বিনা চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার ভোরে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন এক বছরের ওই শিশুটি মারা যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মণিকা সিংহ। বাড়ি ফাঁসিদেওয়ার বুড়াগঞ্জে। মৃতের মায়ের লিখিত অভিযোগ পেয়ে ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত সুপার অমরনাথ সরকার বলেন, “তদন্ত কমিটি গড়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” এ দিন ময়নাতদন্ত হয়েছে। কমিটিতে রয়েছেন মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, অ্যানাস্থেসিয়া এবং শল্য বিভাগের প্রধান। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ির উঠোনে খেলার সময় পড়ে গিয়ে চোট পায় মণিকা। এর পর খড়িবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাও করানো হয়। শিশুটির শ্বাসকষ্ট হচ্ছে দেখে বুধবার বিকেলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ, এর পর থেকে ঠিক মতো চিকিৎসা হয়নি শিশুটির। চিকিৎসক প্রথমে দেখে গেলেও নার্সরা ওষুধপত্র দেননি। কার্যত বিনা চিকিৎসায় শিশুটি মারা গিয়েছে বলে অভিযোগ করেন মৃতার মা মমতা সিংহ। মণিকার মা মমতা দেবী বলেন, “মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে বারবার চিকিৎসক এবং নার্সদের বলেছি। কিন্তু ওরা কোনও কথাই শুনছিল না। যে চিকিৎসক এবং নার্সরা ছিলেন তাদের শাস্তি দেওয়া হোক।”
|
থ্যালাসেমিয়া নিয়ে সমীক্ষা বালুরঘাটে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
স্কুল পড়ুয়াদের মধ্যে থ্যালাসেমিয়া রোগের হদিস মেলায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ১৮ ফেব্রুয়ারি থেকে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট -এর উদ্যোগে ব্লকের ৬টি হাইস্কুলের অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়া ও একটি কলেজের ছাত্রছাত্রী মিলিয়ে ৭৩৩ রক্ত-নমুনা পরীক্ষা হয়। বালুরঘাট হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট-মেডিক্যাল অফিসার সুপ্রিয় বসু বলেন, “২৭ জন ছাত্রছাত্রী থ্যালাসেমিয়ায় আক্রান্ত বলে চিহ্নিত। রোগের বাহক চিহ্নিত হয়েছে ১৪১ জন। অভিভাবকদের মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতার কাজ শুরু হয়েছে।”
|
তালা মেরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি |
বাঘমুণ্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের সময় টেবিল থেকে পড়ে চোট পেয়ে মৃত্যু হয় এক সদ্যোজাতের। প্রায় এক মাস আগের সেই ঘটনার তদন্তের দাবি জানাতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে বাঘমুণ্ডির বিএমওএইচকে তালাবন্ধ করে রাখলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। কিছু ক্ষণ পরেই তাঁরা তালা খুলে স্মারকলিপি দেন।
|
শিশু-ত্বকের যত্ন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিশুর ত্বকই তাদের বাইরের জীবাণু থেকে রক্ষা করে। জন্মের সময়ে শিশুর ত্বকে কোনও ‘মাইক্রোব’ বা জীবাণু ঘাঁটি গাড়ে না। কিন্তু তার কিছুদিন পর থেকেই ত্বকের বিভিন্ন জায়গায় এরা নিজেদের বসতি স্থাপন করতে শুরু করে। শিশুর ত্বককে এদের থেকে রক্ষা করা খুবই জরুরি। তা না হলে ভিতর থেকেও শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে এ কথা জানান ‘ইন্ডিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক ডার্মাটোলজি’-র চেয়ারম্যান চিকিৎসক সন্দীপন ধর। তিনি জানান, ত্বক সুরক্ষিত রাখতে শিশুদের প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট স্নান করানো উচিত ও তাদের ‘ন্যাপকিন’-ও ঘনঘন পাল্টানো দরকার।
|
মিড-ডে মিল খেয়ে অসুস্থ দু’শো |
মিড-ডে মিল খেয়ে অসুস্থ স্কুল পড়ুয়াদের চিকিৎসা চলছে। জামশেদপুরের এমজিএম হাসপাতালে। নিজস্ব চিত্র মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল সরাইকিলা-খঁরসওয়া জেলার খুঁটি মিডল হাইস্কুলের দু’শোরও বেশি ছাত্রছাত্রী। তবে পাঁচ জন ছাড়া বাকি সকলকেই প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরের পর ঘটনাটি ঘটেছে খুঁটির ওই স্কুলে। অভিভাবকদের অভিযোগ, রান্নায় টিকিটিকি পড়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জোর করেই ছাত্রছাত্রীদের সেই মিড ডে মিল খেতে বাধ্য করেন। তবে স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার পরে অসুস্থ ছাত্রছাত্রীদের পার্শ্ববর্তী জামশেদপুরের মহাত্মা গাঁধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলের পরে পাঁচ জন ছাত্রছাত্রী ছাড়া অন্যান্যদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। |