বাসের সঙ্গে দশ চাকা লরির সর্ংঘষে মৃত্যু হল এক ইএফআর জওয়ান-সহ দু-জনের। ওই দুর্ঘটনায় জখম আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সদাইপুর থানা এলাকার মুড়োমাঠের কাছে, রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। কমল লোহার (৪৫) নামে মৃত ওই জওয়ান খড়্গপুরের সালুয়ার ক্যাম্পের কর্মী ছিলেন। অন্য জনের নাম স্বপনকুমার মণ্ডল (৫১)। তিনি ওই বাসের কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি-মেদিনীপুর রুটের একটি বেসরকারি বাস ওই রাস্তা ধরে সদাইপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা দশ চাকা লরির সঙ্গে ধাক্কা লাগে। মৃত এবং আহত সকলেই বাসের আরোহী। দুই গাড়ির চালকের খোঁজ মেলেনি।
|
ঝড়ে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বরের গঙ্গারামপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম মন্দিরা গড়াই (১০)। সে স্থানীয় কোটাসুর হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। বুধবার মন্দিরা আম কুড়োতে বেরিয়েছিল। মন্দিরাকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। জখম দু’জনের চিকিৎসা চলছে। |