চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ছাত্রীর পরিবারকে ভয় দেখানোর অভিযোগে পুলিশ ধৃতের ছেলেকেও গ্রেফতার করেছে। বুধবার রাতে বামনগোলা থানার ১৬ মাইল গ্রামে ঘটনাটি ঘটেছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, চকলেটের টোপে বছর খানেক ধরে অভিযুক্ত মেয়েটিকে কয়েক বার ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিভূতি রায়কে ধরা হয়েছে। পরিবারকে ভয় দেখানোর অভিযোগে ছেলে বিকাশ রায়কেও ধরা হয়। বামনগোলার ১৬ মাইলের বাসিন্দা এক দিনমজুরের ৩ মেয়ে। টাওয়ারের কাজে ওই দিন মজুর ভিন রাজ্যে গিয়েছেন। তিন মেয়েকে নিয়ে স্ত্রী ঘরে থাকতেন। সংসার চালাতে তিনি ধান কুটতে বাইরে যেতেন। সম্প্রতি ধর্ষণের পর ঘটনাটি সামনে আসে।
|
ওয়ার্ড পুনর্বিন্যাসের জেরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ওয়ার্ড ২৩টি থেকে বেড়ে হল ২৫টি। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে শহরের উত্তর পূর্ব দিক থেকে এলাকা পুনর্বিন্যাসের জেরে ওয়ার্ডের তালিকার অদলবদল হয়েছে। আগের ৪ নম্বর ও ১৪ নম্বর ওয়ার্ড দু’টিকে ভেঙে চারটি হওয়ায় এ বার পুরসভার ওয়ার্ড সংখ্যা হয়েছে ২৫টি।
|
এক দিনমজুরকে কুপিয়ে খুনের দায়ে বৃহস্পতিবার মালদহের অতিরিক্ত জেলা ও সেশন জজ (পঞ্চম) প্রবীর কুমার মিশ্র ৬ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কালিয়াচক রাজনগর গ্রামের বুদ্ধু মণ্ডল ভিন রাজ্যে দিনমজুরি করতেন। ২০০৫ সালে ২৬ জুন দুপুরে বাজারে যাওয়ার পথে দু’টি পরিবারের গোলমালে ছয় জন বুদ্ধুকে হাঁসুয়া দিয়ে কুপিয়েছিল।
|
স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহে যুবককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড হল। বৃহস্পতিবার বালুরঘাটের জেলা জজ মণীশঙ্কর দ্বিবেদী অভিযুক্ত গৌরাঙ্গ মালিকে দণ্ডাদেশ দেন। ২০১১-এর ২০ জুন দুপুরে বালুরঘাটের শিয়ালা গ্রামের পাটখেতে প্রশান্ত মালি (৩৫) আক্রান্ত হন। হাঁসুয়ায় কোপানোর অভিযোগ ওঠে গৌরাঙ্গের বিরুদ্ধে।
|
পিক আপ ভ্যান-এর ধাক্কায় মৃত্যু হল শিশুর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন বেরুবাড়ি সরকারপাড়া এলাকায়। মৃত শিশুর নাম রুম্পা রায় (৩)। পিকআপ ভ্যানটি স্থানীয় একটি বাগান থেকে পাতা আনতে যাচ্ছিল। শিশুটি বাজারের রাস্তা পেরোনোর সময়ে দুর্ঘটনা ঘটে। চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
|
অবশেষে কোচবিহারের পঞ্চানন বর্মা স্মৃতি ছাত্রাবাস বৃহস্পতিবার চালু হল। অনুষ্ঠানে পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক মোহন গাঁধী ছিলেন। মুখ্যমন্ত্রী গত ২৭ ডিসেম্বর পুন্ডিবাড়ির অনুষ্ঠান মঞ্চ থেকে গুঞ্জবাড়ি এলাকায় ১ কোটি ২১ লক্ষ টাকায় তৈরি ৯৬ শয্যার ছাত্রাবাসটির উদ্বোধন করেন।
|
পুরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে বালুরঘাটে কিছু ভুঁইফোঁড় সংস্থা ব্যবসা করছে বলে অভিযোগ উঠছে। যদিও বালুরঘাট পুরসভার চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস বলছেন, “সারদা-সহ কোনও অর্থলগ্নি সংস্থাকেই ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি।” জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “সারদা কাণ্ডের পরে অর্থলগ্নি সংস্থাগুলি সম্পর্কে আমানতকারীরা অভিযোগ তুলতেই সুচেতাদেবী দায় এড়াতে তথ্য দিচ্ছেন।”
|
চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেকারদের থেকে টাকা তোলার চেষ্টা করছে দালাল চক্র! বৃহস্পতিবার রায়গঞ্জের সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তৃণমূল বিধায়ক অমল আচার্য। |