ছত্র ক্ষমতাকে কার্যত বদলাতে চাইছে তারা। ফিকিও এ দিন বৃদ্ধির হার বাড়াতে আরবিআইয়ের কাছে ১% সুদ কমানোর আর্জি জানিয়েছে। |